Luxury Train :- বিগত 1970 এর দশক থেকে আমেরিকার একজন বিখ্যাত ভ্রমণকারী লেখক । যিনি তার নিজের মধ্যেই ইনহলেন্ড থেকে এশিয়ায় রেলপথে ভ্রমণের বিষয় নিয়ে একধরণের চিত্তকর্ষক লক্ষ্য নির্ধারণ করেছিলেন । তার পাশাপাশি থেরক্স নামক এক ব্যক্তি রেলপথে ভ্রমণের বিষয় নিয়ে বলেছিলেন – ” একটি ট্রেন যদি মোটামুটিভাবে বোরো এবং আরামদায়ক হয় তাহলে যাত্রীদেরকে তার নিজস্ব লক্ষে পৌঁছনোর কোনো প্রয়োজনীয় নেই ” ।
এর পাশাপাশি ট্রেন যাত্রায় ভ্রমণ করা নিজস্ব অভজ্ঞতায় বলা যায় যে – এটিতে এক প্রকার আকর্ষণ রয়েছে তা ভাষায় প্রকাশ করা মুশকিল । একটি আরাম দায়ক এবং সকল সুবিধাসম্পন্ন ট্রেনের যাত্রীবাহীদের মনকে প্রভাবিত করে তোলে । যাত্রীবাহীদের এইসকল সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলসরকার বিশেষ 8 টি Luxury Train অনুসূচনা করেছেন । নিচে ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেনগুলির বিস্তারিত আলোচনা করা হল ।

*এক নজরে :- ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ধ্বসের বিরুদ্ধে মুম্বাইয়ে , মহারাষ্ট্রে “Hit With Footwear” বিক্ষোভ মিছিল !
*Indian Most Popular 8 Luxury Train :-
1. Maharaja Express .
2. Palace On Wheels .
3. Royal Rajasthan On Wheels .
4. Deccan Odyssey .
5. Golden Chariot .
6. Fairy Queen .
7. Haritage On Wheels .
8. Treasures Of Wheels .
1. Maharaja Express :- ভারতের সবচেয়ে ব্যয়বহুল ট্রেনগুলির মধ্যে একটি অন্যতম ট্রেন হচ্ছে মহারাজা এক্সপ্রেস । এই এক্সপ্রেস ট্রেনটিতে অন্যান্য ট্রেনগুলির তুলনায় কিছু কম টাকায় এক ব্যাপক সুবিধা প্রদান করে থাকে । তাই লোকমুখে মহারাজা এক্সপ্রেসের বিনা ব্যাপক খ্যাতি অর্জন করে । এই ট্রেনটিকে সাধারণ ট্রেনবললে ভুল হবে , কারণ এই ট্রেনটির ভেতরে প্রবেশ করলে বোজা যায় এর অভন্তরীণ সুন্দর্যতা । এর ভেতরের কামরাগুলি বাইরের হলের 5 ষ্টার কিংবা 7 ষ্টার হোটেলের থেকে কম নয় । ভ্রমণকারী বিদেশী পর্যটকদের পাশাপাশি নিজের দেশের পর্যটকরাও বেশ জনপ্রিয়তা লাভ করে ।
2. Palace On Wheels :- সমুদ্রযাত্রার পথে যাতায়াতকারী বিলাসবহূল ট্রেনের মধ্যে এই প্যালেস অন হুইলস ট্রেনটি বৃহৎ এবং সেরা । তবে ভারতের অন্যতম বিলাসবহূল ট্রেনের মধ্যে এই ট্রেনটি প্রধান ভূমিকা রাখে । এই ট্রেনটি রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত হয় । প্যালেস অন হুইলস ট্রেনটির অভ্যন্তরীণ কারুকার্য ও সাজ-সরঞ্জাম আপনাদের পৌরাণিক যোদ্ধা রাজপুত্র ও রাজা-মহারাজাদের আমলে চলাকালীন কিংবদন্তি ভূমির মালিকানা উপভোগ করতে পারবেন । এই ট্রেনে আপনারা রাজা – প্রজাদের আমলে চলাকালীন রাজকীয় সুযোগ – সুবিধা যাত্রীদের ব্যাপক নজর কাড়ে । প্যালেস অন হুইলস ট্রেনটির বিলাসিতা সত্যিই অতুলনীয় ।
3. Royal Rajasthan On Wheels :- এই ট্রেনটিতে অবশ্যই উঠবেন আপনারা । মিস করবেন না । তার কারণ এই ট্রেনটির মাধ্যমে আপনারা ভারতের পুরাতন স্থাপত্বশীল ভ্রমণকারী জায়গা রয়েছে । যার মাধ্যমে আপনারা মাত্র 8 দিনের মধ্যেই দিল্লি থেকে শুরু করে অগ্রা , বিহার , ঝাড়খন্ড , রাজস্থান ভ্রমণ করে আস্তে পারবেন। ফলে আপনারা নানান ধরনের ঐতিহ্যময় স্থাপত্য , মহিমাদ্দিত দুর্গ , সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি বৈচিত্রময় সংস্কৃতিও উপভোগ করতে পারবেন । এছাড়াও এই ট্রেনের বিশেষত্ব হল , ট্রেনের সুস্বাদু খাবার, ওয়াইন সহ ব্যক্তিগত পরিশাসকদের দ্বারা পরিচালিত হয় ।
4. Deccan Odyssey :- ডেকান অডিসির এক অসাধারণ সৌদর্য রয়েছে । কারণ এই ট্রেনটি ভারতের রেলপথে 21 জন বিলাসবহুল সংযুক্ত কোচ নিয়ে গঠিত হয়েছে । ট্রেনটির 21 টি কোচের মধ্যে 11 টি কোচ আত্মীয়দের জন্য রাখা হয়েছে এবং বাকি কোচগুলীতে খবর জন্য ডাইনিং টেবিল, চেয়ার , লাউন্স ও কনফারেন্স সহ হেলথ স্পা বিশিষ্টগুলী নিয়ে গঠিত করে হয়েছে । সর্বপ্রথম ট্রেনটি 2004 সাল থেকে ভারতের রেলপথে চলাচল করতে শুরু করে । এই ট্রেনের প্রত্যেকটি বগিতে AC ও ইন্টারনেট পরিষেবার পাশাপাশি সুবিধাগুলো দেওয়া হয় থাকে। অন্যান্য ট্রেনগুলোর এই ট্রেনটিতে সুস্বাদু খাবারের পাশাপাশি রেস্টুরেন্ট, লাউঞ্জ বার এবং স্পা করার মতন সুবিধা রয়েছে ।
*আরও পড়ুন :- মাত্র ২ মাসের মধ্যেই আসতে চলেছে স্লীপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস !
5. Golden Chariot :- দ্য গোল্ডেন চেরিওট ট্রেনটি ভারতের সবচেয়ে বিলাসবহুল মহারাজা এক্সপ্রেসের মতো এক অন্যতম ট্রেন হিসেবে বিবেচিত হয় । এই ট্রেনটি ভারতের হাম্পির বিটথলা মন্দিরের পাথরের নামানুসারে এর নামকরণ করা হয়েছে । তবে এই ট্রেনটিতে অন্যান্য ট্রেনগুলির তুলনায় দারুন সৌন্দর্য পূর্ণ হয় । কারণ এই ট্রেনটি বেগুনি ও সোনালী রঙের সাথে একটি হাতির মাথা ও সিংহের দেহ বিশিষ্ট পৌরাণিক লোগোর ছবি প্রতিফলন করা রয়েছে । এই ট্রেনটি 2008 সাল থেকে বাণিজ্যিক ট্রেন হিসেবে চালানো হয়েছিল । তবে এটি সাপ্তাহিকভাবে রোববার করে 2022 সাল পর্যন্ত চলাচল করত । বর্তমানে ট্রেনটি ভারতের কর্ণাটক , গোয়া , কেরালা ও তামিলনাড়ুর পাশাপাশি পদুচেরীর নানান স্পটগুলির মধ্যে দিয়ে চলাচল করে , যা কর্ণাটক রাজ্য পর্যটন উন্নয়ন দ্বারা পরিচালিত হয় ।
6. Fairy Queen :- ফেইরি কুইন ট্রেনটি হল ভারতের সবচেয়ে প্রাচীনতম ট্রেনের মধ্যে এক । এই ট্রেনটি পূর্বের বাষ্পচালিত ইঞ্জিনের মাধ্যমেই চলাচল করে । ফেইরী কুইন বাস্পচালিত ট্রেনটি 1855 সালে সর্বপ্রথম ভারতের রেলপথে চলতে শুরু করে । ট্রেনটি 1855 থেকে 1908 সাল পর্যন্ত ভারতের হাওড়া রেলস্টেশন থেকে রানীগঞ্জ ও বিহার পর্যন্ত চলাচল করত । তারপর 1997 সালে পুনরায় চালু করা হয় যেখানে ট্রেনটির দিল্লি থেকে যাতায়াত শুরু হয় । মূলত ট্রেনটি প্রত্যেক বছরের অক্টোবর থেকে মার্চ মাসের 2য় এবং 4র্থ শনিবার করে কার্যকর হয় । ট্রেনটিতে 60 সিট বিশিষ্ট শীততাপনিয়ন্ত্রিত চেয়ারকার রয়েছে । তার পাশাপাশি রয়েছে বড় মাপের জানালা , যার মাধ্যমে যাতায়াতের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় । এছাড়াও রয়েছে , নানা স্টাইলিশ ধরনের কোচের ভেতরকার রুমের ডিজাইন , রয়েছে অতিথিদের জন্য অন – বোর্ড ক্যাটারিং এবং ভেতরের চেয়ার , খাবার টেবিল , বাথরুম সহ সৌন্দর্যের পরিকাঠামো ।
7. Haritage On Wheels :- হেরিটেজ অন হুইলস ট্রেনটি হল ভারতের এক অন্যান্য বিলাসবহুল ট্রেনের মধ্যে এক । বিশেষ করে এই ট্রেনটি প্যালেস অন হুইলস্ এর ভূমিকাও গ্রহণ করে । রাজস্থান টুরিজাম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও ভারতের রেল সরকারের যৌথ উদ্যোগে এই ট্রেনটি চালু করা হয় । ট্রেনটি মিটার গেজের মাধ্যমে রাজস্থানের সবচেয়ে ঐতিহ্যশালী বিকান ও শেখবতীর বিভিন্ন সৌন্দর্যপূর্ণ অঞ্চলের মধ্য দিয়ে চলাচল করে । বিকান হল রাজস্থানের একটি ঐতিহ্যশালী ও সৌন্দর্যময়ী শহর । এছাড়াও ট্রেনটির কোচগুলীতে শীতাতপনীয়ন্ত্রিত বগীর পাশাপাশি রয়েছে উন্নত মানের সিট কেপাসিটি । রয়েছে নুন্নত মানের কারুকার্যের সহিত ট্রেনের বিশেষ সৌন্দর্য । রয়েছে প্রত্যেক কেবিনের উন্নতমানের সুযোগ-সুবিধা । নানা ধরনের সুবিধা ও আরামদায়ক প্রযুক্তির সাথে হেরিটেজ অন হুইলস ট্রেনটি ব্যাপক ভূমিকা প্রদান করে থাকে ।
8. Treasures Of Wheels :- ভারতের মহারাজা এক্সপ্রেসের অধীনে 3 থেকে 4 দিনের যাত্রাকে বিশেষভাবে কভার করে এই ট্রেসার অফ ইন্ডিয়া এক্সপ্রেস । যা গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত । এই 3 থেকে 4 দিনের ট্রেন যাত্রায় আপনারা রাজস্থানের নানান সৌন্দর্যপূর্ণ বাজার , বিশালাকৃতিক প্রাচীন ইতিহাসিক মূর্তির পাশাপশি প্রাচীন দুর্গগুলিও উপভোগ করতে পারবেন । এছাড়াও রেলসরকের পার্শ্ববর্তী রনথম্ভের ন্যাশনাল পার্কের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন । এই ট্রেনের যাত্রাপথে আপনারা 5 টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাথে আগ্রা থেকে জয়পুরগামী বড়ো বড়ো বাজারগুলির কেনাকাটার মাধ্যমে অন্তর্দৃষ্টিমূলক অভিজ্ঞতা অর্জন করতে পারেন । ট্রেজার অফ ইন্ডিয়া ট্রেনটি সর্বপ্রথম দিল্লি থেকে যাত্রা শুরু করে আগ্রা – রনথম্ভর – জয়পুর হয়ে দিল্লিতে শেষ হয় । পাশাপশি ট্রেনটিতে উপলব্ধ ফিচারস গুলিও দারুন বৈশিষ্ট প্রদান করে যা চলাচলকারী যাত্রীদের ব্যাপক নজর কাড়ে ।
Pingback: Indian Railway Signboard :- ভারতের সব স্টেশনের নাম বোর্ডের ওপর হলুদ,কালো রং দিয়ে লেখা হয় কেন ? এই নিয়মের কারণ কি জেন