Sealdah New Update :- চাপাচাপির দিন শেষ হচ্ছে ! জনগণের আর ভিড় থাকবে না ! বিরাট আপডেট দিল শিয়ালদহ লোকাল স্টেশন …

Sealdah New Update (শিয়ালদহ) :-  আমাদের ভারতের যে সমস্ত স্টেশনগুলি রয়েছে , তাদের তুলনায় শিয়ালদহ রেল স্টেশন এক অন্যতম স্টেশন হিসেবে পরিচিত । শিয়ালদহ রেল স্টেশন ভারতের বৃহত্তম একটি স্টেশন । এই স্টেশনের প্রতিদিন হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করে । শিয়ালদহ স্টেশনের প্রত্যেক ট্রেন গুলিতে প্রতিনিয়ত যাত্রীদের যাতায়াতের জন্য এক ব্যাপক ভিড় দেখা যায় ।

   তুলনামূলকভাবে দেখা গেলে অন্যান্য ডিভিশনে ট্রেন গুলিতে যে পরিমাণ যাত্রী সংখ্যা হয় তা শিয়ালদহ ডিভিশন এর লোকাল ট্রেন গুলোর যাত্রী সংখ্যার তুলনায় অনেকটাই কম হয় । শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন গুলোর যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটাই যেন বাঁদরের ঝুলতে থাকার মত দেখায় । যাত্রীদের এই ব্যাপক অসুবিধার কথা মাথায় রেখে রেল সরকার এক বিশেষ সুবিধা প্রদানের জন্য খুব শীঘ্রই জনসাধারণের জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসছে ।

   রেল সরকারের অনুপ্রেরণায় যে নতুন পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে , তাতে শিয়ালদহ স্টেশনের যাতায়াতকারী যাত্রাক্ষেত্রে চাপাচাপির দিক থেকে অনেকটাই  রেহাই পাবে বলে আশা করা যায় । এতদিন ধরে শিয়ালদহ ডিভিশনে  ৯ বগী সম্পন্ন ট্রেন যাতায়াত করত । এতে যাত্রীদের যাতায়াতের ব্যাপক ভিড়ের সহিত মোকাবিলা করতে হত । যাত্রীদের এই অসুবিধার সমাধানের জন্য এবার থেকে প্রত্যেকটি ট্রেনে ১২টি করে বগি থাকবে বলে রেল সরকার জানিয়েছেন ।

*এক নজরে :- শিয়ালদহ স্টেশনের স্থানীয় রেল যাত্রীবাহীদের জন্য নতুন পরিষেবা চালু করা হয়েছে ..

   প্রত্যেকটি ট্রেনে যদি ১২ টি করে বগী থাকে তাহলে প্রতি ট্রেনে ৩ করে বগী বেশি হচ্ছে । এর ফলে কমপক্ষে ৩০০ জন যাত্রী বেশ আরামে যাতায়াত করতে পারবে । এছাড়া প্রত্যেকটি ট্রেনে মোট ১২০০ জন যাত্রী প্রত্যেকটি লোকাল ট্রেনে দাঁড়িয়ে হলেও অনায়াসে যাতায়াত করতে পারবে । সাধারণত এই ভিত্তিতে বলা যায় যে , রেল সরকারি এই পরিকল্পনায় যাত্রীদের ঠাসাঠাসি , অসুবিধা যাবতীয় সকল প্রকার দিক থেকে জনসাধারণের রায় সুবিধাপ্রাপ্ত হবে । তবে ভোটের জন্য রেল সরকারকে এই বিরাট সিদ্ধান্ত নিতে পিছিয়ে পড়ে । এর ফলে শিয়ালদহ ডিভিশনের সকল ট্রেনগুলোতে ১২ টি বগি হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানা গেছে ।

   রেল সরকার এই পরিকল্পনার জন্য ৪৮ ঘন্টার চলাচলকারী সকল ট্রেনগুলোকে বন্ধ করে দিয়েছিল । এমনকি লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলো সামিয়ানায় ছিল । কিন্তু এই পরিকল্পনায় যখন যাত্রীদের যাতায়াতের সমস্যার কথা এবং ভোটের আবহাওয়ার কথা উঠে আসে , তখন রেল সরকার মেগা ব্লকের সিদ্ধান্ত বরখাস্ত করে দেয় । রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে , ভোট পর্ব শেষ হলে আবার পুনরায় এ কার্যকলাপ চালু হবে ।

   রেল কর্মচারীরা জুন মাস থেকে রেল যাতায়াতের চলাচল গ্রামে বিভিন্ন ট্রেনের কাজ অবসান ঘটিয়ে হলেও শিয়ালদহ শাখা অন্তর্গত সব লোকাল ট্রেন গুলিতে 12 টি করে বগির কার্যকলাপ দ্রুত গতিতে করে যাচ্ছিল  । তবে এই স্টেশনের ১-৫ নম্বর প্লাটফর্মের যে সব ধরনের কাজ হচ্ছিল তা এখনো পর্যন্ত শেষ হয়নি । অন্যদিকে আবার free non interlocking এর কাজ শুরু হওয়ার কথা ছিল । এইসব কার্যকলাপের পরিপ্রেক্ষিতে রেল সরকার মেগা ব্লকের প্রস্তুতি নিয়েছিল । তবে এই কার্যক্রম বিদ্যুৎ এবং সিগনাল বিভাগের অন্তর্গত কার্যকর হয়নি ।

   রেল সূত্রে জানা যায় আগামী May মাসের মধ্যে ১-৫ নম্বরের শিয়ালদহ স্টেশনের সব প্লাটফর্ম গুলির কার্যকলাপ শেষ করে জুন মাসের মধ্যেই সব লোকাল যাত্রীবাহী ট্রেন গুলিতে ২১ টি করে বগি রেলপথে নামানো হবে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Sealdah New Update :- চাপাচাপির দিন শেষ হচ্ছে ! জনগণের আর ভিড় থাকবে না ! বিরাট আপডেট দিল শিয়ালদহ লোকাল স্টেশন …”

  1. Pingback: Vista Dome Coach :- রীতিমতো পয়সা উসুল ! ভিস্তা ডোমের সাথে পাহাড়ের সৌন্দর্যের রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top