Salman Khan :- ‘একদিকে লরেন্সের হুমকি, অপরদিকে দুবাইয়ের শুটিং 7 ডিসেম্বর !’.. যা নিয়ে চিন্তিত সালমান ভক্তরা !

Salman Khan

Salman Khan :- লরেন্সের মাতৃরূপে পুজিত কৃষ্ণসার হরিণের মৃত্যুর অপরাধে সালমানের পিছনে একের পর এক হুমকির উঠে আসছে । এর জেরে নিজেকে নিরাপদে রাখার জন্য নানান ধরনের প্রযুক্তিগত মাধ্যম উপলব্ধ করেছেন । বিরাট হুমকির মাঝে আগামী 7 ডিসেম্বর সালমান দুবাইয়ে এক শুটিং-শো এর সিদ্ধান্ত নেন । যা নিয়ে চিন্তিত দেশ-বিদেশের লাক্ষাদ্বিক ভক্তরাও ।

salman khan.

দিন যত যাচ্ছে পরিস্থিতি তত ভয়াবহ হচ্ছে । হরিণের হত্যাকাণ্ডে একের পর এক হুমকি মিলছে সালমান খানকে । তাই তাকে মারার জন্য যেকোনো সময়ে, যে কোন স্থানে পদক্ষেপ নিতে উন্মুক্ত বিষ্ণোই দল । তাই সালমানের যে কোন মুহূর্তে খুন হতে পারে । নিজের স্বাস্থ্যের সুরক্ষার্থে বেশ চিন্তায় সালমান । যার জন্য Bullet Proof Car এর পাশাপাশি পরিমাণের সিকিউরিটি গার্ড ও বাড়ির চারপাশে CCTV ক্যামেরাও লাগানো হয়েছে ।

তবে এরূপ চূড়ান্ত সময়ে সালমানের সিদ্ধান্ত নেটিজেনদের মধ্যে নানান কৌতুহল সৃষ্টি হয়েছে । অনেকেই বলেছেন, ‘এত বাড়াবাড়ি কি না করলেই নয় ?’ কি এমন করেছেন Salman Khan যে তাকে নিয়ে ঘুমহীন হয়ে আছেন ভক্তরা ?’

বিষ্ণোই গ্যাংয়ের পুলিশসূত্রে ধৃত 7 জন আসামী ! রাজস্থানের বড় অভিযানের পথে গ্রেপ্তার !

সালমান প্রতিনিয়ত তার পছন্দশীল শিল্পীদেরকে নিয়ে নানান দেশে ভ্রমণের জন্য গিয়ে থাকেন । তার উপস্থিতিতে অডিটোরিয়ামগুলি নাচে-গানে ভোরে ওঠে । এমনকি 2023 সালেও কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তাকে আহ্বান জানানো হয়েছিল । Salman Khan এর ওপরে বিষ্ণোই গ্যাংস্টার দলের একের পরে হুমকি আসার পরেও, আগামী 7 সেপ্টেম্বর দুবাইয়ে এক শুটিং (‘The Bang’) পারপাসে দুবাইয়ে যেতে চলেছেন । সেই শো এ তার সাথে যাচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, দিশা পাটানি, তামান্না ভাটিয়া, সোনাক্ষী সিনহা, সুনিল গোভারসহ আরও অনেকে ।

‘একদিকে লরেন্সের হুমকি, অপরদিকে 7 ডিসেম্বর দুবাইয়ের শুটিং’ নিয়ে চিন্তায় ঘুম উড়েছে ভক্তদের । অনেক অনেক ভক্তরা থাকে ‘অবিবেচক বলে’ গণ্যিত করেছেন । তবে যে যাই বলুক সালমানের তো একটাই নীতি , ” একবার মেয়নে জো কমেন্টমেন্ট কর দিয়া, উসকে বাদ ক্ষুদকা ভি নেহি সুনতা ।” বিশেষ Bullet Proof Car এর পাশাপাশি পরিমাণের সিকিউরিটি গার্ড (বাউন্সারদের) নিয়ে যেতে চলেছেন । 

লরেন্স বিষ্ণোইয়ের ওপর পরিবারের প্রতিবছর 40 লক্ষ টাকা ব্যয় ! প্রকাশ্যে লরেন্সের চাচাতো ভাই !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top