Delhi :- ভারতের রেলমন্ত্রী সরকার ভারতের রেল চালকদের সকল স্বাচ্ছন্দ্যের কথা মনে করিয়ে দিয়েছেন । তিনি বলেন রেল পরিবারে লোকো পাইলটদের ভূমিকা এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিরোধীরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে ভুল তথ্য মন্তব্য করে । সাধারণত রেল কর্মচারীরা তাদের পরিষেবা চালায় লোকো ক্যাবের মধ্যে থেকেই । তবে 2014 সালের পূর্বে যে সমস্ত লোকো ক্যাবগুলি রয়েছিল তাতে সেরকম কোনো সুবিধা ছিল না । কিন্তু 2014 সালের পর থেকে ভারতীয় রেলের সমস্ত লোকো ক্যাবগুলিতে সব ধরনের সুবিধাই মজুত ছিল । ফলে বর্তমানে প্রায় 7000 বেশি শীতাতপনীয়ন্ত্রিত ক্যাব রয়েছে ।
রেলমন্ত্রী দাবি করেন , ডিউটি চলাকালীন লোকো পাইলটদের সঠিকভাবেই পর্যবেক্ষণ করা হয় । বাকিটা রোড ট্রিপের উপর দূরত্ব নির্ভর করে । লোকো পাইলটদের ডিউটির সময়কাল ঘন্টার উপর রক্ষণাবেক্ষণ করা হয় । তবে 2024 সালের চলতি গড়ের সময়কাল 8 ঘণ্টারও কম করা হয়েছে । শুধুমাত্র প্রয়োজনীয় যাত্রাপথের ওপর পাইলটদের সময় নির্ধারিত হয় ।
*আরও পড়ুন :- ভারত বাংলাদেশের ভেতর দিয়ে এক দারুন বিকল্প ভিত্তিক রেল সড়ক বানাবে …
অশ্বিনী বৈষ্ণব X হ্যান্ডেলের আরও একটি পোস্টে বলেন , লোকো পাইলটরা ক্যাবে থেকেই লোকোমোটিভ চালান । 2014 সালের পূর্বে রেলের ক্যাবগুলিতে কোনরকম সুবিধা ছিল না । যা 2014 সালের পর থেকে বর্তমানে ক্যাবগুলিতে Argonomic সিটের ব্যবস্থা দিয়ে আরও উন্নত মানের করা হয়েছে এবং 7000 হাজারেরও বেশি ন্যূনতম শীতাতপনিয়ন্ত্রিত বগিসম্পন্ন ক্যাব সংযুক্ত করা হয় ভারতের রেলপথে ।
পাইলটরা একটি ট্রিপ সম্পন্ন করার পর off Duty time এ রানিং রুমে গিয়ে বিশ্রাম করেন । 2014 সালের পূর্বে এরকম কোন ব্যবস্থা ছিল না যা 2014 থেকে শুরু করে বর্তমানে রেলের ক্যাবগুলিতে এরূপ ন্যূনতম ধরনের সুবিধা মজুত রয়েছে । এমনকি রানিং রুমে তাদের জন্য foot massager ও দেওয়া হয় । লোকো পাইলটদের সঠিকভাবে কাজের রক্ষণাবেক্ষণ না করেই কংগ্রেস সরকার নানান ধরনের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করছেন ।
*পড়তে থাকুন :- রীতিমতো পয়সা উসুল ! ভিস্তা ডোমের সাথে পাহাড়ের সৌন্দর্যের রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করুন …
মন্ত্রী বলেন গত কয়েক বছর ধরে ভারতীয় রেলের কর্মী নিয়োগে এক ব্যাপকভাবে বৃদ্ধি হয় । প্রায় 34000 রানিং রেলওয়েতে কর্মী নিয়োগ করা হয় । তবে বর্তমানে 18000 রানিং রেলওয়েতে কর্মী নিয়োগ চলছে । কংগ্রেস সরকার অশ্বিনী বৈষ্ণবের লোকো পাইলটদের নিয়োগ কার্যের দাবিকেও উড়িয়ে দিতে চেয়েছিলেন ।
PTI সংবাদ সংস্থা জানিয়েছে , শুক্রবার দিল্লিতে কংগ্রেস মুখ্যমন্ত্রী রাহুল গান্ধী সারা ভারতের 50 জন লোকো পাইলট এর সাথে সাক্ষাৎ করেন এবং তারা তাদের নিজস্ব বিভিন্ন ধরনের সমস্যার কথা ব্যাখ্যা করেছিলেন । রেলকর্মীর লোকো পাইলটরা অনবরত ডিউটি করার ওপর অভিযোগ করেছেন ।
*পড়তে থাকুন :- Airtel, Vodafone কে পিছিয়ে ক্রমশ অগ্রগতির পথে এগিয়ে BSNL ! দেশে 10000 টি 4G ও 5G টাওয়ার উপস্থাপন করা হচ্ছে !
লোকো পাইলটরা দীর্ঘক্ষণ ধরে ট্রেন চালান , তাই তাদের বিশ্রামের প্রয়োজন হয় ।কিন্তু অনবরত ডিউটির কারণে তাদের বিশ্রাম নেওয়াটা ব্যাহত হয় । আর সেই চাপের কারণেই একাগ্রতা নষ্ট হয় । যার ফলে দুর্ঘটনা সম্মুখীন হতে হয় ।
কংগ্রেস মন্ত্রী জানান , লোকো পাইলটরা ভারতের রেলসরকারের কাছে সাপ্তাহিক 46 ঘন্টা বিশ্রামের দাবি করেন । অর্থাৎ সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে লোকো পাইলট পরের দিন মঙ্গলবার সকালে ডিউটি জয়েন্ট করবেন । এছাড়াও খবরসূত্রে জানা যায় , পরপর দুই রাতের অনবরত ডিউটির কারণে লোকো পাইলটরা তাদের বিশ্রামের প্রয়োজনের জন্য দাবি করেছিলেন সরকারের কাছে । এছাড়াও ট্রেনের বগিতে লোকো পাইলটদের জন্য মৌলিক সুবিধা থাকা আবশ্যিক । তবে বর্তমানে রেলসরকার লোকো পাইলটদের নিয়োগকার্য বন্ধ করায় লোকো পাইলটদের এই অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে ।
Pingback: Rahul Gandhi News :- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কমলা হেরিস এর সাথে ফোনে রাজীব গান্ধীর কী কথোপকথন হয়