Railway New Updates :- অশ্বিনী বৈষ্ণব ভারতের লোকো পাইলটদের নিয়ে বড় দাবি করলেন ! পাল্টা জবাব দিতে হলে রাহুল গান্ধীকে !

Delhi :- ভারতের রেলমন্ত্রী সরকার ভারতের রেল চালকদের সকল স্বাচ্ছন্দ্যের কথা মনে করিয়ে দিয়েছেন । তিনি বলেন রেল পরিবারে লোকো পাইলটদের ভূমিকা এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিরোধীরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে ভুল তথ্য মন্তব্য করে । সাধারণত রেল কর্মচারীরা তাদের পরিষেবা চালায় লোকো ক্যাবের মধ্যে থেকেই । তবে 2014 সালের পূর্বে যে সমস্ত লোকো ক্যাবগুলি রয়েছিল তাতে সেরকম কোনো সুবিধা ছিল না । কিন্তু 2014 সালের পর থেকে ভারতীয় রেলের সমস্ত লোকো ক্যাবগুলিতে সব ধরনের সুবিধাই মজুত ছিল । ফলে বর্তমানে প্রায় 7000 বেশি শীতাতপনীয়ন্ত্রিত ক্যাব রয়েছে । 

রেলমন্ত্রী দাবি করেন , ডিউটি চলাকালীন লোকো পাইলটদের সঠিকভাবেই পর্যবেক্ষণ করা হয় । বাকিটা রোড ট্রিপের উপর দূরত্ব নির্ভর করে । লোকো পাইলটদের ডিউটির সময়কাল ঘন্টার উপর রক্ষণাবেক্ষণ করা হয় । তবে 2024 সালের চলতি গড়ের সময়কাল 8 ঘণ্টারও কম করা হয়েছে । শুধুমাত্র প্রয়োজনীয় যাত্রাপথের ওপর পাইলটদের সময় নির্ধারিত হয় ।

*আরও পড়ুন :- ভারত বাংলাদেশের ভেতর দিয়ে এক দারুন বিকল্প ভিত্তিক রেল সড়ক বানাবে …

অশ্বিনী বৈষ্ণব X হ্যান্ডেলের আরও একটি পোস্টে বলেন , লোকো পাইলটরা ক্যাবে থেকেই লোকোমোটিভ চালান । 2014 সালের পূর্বে রেলের ক্যাবগুলিতে কোনরকম সুবিধা ছিল না । যা 2014 সালের পর থেকে বর্তমানে ক্যাবগুলিতে Argonomic সিটের ব্যবস্থা দিয়ে আরও উন্নত মানের করা হয়েছে এবং 7000 হাজারেরও বেশি ন্যূনতম শীতাতপনিয়ন্ত্রিত বগিসম্পন্ন ক্যাব সংযুক্ত করা হয় ভারতের রেলপথে

পাইলটরা একটি ট্রিপ সম্পন্ন করার পর off Duty time এ রানিং রুমে গিয়ে বিশ্রাম করেন । 2014 সালের পূর্বে এরকম কোন ব্যবস্থা ছিল না যা 2014 থেকে শুরু করে বর্তমানে রেলের ক্যাবগুলিতে এরূপ ন্যূনতম ধরনের সুবিধা মজুত রয়েছে । এমনকি রানিং রুমে তাদের জন্য foot massager ও দেওয়া হয় । লোকো পাইলটদের সঠিকভাবে কাজের রক্ষণাবেক্ষণ না করেই কংগ্রেস সরকার নানান ধরনের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করছেন ।

*পড়তে থাকুন :-  রীতিমতো পয়সা উসুল ! ভিস্তা ডোমের সাথে পাহাড়ের সৌন্দর্যের রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করুন …

মন্ত্রী বলেন গত কয়েক বছর ধরে ভারতীয় রেলের কর্মী নিয়োগে এক ব্যাপকভাবে বৃদ্ধি হয় । প্রায় 34000 রানিং রেলওয়েতে কর্মী নিয়োগ করা হয় । তবে বর্তমানে 18000 রানিং রেলওয়েতে কর্মী নিয়োগ চলছে । কংগ্রেস সরকার অশ্বিনী বৈষ্ণবের লোকো পাইলটদের নিয়োগ কার্যের দাবিকেও উড়িয়ে দিতে চেয়েছিলেন ।

PTI সংবাদ সংস্থা জানিয়েছে , শুক্রবার দিল্লিতে কংগ্রেস মুখ্যমন্ত্রী রাহুল গান্ধী সারা ভারতের 50 জন লোকো পাইলট এর সাথে সাক্ষাৎ করেন এবং তারা তাদের নিজস্ব বিভিন্ন ধরনের সমস্যার কথা ব্যাখ্যা করেছিলেন । রেলকর্মীর লোকো পাইলটরা অনবরত ডিউটি করার ওপর অভিযোগ করেছেন ।

*পড়তে থাকুন :- Airtel, Vodafone কে পিছিয়ে ক্রমশ অগ্রগতির পথে এগিয়ে BSNL ! দেশে 10000 টি 4G ও 5G টাওয়ার উপস্থাপন করা হচ্ছে !

লোকো পাইলটরা দীর্ঘক্ষণ ধরে ট্রেন চালান , তাই তাদের বিশ্রামের প্রয়োজন হয় ।কিন্তু অনবরত ডিউটির কারণে তাদের বিশ্রাম নেওয়াটা ব্যাহত হয় । আর সেই চাপের কারণেই একাগ্রতা নষ্ট হয় । যার ফলে দুর্ঘটনা সম্মুখীন হতে হয় ।

কংগ্রেস মন্ত্রী জানান , লোকো পাইলটরা ভারতের রেলসরকারের কাছে সাপ্তাহিক 46 ঘন্টা বিশ্রামের দাবি করেন । অর্থাৎ সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে লোকো পাইলট পরের দিন মঙ্গলবার সকালে ডিউটি জয়েন্ট করবেন । এছাড়াও খবরসূত্রে জানা যায় , পরপর দুই রাতের অনবরত ডিউটির কারণে লোকো পাইলটরা তাদের বিশ্রামের প্রয়োজনের জন্য দাবি করেছিলেন সরকারের কাছে । এছাড়াও ট্রেনের বগিতে লোকো পাইলটদের জন্য মৌলিক সুবিধা থাকা আবশ্যিক । তবে বর্তমানে রেলসরকার লোকো পাইলটদের নিয়োগকার্য বন্ধ করায় লোকো পাইলটদের এই অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে ।

[wpforms id=”148″ description=”true”]

1 Trackback / Pingback

  1. Rahul Gandhi News :- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কমলা হেরিস এর সাথে ফোনে রাজীব গান্ধীর কী কথোপকথন হয়

Leave a Reply

Your email address will not be published.


*