R G Kar Case :- আর জি কর হত্যাকাণ্ডে সন্দীপ ঘোষকে ঘিরে এক নতুন মোর সৃষ্টি ! হত্যাকাণ্ডের পেছনে আরও 5 জনের তলব !

R G Kar Case

R G Kar Case :- আর জি করের হত্যাকাণ্ডের দুর্নীতিবাদে সন্দীপ ঘোষের পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজের স্টাফ ও আধিকারিক সহ আরও 5 জনকে ইডির তদন্ত সূত্রে গ্রেফতার করা হয় । তারপর তাদের নিজাম প্যালেসে হাজির করা হয় । ইতিমধ্যেই তারা তাদের নথিগত কাগজপত্র নিয়ে সিবিআই দপ্তরে হাজির হন ।

এরই মাঝে R G Kar Case হত্যাকাণ্ডের তদন্তে প্রথমবারের মতো আবারও ED সরকারের জেরার সম্মুখীন হতে হয় । হত্যাকাণ্ডে অভিযুক্ত সঞ্জীব ঘোষ কে জেরা করার জন্য গত মঙ্গলবার ইডি সরকারের একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে উপস্থিত হন । তারপর তার থেকে নানান ধরনের তথ্য হাসিল করা হয় ।

সিবিআইয়ের তদন্ত সূত্রে আর জি করের দুর্নীতিবাদি সন্দীপ ঘোষ একজন চিকিৎসক । সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়ার পাশাপাশি তার সমস্ত ঘুষ ও দুর্নীতিকারী মামলার জন্য আশিস পান্ডের ব্যাংক অ্যাকাউন্ট এর সঙ্গে সন্দীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট একাধিক পরিমাণে UPI পেমেন্ট লেনদেন চলত । তাই যেহেতু তিনি এই মামলায় শামিল ছিলেন , তাই তাকে সিবিআই সূত্রে গ্রেফতার করা হয় ।

 পশ্চিমবঙ্গ সরকার জুনিয়র ডাক্তারদের দেওয়া ‘সময়সীমা’ লঙ্খন করেছে ! ফলে ডাক্তারদের কি পরিণতি দেখা গেল ?

সিবিআই এর তদন্ত সূত্রে এও জানা গিয়েছে যে আর জি কর হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে আশিস পান্ডে ব্যাপক পরিমাণে ঘুষ ও দুর্নীতিকারী কাজের জন্য UPI PAYMENT এর মাধ্যমে আদান-প্রদান করা হত ।

ED জানিয়েছে, আর জি কর হত্যাকাণ্ডে বিষয়টিকে নতুন করে তদন্ত করলে পরে একাধিক পরিমাণে টাকা লেনদেন ও বেআইনি মূলক টেন্ডারের তথ্য পাওয়া যায় । এই সমস্ত নথিপত্র ইডি সরকার তাদের কাছে রাখার পরেই জিজ্ঞাসাবাদ করার জন্য আলিপুর আদালতে আপিল করা হয় । শীর্ষ আদালত ইডি সরকারের এই আপিল গ্রহণ করলে পড়ে R G Kar দুর্নীতিবাদে অভিযুক্তকারীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী অফিসাররা প্রেসিডেন্সি জেলে গিয়ে হাজির হন।

আগামীতে সিভিক ভলেন্টিয়ারদের স্থান পরিবর্তন , করা নির্দেশ জারি রাজ্য সরকারের ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top