R G Kar News :- পশ্চিমবঙ্গ সরকার জুনিয়র ডাক্তারদের দেওয়া ‘সময়সীমা’ লঙ্খন করেছে ! ফলে ডাক্তারদের কি পরিণতি দেখা গেল ?

R G kar News

R R G Kar News (কলকাতা) :- কলকাতার মেডিকেল কলেজ আর জি করে ঘটে যাওয়া এক মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে দাবি চাওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত জুনিয়র ডাক্তারদের দেওয়া সরকারের ওপর 24 ঘণ্টার মধ্যে রিপোর্টের সময়সীমা লঙ্ঘন হওয়ায় , রাষ্ট্রের বেশ কিছু ডাক্তার অনির্দিষ্টকালের জন্য অনশনে চলে যায় ।

হাসপাতালের রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে 10 দফা দাবি পূরণের জন্য দেশের জুনিয়র ডাক্তারদের দেওয়া নির্ধারিত 24 ঘন্টার সময়সীমা অতিক্রম হওয়ার পর, কলকাতার এসপ্ল্যানেড প্রতিবাদকারী বেশ কিছু ডাক্তাররা শনিবার সন্ধ্যা থেকে তাদের কর্ম বিরতি রেখে অনির্দিষ্টকালের জন্য অনশনে চলে যান ।

কলকাতার এসপ্ল্যানেড প্রতিবাদকারী বেশ কিছু ডাক্তারদের মধ্যে ছিলেন 3জন নারী ও বিজেপি সহ 6জন জুনিয়র ডাক্তার । এছাড়াও বেশ কিছু ডাক্তাররা এই অনশনের শামিল হয়েছিল ।

তবে রিপোর্টে জানা যায় , সেই অনির্দিষ্টকালের জন্য অনশনে চলে যাওয়া ডাক্তাররা কেউই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ছিলেন না । যেখানে আরজিকর হাসপাতালের সেই মহিলা ডাক্তারকে শিকারের বিচার এবং স্বাস্থ্য সেবা প্রশাসনের পরিবর্তনের 06 আগস্টের ওটা দাবিতে দেখা গিয়েছিল ।

গত শুক্রবার রাত্রে কি জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরত রেখেছে । সরকার তাদের পুনরায় কাজে ফিরে যাওয়ার জন্য ঘোষণা করার পর আগামী 24 ঘণ্টার মধ্যেই জুনিয়র ডাক্তারদের মধ্যে এই বিকাশ ঘটে ।

Mamata Banerjee :- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিশ্বের সামনে কি বক্তব্য প্রকাশ করলেন ?

Bangal Doctor Strike :- ধর্মঘটে ফিরেছে বেঙ্গলের সমস্ত জুনিয়র ডাক্তাররা ! ঘোষণায়, আজ থেকেই বন্ধ সরকারি কার্যক্রম !

[wpforms id=”148″ description=”true”]

1 Trackback / Pingback

  1. R G Kar Case :- আর জি কর হত্যাকাণ্ডে সন্দীপ ঘোষকে ঘিরে এক নতুন মোর সৃষ্টি ! হত্যাকাণ্ডের পেছনে আরও 5 জনের তল

Leave a Reply

Your email address will not be published.


*