Paytm Onboarding Process :- NPCI দ্বারা অনুদান প্রাপ্ত Paytm ! UPI পেমেন্ট ব্যবহারকারীদের জন্য Paytm এর দারুন লাভ !

Paytm Onboarding Process

Paytm Onboarding Process :- দেশ বিদেশের অনলাইনে টাকা লেনদেনের সংস্থা গত মঙ্গলবার Paytm এর মূল সংস্থা OCL ( One97 Communications Limited ) দেশের UPI ব্যবহারকারী সদস্যদের জন্য ন্যূনতম অন বোর্ডিং সিস্টেমটি চালু করার জন্য NPCI ( National Payment Corporation of India ) থেকে বড় মাপের টাকা অনুদান হিসেবে পেয়েছেন ।

অর্থনৈতিক বাজারের একটি স্টক এক্সচেঞ্জের প্রতিবেদনে NPCI কোম্পানি UPI ব্যবহার কারীদের জন্য Paytm সংস্থাকে জানিয়েছেন, ‘ যেখানে কোম্পানি একটি চিঠির মাধ্যমে 2024 সালের 22 অক্টোবর তারিখের মধ্যেই সমস্ত ইউপিআই ব্যবহার কারীদেরকে কোম্পানির প্রথাগত নির্দেশিকা, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যান্ড নির্দেশিকা ও সার্কুলার গুলি সঠিকভাবে মেনে Paytm On-boarding Process সিস্টেমে চলার জন্য কোম্পানিকে অনুদান দেওয়া হয়েছিল ।’

কোম্পানির এই অনুমোদনটি 2024 সালের 31 জানুয়ারি তারিখ থেকে শুরু করে পরের মাসের 29 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সমস্ত গ্রাহক অ্যাকাউন্ট, Wallet , Fast tag, NCMC ( National Common Mobility Card ), Prepaid Instrument , Credit Card যাবতীয় প্রযুক্তিগত মাধ্যমগুলি বাতিল করার পরই কোম্পানির তরফ থেকে গ্রাহকদের অনবোর্ড করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কোম্পানির এই পদ্ধতিতে গ্রাহকরা যেকোনো সময় ব্যাংকের জমা, সুদ ও ক্যাশব্যাক গুলি জমা করতে পারবে ।

Free Meal Policy for Google :- বিনামূল্যে কর্মীদের প্রতিদিনের খাবার দিলে সংস্থারই লাভ ! আনন্দের প্রবাদে ‘কিছু পেতে হলে, অবশ্যই কিছু দিতেও হয় !’

NPCI কোম্পানির এই ন্যূনতম সিস্টেমটি চলতি বছরের শুরুতেই RBI ( Reserve Bank of India ) তরফে বন্ধ করে দেওয়া হয়েছিল । তবে 2024 এর 22 অক্টোবর আবারও কোম্পানিটি on-board সিস্টেমটি চালু করার জন্য Paytm সংস্থাকে অনুদান দেয় ।

ফলে বর্তমানে NPCI এর তরফ থেকে Paytm সংস্থাকে অনুদান করার পাশাপাশি কোম্পানির প্রযোজ্য আইন ও প্রবিধান মেনে চলার জন্য নির্দেশ দেন । সংস্থাটির সঙ্গে যুক্ত রয়েছে (2023) সালের (PSA) Payments and Settlements Act ও (DPDP)Digital Personal Data Protection .

NPCI , UPI Payment লেনদেনে ভারত আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাকেও সাহায্য করতে চেলেছে ! শহরের মন্ত্রী গুলো কি বলছেন সরাসরি জানুন !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top