OBC Certificate Case :- রাজ্যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট অকেজো ! দেড় মাস পর হাইকোর্টে আবারও মামলার শুনানি ঘোষণা !

OBC Certificate Case

OBC Certificate Case :- 2010 সালের 22 মে মাসের পর থেকে হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ্য ওবিসি সার্টিফিকেট বাতিল করার গত দেড় মাস পর রাজ্যের তাগিদে হাইকোর্টে আবারও সেই মামলার শুনানি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় । ওই মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেয়, কোন পদ্ধতিতে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল ।

রাজ্যের 12 লক্ষ্য ওবিসি সার্টিফিকেট বাতিল করায় দের মাস পর মঙ্গলবার আবারও সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি ঘোষণার নির্দেশ দেওয়া হয় । এখনো পর্যন্ত হাইকোর্টে সেই মামলার শুনানি প্রকাশ করা হয়নি । এরই মাঝে মঙ্গলবার প্রধান বিচারপতি জিওয়াই চন্দ্রচূড়, জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের তালিকায় সেই মামলার শুনানি রয়েছে । তবে মঙ্গলবার দুপুর দিকেই সেই মামলার শুনানি প্রকাশ হবে বলে জানা গিয়েছে ।

গত 22 মে রাজ্যের হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মন্থর বেআইনি পদ্ধতিতে 2010 সালের পর থেকে রাজ্যের তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নেয় । এর ফলে রাজ্যের লক্ষেরও বেশি জনগণ ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না । এমনও শোনা যায়, হাইকোর্টের নির্দেশে রাজ্যে প্রায় 12 লক্ষেরও বেশি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল । তবে হাইকোর্টের এই চূড়ান্ত রায়কে চ্যালেঞ্জ করেন রাজ্যের কল্যাণ দপ্তর সমিতি ।

সুপ্রিম কোর্টের নতুন শুনানি ! 26,000 চাকরি বাতিলের প্রশ্নে নতুন আপডেট !

এরপরই গত 5 আগস্ট রাজ্যের 12 লক্ষ OBC Certificate বাতিল করার মামলাটি প্রথমবার সুপ্রিম কোর্টে পেশ হয় । ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্য সরকারকে কোন পদ্ধতিতে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছিল, তা জানানোর জন্য নির্দেশ দেন ।

রাজ্যের উচ্চ আদালত এই মামলায় আধিকারিক আইনজীবীদের সঠিকভাবে তদন্ত করার নির্দেশ দিলেও কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কোন স্থগিতাদেশ জারি করেননি । গত 5 আগস্টের মতো আগেও বেশ কয়েকবার হাইকোর্টের তালিকায় সেই মামলার রায়ে অভিযোগ উঠলেও তার শুনানি হয়নি । যার ফলে রাজ্যের লক্ষেরও বেশি মানুষ তাদের ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না । এই মামলার সঙ্গে গভীরভাবে যুক্ত কয়েকজন আইনজীবী জানান, মঙ্গলবারই রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল করার মামলাটির শুনানি প্রকাশের সম্ভাবনা রয়েছে ।

আগামীতে সিভিক ভলেন্টিয়ারদের স্থান পরিবর্তন , করা নির্দেশ জারি রাজ্য সরকারের ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top