North Bengal Train Time News :- ভারতীয় রেল সরকার ইতিমধ্যেই কলকাতা থেকে উত্তরবঙ্গ যাতায়াতকারী পদাতিক , রাজধানী, কাঞ্চনজঙ্গা সহ একাধিক ট্রেনের সময়সীমা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । উত্তরবঙ্গে যাতায়াতকারী রুটগুলির মধ্যে থাকছে শিয়ালদা, মালদা ও হাওড়া স্টেশনগুলি ।
রেল কর্তৃপক্ষের বাতিল করা এক্সপ্রেস গুলোর মধ্যে থাকছে , গৌড় এক্সপ্রেস , কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাজিরাঙ্গা এক্সপ্রেস ও বালুরঘাট থেকে শিয়ালদহ এক্সপ্রেস সহ একাধিক ট্রেনগুলি রয়েছে । এই একাধিক ট্রেনগুলি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রুটে যাতায়াতে বিশেষ ভূমিকা পালন করে । এইসব নানা ধরনের কর্মসূচি অনুসরণ করে ভারতীয় রেল সরকার একাধিক ট্রেনের সময়সীমা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ।
পূর্বের তুলনায় উত্তর ট্রেন গুলিতে সেরকম কোন সময়ের বদল হচ্ছে না । উত্তরবঙ্গ যাতায়াতকারী ট্রেনগুলি যাতায়াতে ভারতীয় রেল সরকার 5 থেকে 10 মিনিটের সময় বদলের সিদ্ধান্ত নিয়েছে । যেখানে পূর্বে গৌর এক্সপ্রেস শিয়ালদায় আসতো বিকেল 4 টা 35 মিনিটে । যেখানে সরকারের সময়সূচি বদল হওয়ায় এখন 4 টা 40 মিনিটে শিয়ালদায় পৌঁছবে । অপরদিকে পদাতিক এক্সপ্রেস পূর্বে 6 টা 45 মিনিটে আসতো , সময় বদল হওয়ায় বর্তমানে ট্রেনটি 6 টা 50 মিনিটে শিয়ালদায় পৌঁছবে ।
কেরালাকে বাদ দিয়ে ভারতের 26 টি রুটেই কেন অমৃত ভারত এক্সপ্রেসটি ছুটছে ?
পদাতিক ট্রেনের পাশাপাশি দার্জিলিং মেল এক্সপ্রেস সময় পরিবর্তন করা হয়েছে , যেখানে এক্সপ্রেসটি দার্জিলিং পর্যন্ত বিকেল 5 টা 30 মিনিটে । যা বর্তমানে আসতে চলেছে 5 টা 40 মিনিট সময়ে । অপরদিকে কাজিরাঙ্গা এক্সপ্রেস পূর্বে কলকাতায় আসতো দুপুর 11 টা 55 মিনিট সময়ে । বর্তমানে ট্রেনটি 12 টা 5 মিনিটে কলকাতায় আসবে ।
এছাড়াও বালুরঘাট হাওড়া এক্সপ্রেস শিয়ালদায় আসতো বিকেল 4 টা 20 মিনিটে । রেল সরকারের সময়ে বদল হওয়ায় এক্সপ্রেসটি বিকেল 4 টা 25 মিনিটে শিয়ালদায় আসতে চলেছে ।
কানপুরের দুষ্কৃতীদের ট্রেন উল্টে দেওয়ার চেষ্টা ! ষড়যন্ত্রে ট্র্যাকের ওপর LPG সিলিন্ডার রেখে দেয় !