Government Requirement Scam (নয়া দিল্লি) :- দীর্ঘদিন পার হওয়ার পর ইতিমধ্যেই রাজ্যের 26,000 পুলিশ কর্মীদের চাকরি বাতিল করার প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্ট নতুন শুনানি পেশ করল । সুপ্রিম কোর্টের উক্ত রায়ে SSC প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে । তাই রাজ্যে এসএসসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে নতুন আপডেট পেশ করল সুপ্রিম কোর্ট ।
আগামী 22 অক্টোবর, মঙ্গলবার শীর্ষ আদালতে স্কুলের প্রশ্নের উত্তরের শুনানি ঘোষনা করা হবে । যার জন্য ইতিমধ্যেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর নিষ্পত্তির বিরুদ্ধের প্রতিবাদ দ্রুতভাবে অনুরোধ জমা দিতে হচ্ছে ।
ডিপ্লোমা প্রধান ওয়াই চন্দ্রচূড়ের নির্বাচনে নির্বাচিত হয়েছেন, যেখানে রাজ্য সরকারকে পৃথকভাবে নয়, শীর্ষ আদালতের মূল আবেদনের কথা শুনতে হবে । তবে এর আগেও শীর্ষ আদালতে রাজ্য সরকারের এসিসি সংক্রান্ত 26,000 চাকরি বাতিলের প্রশ্নের শুনানি পেশ করা হয়েছিল । তবে শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য সরকারের শুনানি ক্রমশ পিছিয়ে যায় ।
আগামীতে সিভিক ভলেন্টিয়ারদের স্থান পরিবর্তন , করা নির্দেশ জারি রাজ্য সরকারের ।
ডিভিশন বেঞ্চে ওয়াই চন্দ্রচূড়ের এই প্রশ্নের শুনানি প্রকাশ হয়েছে । এর আগেও গত 18 এপ্রিল রাজ্যে পুলিশ নিয়োগের দুর্নীতি মামলা নিয়ে কলকাতা ডিভিশন বেঞ্চ 2016 সালের দুটি গোটা প্যানেল বাতিল করে দেয় । ইতিমধ্যেই শীর্ষ আদালতের এই রায়ে গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়ে যায় । ফলে রাজ্যে প্রায় 26,000 কর্মীদের চাকরি বাতিল হয় ।
শীর্ষ আদালতের রায়ের আগামী 24 ঘণ্টার মধ্যে রাজ্যের দুর্নীতিগ্রস্ত 26,000 কর্মীদের চাকরি বাতিল করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি করা হয় । তবে এই রায় নানান আইনজীবীদের মধ্যে প্রশ্ন উঠলে কর্মীদের বাতিল কার্যক্রম আপাতত বহাল রাখা হয়েছিল । এছাড়াও সরকারি মালিক প্রার্থীদের জেরে মন্তব্য ওঠে, রাজ্যের দুর্নীতিবাজদের চাকরি তো বাতিল হবেই , আবার তাদের ফেরত দিতে হবে ? নানান মতামতের উপর ভিত্তি করে আপাতত রাজ্যের 26,000 চাকরি অব্যাহত রয়েছে ।
পরীক্ষার হলে কেউ ঘাড়ও ঘোরাতে পারবে না’ ! চূড়ান্ত সিদ্ধান্ত মমতার !