NSE Stock, Stock Market Today :- 2024 সালের 24 সেপ্টেম্বরে দেশের কোন 12 টি স্টক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ?

NSE Stock, Stock Market Today

Stock Market Today :- বর্তমানে দেশে 24 সেপ্টেম্বর মঙ্গলবার এর  F&O ( Founder And Option ) রিপোর্ট অনুযায়ী মোট 12 টি স্টক ট্রেডিং এ নিষিদ্ধ করা হয়েছে । কারণ উক্ত স্টকগুলি বাজারব্যাপী অবস্থানে MWPL এ সর্বোচ্চ সীমা 95% অতিক্রম করেছেন ।

তবে এক্ষেত্রে কোন বিষয় নয় স্টকগুলি বাজারে লেনদেনের জন্য স্বাভাবিকভাবে উপলব্ধ থাকবে । যেখানে দৈনিক বাণিজ্যের জন্য নিষেধাজ্ঞার তালিকায় NSE প্রতিদিন আপডেট করে থাকবে ।

* নিষেধাজ্ঞা তালিকাভুক্ত দেশের 12 টি স্টক :-

MWPL এর সর্বোচ্চ সীমা অতিক্রমকারী দেশের 12 টি সবগুলির মধ্যে রয়েছে – আরতি ইন্ড্রাস্টিজ, আদিত্য বিড়লা ফ্যাশন এন্ড রিটেল, ন্যাশনাল এলুমিনিয়াম, বায়োকন, চোম্বল পার্টিলাইজার্স এন্ড কেমিক্যালস, GNFC, গ্রানুলস ইন্ডিয়া, Vodafone, Idea, এলআইসি হাউসিং ফাইন্যান্স, ওরাকল ফাইনান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার, PNB এবং সেল হল NSI প্রমুখ ।

স্টক মার্কেটের সিকিউরিটিজ গুলির ডেরিভেটিভ চুক্তিগুলির ভিত্তিতে বাজার অনুযায়ী NSE ( National Stock Exchange of India Limited ) বলেছেন, উক্ত স্টক গুলি বাজারব্যাপী তাদের সর্বোচ্চ সীমা 95% অতিক্রম করেছেন এবং স্টকগুলি এক্সচেঞ্জে নিষেধাজ্ঞার নির্দিষ্ট সময় স্থাপন করা হয়েছে ।

 Daily cash deposit limit :- সেভিংস একাউন্টে দৈনিক কত টাকা জমা করতে পারবেন ? জানেন কি ?

অফসেটিং পজিশনের মাধ্যমেই সমস্ত ক্লায়েন্ট এবং সদস্যরা নিরাপত্তার ভিত্তিতে ডেরিভেটিভ চুক্তিতে উক্ত স্টকগুলির ওপর ট্রেড করতে পারবেন । এক্ষেত্রে খোলা অবস্থানে উপযুক্ত শাস্তি মূলক ব্যবস্থা আকর্ষণ করা হবে , উক্ত তথ্যগুলি NSE এক প্রতিবেদনে জানিয়েছে। এর পাশাপাশি উক্ত স্টক গুলি যখন স্টক এক্সচেঞ্জার একটি নির্দিষ্ট স্টক স্থাপনের জন্য F&O চুক্তির সময় অন্য কোন অবস্থানের অনুমতি গ্রাহ্য নয় ।

যেখানে দেখা গিয়েছিল গত 23 সেপ্টেম্বরে বেঞ্চমার্ক বিএসআই সেনসেক্স 384 পয়েন্টে উত্তীর্ণ হয়ে নতুন সর্বকালের পথ বন্ধ হয়ে যায় । যার জন্য মার্কিন ফেড সেই স্টক গুলির রেড কমানোর জন্য এশিয়ার বাজারে নির্বাচিত এবং ফটো শেয়ার এর মাধ্যমে লাভ করার চেষ্টায় ছিলেন ।

এরপর তৃতীয় স্টেজে দেশের 30 টি শেয়ারের সংযুক্ত BSE SENSEX বাজারের উক্ত সময় থেকেই 384.30 পয়েন্ট (0.45 শতাংশ) বেড়ে গিয়ে 84,928.61 তে পৌঁছোয় এবং দিনের শেষে শেয়ারটি 436.22 পয়েন্ট (0.51 শতাংশ) অতিক্রম করে 84,980.53 তে পৌঁছে গিয়ে সর্বকালের জন্য Intra Day এর শীর্ষ স্থানে পৌঁছোয় ।

Al ahli vs Damac match Report 2024 :- 4-2 গোলের ব্যবধানে আল আহলির জিত হাসিল ! আহলি বনাম ডামাক এর লাইভ আপডেট গুলি জেনে নিন !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

1 thought on “NSE Stock, Stock Market Today :- 2024 সালের 24 সেপ্টেম্বরে দেশের কোন 12 টি স্টক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ?”

  1. Pingback: Gold Price Reduce :- আমজনতার স্বপ্ন পূরণ ! লক্ষী পূজোর আগেই সোনার দাম কমতে চলেছে ! - Sambad Taranga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top