Nipah Virus :- কেরালার মালাপ্পুরাম জেলার 14 বছর বয়সী কিশোর নিপাহ ভাইরাসে আক্রান্ত ! এই নিয়ে স্বাস্থ্য দফতর কী কী বাধানিষেধ জারি করল !

Nipah Virus ( কেরালা ) :- এদিন কেরালার মালাপ্পুরম জেলার 14 বছর বয়সের মধ্যে নিপাহ ভাইরাসের আক্রান্ত হয় । কিশোরের এই ভাইরাসে আক্রান্ত রাজ্য জুড়ে তোলপাড় শুরু করেছে । বর্তমানে সেই কিশোর কোঝিকরের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে । এই পরিপ্রেক্ষিতে প্রতিরোধমূলক , সর্তকতা মূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য উচ্চ পর্যালয়ে বৈঠক হয় । বৈঠকের পরই সরকার নিপা ভাইরাসের সমস্ত প্রটোকল তৈরি করেছে এবং এই ভাইরাসের প্রভাব সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে । কেরালার পূর্ববর্তী প্রভাবের কারণে এই নীপা ভাইরাসটি প্রাণী দেহ থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে, এর ফলে মানুষের ভয়ানক অসুস্থতার কবলে পড়তে হয় । তাই স্বাস্থ্য দপ্তর সমগ্র রাষ্ট্রগুলিতে সর্তকতা জারি করার নির্দেশ দিয়েছেন ।

রোববার সকালে মালাপ্পুরম অঞ্চলের কোঝিকরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 14 বছর বয়সের কিশোরের মৃত্যু । এই নিয়ে সমগ্র রাজ্যে বিরাট হট্টগোল । তাই কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জনগণকে পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান । জারি ঘোষণাও করে দিয়েছেন , সমস্ত স্বাস্থ্যকেন্দ্র গুলিতে এক এর বেশি কোনো ব্যক্তিই প্রবেশ করতে পারবে না । এছাড়াও কোনো ব্যক্তি এই ভাইরাসের আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন । এমনকি মালাপ্পুরম এলাকাবাসীদের এই ভাইরাসের প্রতিরোধের বিরুদ্ধে সতর্ক বার্তা অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন । চিকিৎসা সূত্রে জানিয়েছে – পাখি কিংবা পশুর ঢোকরানো সমস্ত ফল সবজিগুলি খাবার জন্য এই ভাইরাস আক্রমণ করতে পারে মানব দেহে । তাই বাজার থেকে ফলমূল যাবতীয় জিনিস বাছাই করা ও পরিষ্কার করে খাবার নির্দেশ দিয়েছেন ।

খবর সূত্রে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এখনো পর্যন্ত 214 জনের নাম তালিকায় নথিভুক্ত করা হয়েছে । চিকিৎসা সূত্রে এদের মধ্যে 60 জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য তাদেরকে মাঞ্জেরি হাসপাতালের Isolation রুমে রাখা হয়েছে । বাকিদের চিকিৎসা এখনো পর্যন্ত জারি রয়েছে । বর্তমানে মাঞ্জেরি হাসপাতালে মাত্র 30 টি আইসোলেশনের রুমই রয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন মালাপ্পুরমের নিপাহ নিয়ন্ত্রণে রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে । সরকারি আদেশে অনুযায়ী নিপাহ ভাইরাস নিয়ন্ত্রণের জন্য Standard Operating সিস্টেমের দ্বারা 25 টি সংস্থা গঠিত হয়েছে ।

*নিপাহ ভাইরাসের পূর্ববর্তী প্রাদুর্ভাব :- 

কেরালায় পূর্ববর্তী 4 টি বৈঠক সভায় এই ভাইরাসের সম্মুখীন হয়েছিল । 2018 থেকে 2021 এবং 2023 সালে কোঝিকরে এবং এর্নাকুলামে 2019 এই ভাইরাসের প্রভাব পড়েছিল । এছাড়াও অয়ানাদ , ইদ্দুকি , মালাপ্পুরাম ও এরনা সহ অঞ্চলগুলিতে বাদুরের শরীরেও নিপাহ ভাইরাসের প্রভাব দেখা দিয়েছিল । নিপাহ ভাইরাসটি একপ্রকার জুনোটিক ডিজিস (Zoonotic Diseases )। এই ভাইরাসটি প্রাণী দেহ থেকে মানবদেহে সংক্রামিত হতে পারে । এমনকি পচনশীল খাবারের মাধ্যমে প্রাণীদেহে ছড়িয়ে পড়তে পারে ।

* নিপাহ ভাইরাস সংস্করণের উপসর্গ :-

নিপাহ ভাইরাসের উপসর্গ বুঝতে একধরনের Incubation Period সম্ভবত 4 থাকে 15 দিনের মধ্যে থাকে তবে এই 40 থেকে 45 দিন পর্যন্ত বৃদ্ধি হতে পারে । এর লক্ষণগুলি হল – মাথাব্যথা , শ্বাসকষ্ট , জ্বর , তন্দ্রা , পিঠ ব্যথা ইত্যাদি হতে পারে । এই ভাইরাসটি আক্রমণে এখনও পর্যন্ত আনুমানিক ভাবে 40% থেকে 80% অব্দি মানুষের মৃত্যু হয়েছে ।

* সরকারের প্রতিরোধমূলক পরামর্শ :- 

• ঘর থেকে বেরোনোর সময় অবশ্যই মাছ পড়ে বেরোতে হবে ।

• পাখি কিংবা পশুর ঢোকরানো ফল সবজিগুলি খাবার কারনেও এই ভাইরাস মানব দেহে আক্রমণ করতে পারে । তাই পরিষ্কার করে খাবার খাবেন ।

• বিভিন্ন অপ্রয়োজনীয় হাসপাতাল গুলি এড়িয়ে যাবেন ।

পরিবারের যদি কোন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তাকে অন্যদের সংস্পর্শে আসা যাবেনা । 

• যথাযথভাবে সরকারি হাসপাতাল গুলিতে এই রোগের চিকিৎসা রয়েছে । তাই ভয় পাওয়ার কোন কারণ নেই ।

এই নিয়ে কেরলে 5 বার নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে । প্রথম বছর 2018 সালে 17 জনের মধ্যে 2 জন এই ভাইরাসটির আক্রমণের থেকে বেঁচে যায় এবং বাকিদের মৃত্যু হয় । পরের বছর 2019 সালে এর্নাকুলামে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় । এরপর 2021 সালেও এই ভাইরাসটির আক্রমণে প্রায় 12 জলের মৃত্যু হয় । গত বছর 2023 সালে 2 জনের মৃত্যু হয় । এমনকি এ বছরেও এই ভাইরাসটির সংক্রমনের ছাপ দেখা দিচ্ছে । 

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

1 Trackback / Pingback

  1. Sanjay Roy Narco Test , What Is A Narco Test ? নারকো টেস্টের সাহায্য দ্বারা সঞ্জয়ের পর্দা ফাঁস করল CBI ! - Sambad Taranga

Leave a Reply

Your email address will not be published.


*