NHAI New Corridor :- ধুপগুড়ি-ফালাকাটা যাতায়াতকারী 4 লাইন বিশিষ্ট জাতীয় সড়ক পথের নির্মাণ কার্য ইতিমধ্যেই চালু হচ্ছে ! কেন্দ্র সরকারের সিদ্ধান্ত বরাদ্দ !

NHAI New Corridor

NHAI New Corridor :- দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে, কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দের পরিপ্রেক্ষিতে ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত একটি জাতীয় সড়ক নির্মাণ কাজ শুরু হতে চলেছে । প্রকল্পে জাতীয় সড়কটি 4 লাইন বিশিষ্ট বানানো হবে ।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি জমি-জটের কারণে এতদিন ধরে আটকে ছিল । নীতিন গড়করি তিনি নিজেই তার টুইটারের এক্স হ্যান্ডেল অর্থ বরাদ্দের কথাটি প্রকাশ করেছেন । তবে বর্তমানে এই জটিল সমস্যার অবসান ঘটিয়ে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হতে চলেছে । যার ফলে এলাকাবাসীদের মুখে হাসির ছাপ দেখা যায় ।

Highlight :- 

* ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত 4 লাইন বিশিষ্ট জাতীয় সড়ক নির্মাণ কাজ শুরু হতে চলেছে ।

* জাতীয় সড়কটি মূলত ইস্ট-ওয়েস্ট দিক অনুসরণ করে নির্মিত হবে ।

* দীর্ঘদিনের জমি জটের কারণে প্রকল্পটি এতদিন ধরে আটকে ছিল ।

ভারতের সব স্টেশনের নাম বোর্ডের ওপর হলুদ,কালো রং দিয়ে লেখা হয় কেন ? এই নিয়মের কারণ কি জেনে নিন ?

গত মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গরকড়ি তার এক্স হ্যান্ডেলে ভূতল পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বিবৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন 29.87 কিলোমিটার সম্পূর্ণ ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত সড়ক নির্মাণের ক্ষেত্রে প্রায় 1606.14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । ইতিমধ্যেই বিষয়টি প্রকাশ্যে আসতেই ধুপগুড়ি ও ফালাকাটা এলাকাবাসীর জনগণরা উচ্ছ্বসিত হয়ে যান ।

4 জাতীয় সড়কটি ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট অন্তর্গামী সড়কটি শিলিগুড়ি সংলগ্ন থেকে ঘোষপুকুর থেকে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি, ময়নাবাড়ি বাইপাস দিয়ে ধুপগুড়ি পর্যন্ত 31 ডি সম্প্রসারণের কাজ তৈরি হতে চলেছে ।

স্থানীয় খবর সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে এই নির্মাণ প্রকল্পের কাজটি আটকে ছিল । প্রকল্পটি জমি জটের কারণেই এতদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছিল । প্রকল্পটি নির্মাণে জটিলতা এড়াতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনের কালঘাম ছুটে যায় । কম অশান্তিও ভোগ করতে হয়নি । এমনকি প্রকল্পটি যে সমস্ত জমির উপর দিয়ে নির্মিত হবে, সেই জমিগুলি ও উর্বর কৃষিজমি ছিল ।

এলাকার জনসাধারণের স্বাভাবিক কারণেই সেখানকার জমি দিতে অস্বীকার করেছিলেন । প্রকল্পটিকে ঘিরে এলাকাবাসীদের আন্দোলনও শুরু হয়েছিল । এলাকাবাসীদের আন্দোলনের পরবর্তীকালে রাজ্য সরকারের সিদ্ধান্তে ভূমিদাতাদেরকে ওই জমির বিনিময়ে সরকারের নির্ধারিত মূল্যের তুলনায় চার গুণ টাকা বেশি দিয়ে বাধ্য করা হয় ।

রাজ্য সরকারের বিপুল পরিমাণে টাকা বিনিময়ের কারণেই প্রকল্পের জটিলতার অবসান ঘটে । ইতিমধ্যেই সরকারের টেন্ডার প্রক্রিয়ার কার্যক্রম শেষ হলে পরেই জাতীয় সড়ক পথের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে ।

নরউড লেটারল কী পুনরায় চালু হবে না ? What is the Norwood Letaral ? সরকার কি সিদ্ধান্তে এলেন ?

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top