
Indian Railway Signboard ( কলকাতা ) :- বসবাসকারী জায়গায় হোক কিংবা অন্য কোথাও ভ্রমণের ক্ষেত্রেই হোক সকল ক্ষেত্রেই আমরা আশেপাশের বিভিন্ন ছোটোখাটো বিষয় বস্তুকে অতিক্রম করে চলে যাই । কিন্তু সেই সকল বিষয়বস্তুর মধ্যে ভারতের সব স্টেশনের সাইনবোর্ডের ওপর স্টেশনের নাম হলুদের ওপর কালো রং দিয়েই বা কেন লেখা হয় ? আমরা প্রত্যেক স্টেশনে গেলেই এরূপ সাইনবোর্ড দেখে থাকি । কিন্তু কখনও এই ছোটোখাটো বিষয় নিয়ে ভাবি না । তাই আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করবো যে ,কেন ভারতের সব স্টেশনের নাম স্টেশনের সাইনবোর্ড গুলিতে হলুদ রঙের ওপর কালো রং দিয়ে লেখা হয় ? এর পেছনে কি কোনো বিজ্ঞান ভিত্তিক কারণ রয়েছে ?
বিজ্ঞানে বলা হয়েছে যে , আলোক বর্ণালীতে তরঙ্গদৈর্ঘ্যের দিক থেকে হলুদ রং তৃতীয়স্থানে অবস্থান করে । এদের মাঝখানে রয়েছে সবুজ ও কমলা রঙ এবং সর্বে রয়েছে লালা রঙ যার তরঙ্গদৈর্ঘ্য প্রবল । বেশ দূর থেকে লক্ষ্য করা যায় । তাই চলাকালীন সমস্ত ধরণের বিপদের সংকেত বার্তা হিসেবে লাল রং ব্যবহার করা হয় ।
*পড়তে থাকুন :- ভারতের বিখ্যাত 8 টি লাক্সারি ট্রেন কোনগুলি ! তাড়াতাড়ি জেনে নিন !
অন্যদিকে হলুদ রঙের বিষয়ে আলোচনা করলে এটি অন্নান্ন রঙের তুলনায় সবচেয়ে তীব্র ও প্রখর, যার তরঙ্গদৈর্ঘ্য 570 থেকে 580 ন্যানোমিটার পর্যন্ত । অপরদিকে কালো রঙের বিষয়ে আলোচনা করলে রঙটি অন্নান্ন সব রঙের থেকে সবচেয়ে অন্ধকার হয় । তাই দূর থেকেই হোক বা কাছের থেকেই হোক হলুদ রঙের কোনো বোর্ডের ওপর কালো রং দিয়ে কোনো অক্ষন লেখা থাকলে যে কেওই বেশ নজরের সহিত দেখতে পারবে ।
জনগণের থেকে সবচেয়ে বেশি সুবিধাপূর্ণ হয় ট্রেন চালক । কারণ প্রত্যেক ট্রেন চালক স্টেশনের ঢোকার আগেই লক্ষ্য করতে পারে সামনে কোন স্টেশন রয়েছে । সেই সাইনবোর্ড অনুসরণ করেই ট্রেনের গতি ধীরে ধীরে কমাতে থাকেন । এছাড়াও কোনো ট্রেন যদি স্টেশনে না দাঁড়ায় আতাহলে সেই হলুদবোর্ডের লেখা স্টেশনের নাম দেখতে পেয়ে চালক সতর্ক হয়ে যান । ফলে টেন চালক দূর থেকেই স্টেশনের নাম দেখে বুঝতে পারেন তিনি কোন স্টেশন অতিক্রম করছে ।
*আরও পড়ুন :- রেলসরকারে নতুন শুনানি ! বাংলার রেলগুলি শিলিগুড়ি করিডোরের পরিবর্তে নেপাল ভায়া হয়ে বিহারে যাবে !
এছাড়াও হলুদ রঙের একাধিক কারণ রয়েছে । যেমন – ঝড়-বৃষ্টি , কুয়াশা , প্রখর রোঁদের দিনেও চালকের দৃশ্যমানতা কমে গেলে কিংবা অন্ধকারাছন্ন দিনেও দূর থেকে অন্য রঙগুলির থেকে হলুদ রং সবচেয়ে বেশি চোখে পড়ে । রাতের বেলায়ও হলুদ রঙের দৃশ্যমানতা চোখে পড়ে । এই সকল দিকগুলি অনুসরণ করে সব স্টেশনের সাইনবোর্ড গুলিতে হলুদ রঙটি ব্যবহার করা হয় । [wpforms id=”148″ description=”true”]
Leave a Reply