Mukesh Khanna :- ভারতীয় চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা মুকেশ খান্নার ভূমিকা দারুন রোমাঞ্চকর । তিনি ভারতের সুপারহিরো শক্তিমান সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করার পরেই তিনি গোটা ভারতে বিখ্যাত চলচ্চিত্রকারী হিসেবে পর্দায় আসেন । এরপর থেকেই ভক্তদের বেশ রোমাঞ্চকর হিরো হিসেবে প্রচলিত হতে থাকে । এরই মাঝে গত সোমবার খবরের মাধ্যমে বলেন যে, “শক্তিমানকে ফিরিয়ে আনা খুবই প্রয়োজন ! কারণ, বর্তমান পর্যন্ত প্রজন্ম একেবারেই অন্ধকার পথে দিকে এগিয়ে যাচ্ছে !”
খবর মাধ্যমে তিনি তার নিজের অভিজ্ঞতা ভাগ করে বলেছেন, “শক্তিমান সিরিয়ালে অভিনয় করাটা, আমার পক্ষে শুধুমাত্র অভিনয় ছিল না, এটা আমার অভ্যন্তরীণ আত্মবিশ্বাসের প্রেক্ষাপট । তাই যখন আমি শুটিং করি তখন আমি ক্যামেরার কথা ভুলে গিয়ে আমি আমার মধ্যে শক্তিমানের বৈশিষ্ট্যকে তুলে ধরে বেশ আনন্দের সাথে শুটিং করে থাকি ।
“এছাড়াও মুকেশ খান্না তার শক্তিমানের চরিত্রকে তিনি ফিরিয়ে আনার জন্য বিশেষ দায়িত্ব পালনের কথা বলেছেন । যেখানে তিনি 1997 সালে থেকে 2005 সাল পর্যন্ত সেই Mukesh Khanna শক্তিমান সিরিয়ালের পর্বে শুটিং করেছিলেন ।
“BH Number Plate এর সুবিধা !” রাজ্য ভ্রমণের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ শর্তগুলি !
“ভারত আমার সত্যিকারের বন্ধু !” মোদির সঙ্গে ফোনকলে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রশংসা !
শক্তিমান সিরিয়ালটি ভারতের অন্যতম জনপ্রিয় সুপারহিরো শোতে বিশেষ ভূমিকা পালন করে । সিরিয়ালটি মোট 450 টিরও বেশি পর্বের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ দর্শকদের নজর কেড়েছে ।
তাই 1997 সালের লোকেদের মধ্যে শক্তিমান সিরিয়ালটির ওপর যে রকম লক্ষাধিকেরও বেশি দর্শকদের নজর কেড়েছিল, বর্তমানে তা সমালোচনার বাইরে । তাই আমার মতে, আগামী 2027 সালের মধ্যে জনগণের কাছে শক্তিমান সিরিয়ালের আবারও প্রভাব বিস্তার করা খুবই প্রয়োজন । কারণ বর্তমান প্রজন্ম যেভাবে অন্ধকারের দিকে এগিয়ে চলেছে তাদেরকে রুখতে হবে, সঠিক দিগন্তে নিয়ে আসতে হবে ।
এরই মাঝে গত রবিবার মুকেশ খান্না তার instagram একাউন্টে একটি পোস্ট শেয়ার করে ভিডিওটি ঘোষণা করেছিলেন । যেখানে আগামী দিনের শক্তিমানের প্রত্যাবর্তনের আভাস পাওয়া যায় । ভিডিওটিতে দেখা যায় শক্তিমানকে একটি স্কুলের উপর দিয়ে উড়তে এবং অবতরণ করতে দেখা যায় । পাশাপাশি চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং ও সুভাষচন্দ্র বসু সহ একাধিক ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ছবি তুলে ধরে ভারতের স্বাধীনতা বিষয়ক গানটি গেয়েছেন ।
শাহরুখের ঘড়ির দাম জানলে অবাক হবেন, এই দামে মিলবে একাধিক ফ্ল্যাট ও গাড়ি!