Mukesh Ambani :- এবারের দীপাবলিতে মুকেশ আম্বানির তরফে উপহার 37 লক্ষ্য মানুসকে ! আপনিও পেতে পারেন !

Mukesh Ambani

Mukesh Ambani :- গতদিনের এক সাধারণ বৈঠকসভায় রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান Mukesh Ambani র তরফে এ বছরের (2024) ‘শুভ দীপাবলি’ উপলক্ষে দেশের প্রায় 37 লক্ষ্য Jio ব্যবহারকারীদের জন্য বিশেষ উপহার বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন । আম্বানির সিদ্ধান্ত অনুযায়ী দীপাবলীর আগেই সেই পুরস্কার বিতরণ করা হবে । কোম্পানি সূত্রে কেবলমাত্র Jio ব্যবহারকারীরাই এই পুরস্কারের ভাগীদারি হতে পারবেন বলে জানিয়েছেন ।

mukesh ambani..

সকল সনাতনীদের জন্য দীপাবলি বিশেষ আলোকিত উৎসব । এই উৎসবে ভাই ও বোন, বন্ধু ও বান্ধবী সহ নিজেদের পরিবার সমন্বয়ে ভালবাসার পাশাপাশি নানান ধরনের উপহার দেওয়া হয়ে থাকে । এরই মাঝে রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি SIM ব্যবহারকারীদের জন্য এক দারুণ অফারের ঘোষণা করেছেন । এমনকি দীপাবলির আগেই সেই উপহার দেশের একজন-দুজনকে নয় প্রায় 37 লক্ষ মানুষকে বিতরণ করবেন ।

খবর সূত্রে জানা গিয়েছে, রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান Mukesh Ambani আজই (সোমবার) সেই উপহার দিতে চলেছেন । তিনি দেশের 37 লক্ষ্য রিলায়েন্স বিনিয়োগকারীদেরকে Bonus Share এর মাধ্যমে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ।

NPCI দ্বারা অনুদান প্রাপ্ত Paytm ! UPI পেমেন্ট ব্যবহারকারীদের জন্য Paytm এর দারুন লাভ !

রিলায়েন্স জিও কোম্পানির তরফে জানা গিয়েছে, আম্বানির দেওয়া উপহারে প্রত্যেক Share Holdar দের বাড়তি একটি Bonus Share উপহার হিসেবে দেওয়া হবে অর্থাৎ বিনিয়োগকারীদেরকে প্রতি শেয়ারে মূলধন অনুযায়ী দ্বিগুণ টাকা করে দেওয়া হবে ।

কোম্পানির দেওয়া এই উপহার একমাত্র তারাই পাবেন, যাদের নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেকর্ড তালিকায় নথিভুক্ত রয়েছে । তালিকায় নথিভূক্ত প্রায় 37 লক্ষ্য বিনিয়োগকারীদেরকে আম্বানির তরফে Bonus Share উপহার হিসেবে দেওয়া হবে ।

তবে কোম্পানি তরফে এই উপহার শুধুমাত্র এ বছরই যে প্রথম তা নয়, এর আগেও 2009 সালের পরবর্তী 2017 সালেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে অধিকাংশ শেয়ার হোল্ডারদেরকে বোনাস শেয়ার উপহার দেওয়া হয়েছিল । 

বিনামূল্যে কর্মীদের প্রতিদিনের খাবার দিলে সংস্থারই লাভ ! আনন্দের প্রবাদে ‘কিছু পেতে হলে, অবশ্যই কিছু দিতেও হয় !’

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top