Mamata Banerjee :- মাইক বন্ধ করে অপমানিত করা হয়েছে ! 5 মিনিটও বলতে দেওয়া হলো না মমতাকে ! বৈঠক থেকে বেরিয়ে এসে ক্ষুব্ধ হয়ে কি বললেন মমতা ব্যানার্জি !

New Delhi :- গত শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত সভা ছেড়ে ক্ষুদ্ধ হয়ে বেরিয়ে আসলেন Mamata Banerjee । বৈঠক ছেড়ে বেরিয়ে এসে তিনি বলেন – ” মাইক বন্ধ করে অপমানিত করা হয়েছে আমাকে ! অন্যান্য মন্ত্রীরা 10 থেকে 20 মিনিট সময় ধরে ভাষণ দিয়েছেন , অথচ আমার বেলায় 5 মিনিটও না !”

দেশের ৭ জন বিরোধী জোট দলের মন্ত্রীসহ কেন্দ্রের বাজেট এর ওপর অভিযোগ নিয়ে বৈঠক সভায় Boykot করার পর শনিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee রাইসিনায় উপস্থিত হন । বৈঠক সভা চলার কিছুক্ষণের মধ্যেই মমতা ব্যানার্জি বৈঠক ত্যাগ করে রাষ্ট্রপতি ভবনের বাইরে চলে যান । বৈঠক ছেড়ে বেরিয়ে এসে তিনি বলেন – ” অন্যান্য মন্ত্রীরা 10 থেকে 20 মিনিটেরও বেশি সময় ধরে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন , অথচ আমাকে 5 মিনিটও বক্তৃতা দেওয়ার সময় দেওয়া হয়নি । এমনকি বক্তৃতা দেওয়ার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয় । এর জন্যই আমি বৈঠক ছেড়ে চলে এসেছি।”

*আরও পড়ুন :- দেশজুড়ে আরজি করের ঘটনা এক বিশাল রূপ ধারণ করল ! এর পেছনের রহস্য কি তাড়াতাড়ি জানুন !

নীতি আয়োগের বৈঠক সভায় মমতার অস্তিত্ব স্পষ্টভাবে জানিয়ে তিনি বলেন – ” বৈঠক সভায় আমি একমাত্র বিরোধী দলের নেতা হিসেবে অংশগ্রহণ করেছিলাম । কেন্দ্রীয় সরকারকে আমি বলেছিলাম রাজ্য সরকারের প্রতি কোনো রকম ভেদাভেদ করা অপ্রয়োজনীয় । এই বিষয়ে আমি বৈঠকে বক্তৃতা দিতে চেয়েছিলাম , কিন্তু আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি । আমার পূর্বের নেতারা 10 থেকে 20 মিনিটেরও বেশি সময় ধরে ভাষণের সুযোগ পেয়েছেন । তিনি আরও বলেন – “এই অপমানিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি পরবর্তীতে আর কোন বৈঠক সভায় তিনি অংশগ্রহণ করবেন না ।”

এর আগেও বেশ কয়েকবার বৈঠক সভায় কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর বক্তৃতা দেওয়ার সময় মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল । তাই এবার মোদি সরকারের বৈঠক সভায় একাধিক বার মাইক বন্ধ করে দেওয়ার বিরুদ্ধ অভিযোগ উঠে আসছে । Mamata Banerjee গত শুক্রবার দিল্লি যাওয়ার পথেই কেন্দ্রের বিরুদ্ধে বাংলার বাজেটের উপর বঞ্চনার অভিযোগ করেছেন । এই প্রসঙ্গে মমতা বলেছেন , “বর্তমানে বাংলার বাজেটের উপর বিরোধী রাজ্যগুলির বঞ্চনা করাকে তীব্র নিন্দা জানাচ্ছি । Economic ও Polytechnic এর সঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিকে ভাগ করে দেওয়ার পরিকল্পনাকে তীব্র বিরোধ জানাই ।”

*পড়তে থাকুন :- ২৫ হাজার কর্মীদের চাকরি বরখাস্ত করার নির্দেশ আপাতত স্থগিত ! নিয়োগ মামলা নিয়ে কি রায় দিল সুপ্রিম কোর্ট !

রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে মমতা ব্যানার্জি আরও বলেন , “বিরোধী দলের নেতারা ঝাড়খন্ড , বিহার , আসাম ও বাংলার ভাগাভাগি নিয়ে নানান জল্পনা কল্পনা করছেন । গোটা ভারতবর্ষ থেকে বিহার , ঝাড়খন্ড , অসম এবং বাংলাকে ভাগ করা মানেই গোটা দেশকে ভাগ করা । আমি রাজ্য সরকারের এই পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানাই । এছাড়াও রাজ্য সরকারের এই বাজেটের বিরুদ্ধে পূর্বেই কংগ্রেস শাসিত 3 রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ( কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া , তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি , হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ )- এর পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK Stalin , ভারতীয় আম আদমী পার্টি (পাঞ্জাব) মুখ্যমন্ত্রী ভগবদন্ত মান এবং কেরলের সিপিআইএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও বৈঠক সভায় বয়কট ঘোষণা করেছিলেন । মমতা জানিয়েছেন এই বৈঠক সভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও উপস্থিত থাকতে পারেন । তবে নীতি আয়োগের বৈঠক সভায় বিজেপি দলীয় নেতা বিহারের মুখ্যমন্ত্রী নিশীত কুমার উপস্থিত ছিলেন না ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top