
Mahakumbh viral video:- সামাজিক মাধ্যমের কল্যাণে আজকাল নানা ধরনের অদ্ভুতপূর্ব ঘটনা আমাদের চোখের সামনে প্রায়ই ভেসে ওঠে । সম্প্রতি, মহাকুম্ভের যাত্রাপথে একটি রেলওয়ে স্টেশনে এমনই এক ঘটনা ঘটেছে, যা দেখে অনেকেই হতবাক । ঘটনাটি ঘটেছে একটি ট্রেন স্টেশনে, যেখানে মহাকুম্ভে যাওয়ার জন্য একটি ট্রেন যাত্রীদের ভিড়ে পরিপূর্ণ ছিল । ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেও, যাত্রীদের ভিড়ের কারণে ট্রেনের ভিতরে অবস্থা ছিল একেবারে অস্থির ।
কিন্তু এই ভিড়ের মধ্যেই কিছু দুষ্কৃতী স্টেশনে অবস্থান করছিল । তারা ট্রেনের কামরার জানালায় লাথি মেরে ভাঙচুর করতে শুরু করে । তাদের উদ্দেশ্য ছিল মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়া । এমন পরিস্থিতিতে ট্রেনের ভিতরে যাত্রীদের ভিড়ের মধ্য দিয়েও কয়েকজন যুবক কামরায় প্রবেশ করে । ইতিমধ্যেই এই ঘটনা ঘটনাস্থলে উপস্থিত একজন যুবক তার মোবাইল ফোনে ভিডিও করে ফেলে । পরে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর নানান ধরনের কটাক্ষ উক্তির ঝড় তৈরি হয় ।
আরও পড়ুন :- “গাজিয়াবাদে রোহিঙ্গাদের ওপর হামলা, বেআইনি বসবাসের অভিযোগে উত্তেজনা ও উচ্ছেদ এলাকাবাসীর।”
সমাজ মাধ্যমে ভিডিওটি পোস্ট হওয়ার পর নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন । কেউ কেউ বলেছেন, “সন্ধির অন্ধ ভক্তরাই পৃথিবীর প্রথম প্রাণী যারা অপরাধকে ধর্মীয় রূপ দিচ্ছে।” এই ধরনের মন্তব্যের মাধ্যমে সমাজে এই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার ঝড় ওঠে ।
আরও পড়ুন :- শেষ মুহূর্তে লাফ, ট্রেনের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন চালক।
এই ঘটনা আমাদের সামনে আবারও প্রশ্ন তুলে ধরেছে যে, ধর্মীয় উৎসব বা যাত্রার নামে কিংবা যেকোনো অজুহাতে অপরাধ বা অসামাজিক কাজকে কখনই সমর্থন করা উচিত নয় । সমাজের প্রত্যেকেরই উচিত এমন ঘটনাগুলোকে প্রতিহত করা এবং সচেতনতা বৃদ্ধি করা ।
আরও পড়ুন :- ডিগবাজি খেয়ে, ঘাড় মটকে তরুণের মৃত্যু ! দেখুন তরুণের মর্মান্তিক ভিডিও।
Leave a Reply