
Vande Bharat in prayagraj:- 2025 সালের মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025) উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে । মেলা শুরুর পর থেকেই প্রয়াগরাজে কোটিরও বেশি পুণ্যার্থীদের ভিড় দেখা দিয়েছে । এই বিশাল জনসমূহকে সঠিকভাবে পরিচালনা করতে ভারতীয় রেলওয়ে (Indian Railways) ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে । যেখানে এবার থেকে মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য রেলওয়ে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সিদ্ধান্ত নিয়েছে । এই সুবিধা যাতায়াতকারী পুণ্যার্থীদের জন্য জনপ্রিয় হবে বলে আশা করা যায় ।
এই বিষয়ে উত্তর রেলওয়ে (Northern Railways) সম্প্রতি ঘোষণা করেছে যে, আগামী 15, 16 এবং 17 ফেব্রুয়ারি দিল্লি থেকে প্রয়াগরাজ হয়ে বারাণসী পর্যন্ত 3টি স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হবে । এই উদ্যোগের মাধ্যমে রেলওয়ে পুণ্যার্থীদের জন্য আরও সুবিধাজনক এবং দ্রুত যাত্রার ব্যবস্থা হবে ।
আরও পড়ুন :- ভারতের রুটে ছুটতে চলেছে ‘হাইড্রোজেন ট্রেন’, ভাড়া কত? জানুন কবে থেকে চলছে?
যাত্রীদের এই পরিস্থিতি উপেক্ষা করে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এ পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে 50 কোটিরও বেশি পুণ্যার্থী পবিত্র স্নান সম্পন্ন করেছেন । তবে আগামী 26 ফেব্রুয়ারি পুণ্যস্নানের শেষ দিন নির্ধারিত রয়েছে । এর আগেই ত্রিবেণী সঙ্গমে আরও লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে । তাই আগে থেকেই এই বিপুল সংখ্যক মানুষের ভিড় সামলানোর জন্য বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে । যা, উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশুশেখর উপাধ্যায় -এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনটি 3 দিন, অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার নয়াদিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করবে । নয়াদিল্লি থেকে ভোর 5:30-এ যাত্রা শুরু করে ট্রেনগুলি প্রয়াগরাজে পৌঁছাবে দুপুর 12টায় । এরপর বারাণসীতে পৌঁছানোর সময় হবে দুপুর 2:20 টায় । ফিরতি যাত্রায়, বারাণসী থেকে দুপুর 3:15-এ ছেড়ে ট্রেনগুলি নয়াদিল্লিতে পৌঁছাবে রাত 11:50-এ ।
আরও পড়ুন :- শেষ মুহূর্তে লাফ, ট্রেনের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন চালক।
প্রসঙ্গত, গত 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে । প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে ভিড় জমাচ্ছেন । এর ফলে শহরের সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে । এমনকি রেলপথেও একই পরিস্থিতি ধারণ করেছে । তার কারণ, ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় কামরাগুলি পরিপূর্ণ হয়ে গেছে । এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে উত্তর রেলওয়ে সরকার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ।
Leave a Reply