Local Train Accident :- দিন পের হতে না হতেই আবারও এক ট্রেন দুর্ঘটনা । গত বৃহস্পতিবার অসম রুটে চলাচলগামী তিলক এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এক বিরাট দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনায় ট্রেনের পেছনের শেষ কামরা বিধ্বস্ত অবস্থায় ছিটকে পড়ে যায় । তবে ট্রেনটি ধীরগতিতে থাকায় সেরকম ভাবে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ।
বর্তমান পরিস্থিতিতে ট্রেন মানেই আতঙ্কের সমাহার । এরই মাঝে গত বৃহস্পতিবার আগরতলা থেকে আসা আসামে যাবার সময় মুম্বাইয়ের কোন এক এলাকায় তিলক এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে । দিন বের হতে না হতে আবারো এক ট্রেন দুর্ঘটনা সম্মুখীন হতে হল যাত্রীদের ।
খবর শুধু জানা গিয়েছে তিলক এক্সপ্রেসটি মুম্বাইয়ের CSMT স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই কল্যাণ স্টেশনের 2 নং প্লাটফর্মে যাওয়ার তৎকালীন সময়ের মধ্যেই বেলাইন হয়ে দুর্ঘটনা হয় । ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত 8 টা 55 মিনিট সময়ে । দুর্ঘটনায় ট্রেনটির শেষ কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় ।
কানপুরের দুষ্কৃতীদের ট্রেন উল্টে দেওয়ার চেষ্টা ! ষড়যন্ত্রে ট্র্যাকের ওপর LPG সিলিন্ডার রেখে দেয় !
ট্রেন দুর্ঘটনার পর মুম্বাইয়ের ডাউন লাইনের কল্যান স্টেশনের 2 নং প্লাটফর্মের লাইন বিনষ্ট হওয়ায় , সেই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । সেন্ট্রাল রেল আধিকারিক স্বপ্নীল নীলা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটিতে জনসংখ্যা কম ছিল এবং বিরাট দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য ট্রেনের লোকো পাইলট আগে থেকেই গতি কমিয়ে দিয়েছিল । যার ফলে যাত্রীদের সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি ।
যাত্রী সুরক্ষার ওপর ভিত্তি করে একের পর এক ট্রেন দুর্ঘটনার বিষয়টির ওপর প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় রেল সরকারকে । গত শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় সেই ট্রেন যাত্রীদের পাশাপাশি অন্যান্য যাত্রীদেরকেও আতঙ্কের শিকার হতে হয়েছিল ।