
Gold Price Increase :- দেশের রাজনৈতিক সংঘর্ষতা ও ভোট ব্যাংকিং এর পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে সোনার দাম ক্রমশ বেড়ে চলেছে । এই নিয়ে বহু মানুষের নানান ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছিল । ফলে সাধারণ ব্যক্তিদের পক্ষে সেনা ক্রয় করতে মুশকিল হয়ে গিয়েছে । এরই মাঝে পি সি চন্দ্র জুয়েলার্সের যুক্ত এমডি শুভ্র চন্দ্র বলেছিলেন, “হয়তো বিশ্ববাজারে ধনতেরসের আগেই সোনার মূল্য একটি নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছতে পারে ।”
বিশ্ববাজারে দাম বৃদ্ধির ফলে ভারতীয় বাজারে GST যুক্ত প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 80,000 টাকা অব্দি ছাড়িয়েছে । দাম বৃদ্ধির এই সমন্বয় ক্রেতা ও বিক্রেতার মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, তারা বলেন চলতি মাসের শেষের ধনতেরসের আগে কি কর ছাড়া হলুদ ধাতুর দাম এই গণ্ডি পার করবে । যেখানে বর্তমান বাজারে খুচরো বিক্রি হিসেবে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,850 টাকা । ভারত সরকারের 0.3 % সুদ যোগ করে এর মূল্য দ্বারা 80,185.50 টাকা । পাকা হলুদ সোনার পাশাপাশি হলমার্ক যুক্ত সোনার দামও সর্বপ্রথম 74,000 টাকা ছাড়িয়েছে । ভারত সরকারের 0.3 % সুদ যোগ করে এর মূল্য দাঁড়ায় 76,220 টাকা ।
স্বর্ণমূল্যের দাম সর্বোচ্চ বাজারে পৌঁছে যাওয়ার পরিপ্রেক্ষিতে P C Chandra Jewellers যুক্ত এমডি শুভ্র চন্দ্র বলেছিলেন, “হয়তো বিশ্ববাজারে ধনতেরসের আগেই সোনার মূল্য একটি নির্দিষ্ট জায়গায় এসে পৌছাবে বলে মনে করা যায় ।
পাশাপাশি তিনি এও বলেছেন, বিশ্ববাজারে সোনার দাম ক্রমশ সর্বোচ্চ স্তরে যাওয়ার ক্রেতা ও বিক্রেতার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে । তবে কিছু মানুষ আছেন যারা বাধ্যতামূলকভাবে স্বর্ণ ক্রয় করে থাকেন । যদিও সোনা পরিমাণে কম হলেও ক্রেতারা কিনবে । তাই সোনার বাজারে স্বর্ণ ক্রয়ের পরিমাণ অনেকটাই কম দেখা দিয়েছে ।
সোনার দাম বৃদ্ধির কারণ হিসেবে তিনি আমেরিকায় ভোট নির্বাচন ও পশ্চিম এশিয়ার সংঘর্ষতার কথাও তুলে ধরেন । তিনি বলেন উভয় দেশগুলির মধ্যে সামঞ্জস্য ফিরে আসলে হয়তো স্বর্ণবাজারে সোনার দাম স্বাভাবিক পরিস্থিতিতে আসতে পারে ।”
বিশ্ববাজারে সোনার দাম আকাশ ছোঁয়া ! ক্যারেট প্রতি কত ডলার$ বৃদ্ধি পেয়েছে সরাসরি জেনে নিন !
লক্ষী পুজোতেই সোনার দর আকাশছোঁয়া ! বাড়তি 78 হাজার হলুদ ধাতুর মূল্য !
[wpforms id=”148″ description=”true”]
Leave a Reply