Lakhsmi Vandar :- পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহযোগিতার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অধীনে লক্ষীরভান্ডার প্রকল্প গোটা রাজ্য জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে । এরই মাঝে সরকার এক নতুন সিদ্ধান্ত নিয়েছে । আগামী ডিসেম্বর মাস থেকেই সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট আপডেট করা হবে । তাই যদি কোন মহিলা এই আইন অমান্য করেন, তাহলে তার লক্ষীর ভান্ডার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে । তাই আপনি যদি আপনার লক্ষীর ভান্ডার অ্যাকাউন্ট নিরাপদে রাখতে চান, তাহলে সরকারের নূন্যতম নিয়মগুলি জেনে নিন ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া সাধারণ মহিলাদের আর্থিক সংকটের সাথী হয়ে 2021 সালে লক্ষীরভান্ডার প্রকল্প চালু করেছিলেন । পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এই লক্ষীরভান্ডার প্রকল্প চালু করার পেছনে রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রবেশে বাঁধা দেওয়া । এ প্রকল্পের মাধ্যমে তিনি ব্যাপক সাহায্যও পেয়েছেন ।
মুখ্যমন্ত্রীর লক্ষীরভান্ডার অ্যাকাউন্টগুলিতে রাজ্যের প্রত্যেক মহিলাদেরকে বাড়তি ভাতা হিসেবে 500 টাকা করে দেওয়া হয়েছিল এবং পরে সেই টাকার মূল্য বাড়ানোও হয়েছিল । বর্তমানে এখন থেকে মহিলাদের অ্যাকাউন্টে বাড়তি ভাতার টাকাও ঢুকছে । এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যেখানে প্রত্যেক সাধারণ মহিলারা বাড়তি ভাতা 500 টাকা পেতেন, তা বর্তমানে বাড়তি হয়ে 1000 টাকা করে পান ।
সাধারণ পরিবারের মহিলাদের পাশাপাশি যে সমস্ত জাতি ও উপজাতি সমাজের মহিলারা রয়েছে । যারা পূর্বে প্রত্যেক মাসে তাদের একাউন্টে 1000 টাকা করে পেতেন তারা এখন থেকে বাড়তি 1200 টাকা করে পাচ্ছে । এর জেরেই বিরোধী পার্টির রাজনীতিবিদদের মতামত অনুযায়ী, কেবলমাত্র লক্ষ্মীরভান্ডার প্রকল্পের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাংলার মহিলাদের থেকে একাধিক ভোট পেয়েছেন ।
রাজ্যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট অকেজো ! দেড় মাস পর হাইকোর্টে আবারও মামলার শুনানি ঘোষণা !
তবে লক্ষীরভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দুস্থ পরিবার রয়েছে, যাদের আয় করার কোনরকম উৎস নেই, যারা সরকারি কোনো কাজ করে না, আর্থিক দিক থেকে যে সমস্ত মহিলারা খুবই দুর্বল অর্থাৎ কর্মহীন সেই সমস্ত দুস্থ পরিবারকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন ।
এরই মাঝে মুখ্যমন্ত্রী এক নতুন আইন কার্যকর করতে চলেছেন । যেখানে আগামী ডিসেম্বর মাস থেকেই সকল মহিলাদের Lakhsmi Vandar অ্যাকাউন্ট আপডেট করতে হবে । তাই যদি কোন মহিলারা এই আইন অমান্য করেন, তাহলে তার লক্ষীর ভান্ডার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে । ফলে তারা আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না ।
সরকারের এই নতুন আইনে বলা হয়েছে, মহিলাদের লক্ষ্মীরভান্ডারের টাকা আদান- প্রদানকারী অ্যাকাউন্টের সঙ্গে যদি আধারকার্ডের সংযোগ না করা থাকে, তাহলে আগামী ডিসেম্বর মাসে নিয়ম লাগু হওয়ার পর থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে । তাই আপনি যদি আপনার লক্ষীর ভান্ডার অ্যাকাউন্ট নিরাপদে রাখতে চান, তাহলে সরকারের নূন্যতম নিয়মগুলি মেনে চলুন ।
“নেত্রীর ফোনের পর অনুব্রতের সুর পরিবর্তন ! প্রশংসনীয়, সংগঠনটা দেখে ভালো লাগলো !”