Kangana Ranaut Slapped:- কঙ্গনার গালে থাপ্পর মারা মহিলার জন্য লাখ টাকার পুরস্কার বিতরণের ঘোষণা ! বিস্তারিত ঘটনাটি জেনে নিন ….

*Kangana Ranaut slapped :- ভারতীয় বিজেপি দলের MP ও অভিনেত্রে কাংনা রানাওয়াতের গালে চড় মারায় অভিযুক্ত মহিলা CISF constable কুলিন্দার কৌরের জন্য পুরস্কার ঘোষণা হয় । তার নামে শিবরাজ সিং নামে মহালের এক ব্যবসায়ী তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন । কঙ্গনা কে থাপ্পড় মারার উদ্দেশ্যে সেই ব্যবসায়ের লক্ষ টাকা পুরস্কার ঘোষণার বিষয়টি নেট দুনিয়ায় জোর কদমে ভাইরাল হচ্ছে ।

  এছাড়াও পুরস্কারের পাশাপাশি সেই ব্যবসায়ি কুলবিন্দর কে কুর্নিশ বলে অভিহিত করেন এবং পাঞ্জাবের সংস্কৃতি ও সাধারণ মানুষের ভাবাবেগকে বাঁচানোর জন্য ব্যাপক প্রশংসা করেন ।

  বিভিন্ন নিউজ চ্যানেল জানিয়েছে , কঙ্গনা রানাওয়াত কে চড় মেরে গ্রেপ্তার ও চাকরি থেকে বরখাস্ত হওয়া সিআইএসএফ মহিলা কনস্টেবল কুলবিন্দর কৌরের সাথে ভারতের কৃষক সংগঠনের অনেকেই সহযোগী ছিলেন ।

* এক নজরে :- কৃষক আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলায় প্রকাশ্যে চড় খেলেন কল্পনা রানাওয়াত ! পুরো ঘটনাটির পেছনে কী কারণ রয়েছে জেনে নিন …

  এমনকি ভাইরাল হওয়া একটি ভিডিওতে শের সিং মাহীওয়াকে ওই মহিলা কনস্টেবলের ভাই হিসেবে বক্তব্য দিতে দেখা যায় , তিনি নাকি সেই মহিলা কনস্টেবল কুল বিন্দরের ভাই । ভাই হওয়ার দরুন শের সিং তার দিদিকে এই ঘটনার ভিত্তিতে পুরোপুরিভাবে সমর্থন করেন ।

  চন্ডিগড় বিমানবন্দরে কাঙ্গনার গালে চড় মারার অপরাধে কুলবিন্দরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় । গ্রেপ্তার হওয়ার পরেই শেষ সিং মহীওয়ায় তার দিদি কুল বিন্দরকে নির্দোষ মানায় পুরোপুরিভাবে সমর্থন করেন । যিনি কোপোর থালায় কিষান মজদুর সংগ্রাম কমিটির একজন সহায়ক ।

* আরও পড়ুন :- রেমাল শুরু হওয়ার আগের দিনে সন্ধ্যাতেই লক্ষ টাকার মদ বিক্রি, তারপর দিনই দোকানে চুরি গেল …

  খবর সূত্রে জানা যায় , ৬ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টের সময় চন্ডিগড় বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে । নির্বাচনে জয়ের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ায় ট্রেনে থাকাকালীন সময়ে মোবাইল ট্রেতে রাখা নিয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হয় । এও শোনা যায়, কঙ্গনা তার ক্যাবিনের চেয়ে সেই মহিলা কনস্টেবল এর মোবাইল রাখতে রাজি হননি । তারপরে সেই CISF কনস্টেবল রেগে গিয়ে কামিনাকে থাপ্পড় মারেন ।

  কিন্তু কুল বিন্দরকে জিজ্ঞাসাবাদে তিনি অন্য কারণ দেখিয়েছেন । তিনি বলেছেন , কৃষক আন্দোলন চলাকালীন কাঙ্গনা ছোট্ট একটি বিবৃতিতে বলেন, কৃষকরা নাকি ১০০ টাকার লোভে সেই আন্দোলনে গিয়েছেন । তিনি কি আর নিজে সেখানে গিয়ে বসবেন ? এই বিবৃতি দেওয়ার পাশাপাশি বলেন তার মা ও নাকি সে বিক্ষোভে উপস্থিত ছিলেন । তার মায়ের সম্মান রক্ষার জন্য তিনি এই কাজটি করেছেন ।

  নানান ফোন- কলের উত্তরে কাঙ্গেনা রানাওয়াত এও বলেছেন , তিনি নাকি নিরাপদ আছেন । কিন্তু তবুও তিনি পাঞ্জাবে সন্ত্রাসবাদীদের অত্যাচার বাড়তে থাকাকে কিভাবে নিয়ন্ত্রণে আনবে এই নিয়ে ব্যাপক চিন্তিত ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

4 thoughts on “Kangana Ranaut Slapped:- কঙ্গনার গালে থাপ্পর মারা মহিলার জন্য লাখ টাকার পুরস্কার বিতরণের ঘোষণা ! বিস্তারিত ঘটনাটি জেনে নিন ….”

  1. Pingback: Kohli New Restaurant Hyderabad :- হায়দ্রাবাদে আরও এক নতুন রেস্টুরেন্ট খুললেন বিরাট কোহলি ! হোটেলের রেসিপি লোকেদের ন

  2. Pingback: SandeshKhali :- সরকারি অর্থ নষ্ট করার পাশাপাশি মহিলাদের সঙ্গে যৌন হেনস্থা ! শাহজাহানের ভাই আলমগীরের উপর স

  3. Pingback: Eid Accident - ঈদের নামাজ পড়ে আসার সময় ভেলুরডাবরীর এক পুকুরে মৃত্যু হয় 2 মজদুরের ! বিস্তারিত খবরটি জেনে

  4. Pingback: One8 Commune :- হায়দ্রাবাদে আরও এক নতুন রেস্টুরেন্ট খুললেন বিরাট কোহলি ! হোটেলের রেসিপি লোকেদের নজর কাড়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top