July Revolution :- বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে আগামী 31 ডিসেম্বর, মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণা করা হলো । এদিন বিকেল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারের এক অনুষ্ঠানে এই বিপ্লবী আন্দোলনের ঘোষণা জারি করা হবে জানিয়েছেন বাংলাদেশ সরকার ।
তবে এই ঘোষণাপত্র বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এখনো পর্যন্ত কোনরকম তথ্য প্রকাশ করেননি । তবে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রের মাধ্যমে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের স্থিতির বর্ণনার মাধ্যমে বাংলাদেশের মানুষের সংগ্রামী ধারাবাহিকতার ভিত্তিতে কিভাবে একটা যুদ্ধ সংঘটিত করা যায় । তাই এক ঘোষণাপত্রে রাষ্ট্রকল্প কিংবা এই ধরনের ধারণা দেওয়া হয়ে থাকে, যা july Revolution ঘোষণাপত্রের মূল বৈশিষ্ট্য ।
বাংলাদেশের ছাত্র জনতার অভ্য স্থানে গত পাঁচই আগস্ট পূর্ববর্তী শেখ হাসিনার আওগামী লীগ সরকারের পতন হয় । এরপর সেই আন্দোলনের নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন । উক্ত আন্দোলনকে ঘিরে বাংলাদেশের নেতৃত্ব দানকারী নেতাদের উদ্যোগে গত 8 সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু করেন । তবে বর্তমানে ওই দুই কমিটির সংযুক্তি করনের মাধ্যমে ন্যূনতম তরুণ্য নির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে ।
এরপর শনিবার সন্ধ্যেবেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তরফ থেকে বিকেল 3 ঘটিকায় একই ধরনের দুটি পোস্ট ফেসবুকে শেয়ার করা হয় । পোস্ট গুলির প্রথমটিতে লেখা ছিল, 31 ডিসেম্বর 2024, বিপ্লবীরা তৈরি তো ? পরবর্তী পোস্টে ইংরেজিতে লেখা, ‘প্রক্লেমেশন অফ জুলাই রেভেলিউশন ।’
আরও পড়ুন:- বিএনপির ঢাকা-আগরতলা ‘লং মার্চ’ আন্দোলনের পথে বাধা ! এরপরের পরিস্থিতি কী হল ?
এমনই সময়ে বাংলাদেশের অন্তর্ভুক্তির সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজের ভেরিফাইড একাউন্টে পরপর দুটি পোস্ট ফেসবুকে শেয়ার করেন । পোস্ট গুলির প্রথমটিতে লেখা ছিল, ‘ কমরেডস নাউ ওর নেভার’ । এরপর দ্বিতীয় পোস্টে লেখা ছিল, ‘প্রক্লেমেশন অফ জুলাই রেভেলিউশন।’
একইভাবে জাতীয় নাগরিক কমিটির উপদেষ্টা সহায়ক নাসিরুদ্দীন পার্টওয়ারীও তার নিজস্ব facebook একাউন্টে 31 ডিসেম্বরে,2024 ইংরেজি প্রতিশব্দের মাধ্যমে দুটি পোস্ট শেয়ার করে লিখেছেন, প্রথমটিতে ‘অল আইস অন শহীদ মিনার’ এবং দ্বিতীয় পোস্টটিতে লিখেছিলেন, ‘প্রক্লেমেশন অফ জুলাই রেভেলিউশন, নাউ ওর নেভার।’
তবে উক্ত পোস্ট গুলির বিশেষ সাপেক্ষ জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এখনো পর্যন্ত কোনরকম তথ্য প্রকাশ করেননি । তবে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রের মাধ্যমে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের স্থিতির বর্ণনার মাধ্যমে বাংলাদেশের মানুষের সংগ্রামী ধারাবাহিকতার ভিত্তিতে কিভাবে একটা যুদ্ধ সংঘটিত করা যায়, যা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নথিভুক্ত করা হবে ।
আরও পড়ুন:- বিনা টিকিটে লন্ডন স্টেশনে প্রবেশের চেষ্টা ! পাকিস্তানি মহিলা আটকের ভাইরাল ভিডিও !