
BSNL 5G Network:- দেশের কোটি কোটি BSNL ব্যবহারকারীযারা যারা নেটওয়ার্ক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন, তাদের জন্য বিএসএনএল কোম্পানি এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে । যেখানে বিএসএনএল শীঘ্রই তাদের 4G এবং 5G পরিষেবা চালু করতে চলেছে । তবে এই নিয়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এর তরফ থেকে এক বৃহত্তর আপডেট নিয়ে এসেছে ।
Electronics and telecommunications network (ET) সংস্থার রিপোর্ট অনুযায়ী TCS এর শীর্ষ কর্মকর্তা গণপতি সুব্রামানিয়াম জানিয়েছেন যে, আগামী বছর 2025 এর প্রথম দিকেই, (মে, জুন) মাসের মধ্যেই দেশে BSNL 5G Network পরিষেবা চালু করা হচ্ছে । এই পরিষেবা চালু হওয়ার বিষয়টিকে নিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্ব সিন্ধিয়াও নিশ্চিত করেছেন ।
* হাইলাইট :-
– আগামী 2025 সালের মে মাসেই BSNL 4G পরিষেবার কাজ শুরু হবে ।
– আগামী 2025 সালের জুন মাসেই BSNL 5G পরিষেবার কাজ চালু করা হবে ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ঘোষণা করেছেন যে ন্যূনতম BSNL 4G এবং 5G নেটওয়ার্ক পুরোপুরিভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হবে । তাই মোদি সরকারের এই ঘোষণাকে কেন্দ্র করে TCS জানিয়েছেন যে, আগামী মাসের শুরুতেই এই পরিষেবার কাজ চালু করা হবে ।
আরও পড়ুন:- মাত্র 5 মিনিটেই সমস্ত জটিলতম অঙ্কের সমাধানে বিশ্বরেকর্ড ‘গুগলের Willow’ ।
উক্ত পরিষেবায় বিএসএনএল ব্যবহারকারী গ্রাহকদের জন্য থাকছে 6 মাসের জন্য unlimited call এর মত সুবিধা এবং 500 GB ডেটা । এমনকি রোল আউটের মাধ্যমে jio এর মত টেলিকম জয়েন্টেরও চ্যালেঞ্জ করতে চলেছে এই BSNL 5G Network। যার জন্য TCS কে অনবরত কাজের ভিত্তিতে সর্বমোট 24 মাস সময় দেওয়া হয়েছে ।
বিএসএনএল এর ন্যূনতম পরিষেবা দেশের টেলিকমশিল্পে প্রতিযোগিতার মাত্রা বাড়িয়ে তুলবে এবং গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদান করবে । যেখানে বিগত বছরগুলি ধরে চলে আসা দেশের কোটি কোটি ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে ।
Leave a Reply