Haridwar Train News :- দেশে একের পর এক ট্রেন এক্সিডেন্টের পাশাপাশি বর্তমানে আরও এক নতুন মোড় তৈরি হয়েছে । খবরসূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে হরিদ্বারে একটি লাইনের উপর দুষ্কৃতীরা ডিটোনেটর রেখে যায় । এরপরই স্থানীয় জনগণ সেটিকে দেখার পর পুলিশকে খবর দেয় । পুলিশ কর্মী সেই ডিটোনেটরটিকে লাইন থেকে সরিয়ে দেয় । বর্তমানে রেল পুলিশের পাশাপাশি হরিদ্দার পুলিশও উক্ত ঘটনায় কঠোরভাবে তদন্তে নেমেছেন ।
Haridwar..
খবর সূত্রে জানা গিয়েছে, হরিদ্বারের কোন এক স্টেশন সংলগ্ন এলাকায় চলাচলকারী একটি রেল লাইনের উপর রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ‘Detonator’ রেখে যায় । এরপরই সেখানকার স্থানীয় লোকেদের নজরে পড়তে পুলিশকে খবর দেওয়া হয়। । পুলিশ কর্মীরা সেই খবর পেয়েই অতিসত্বর সেই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ডিটোনেটর বোমটিকে সরিয়ে দেয় ।
এই ঘটনায় দুষ্কৃতিকে গ্রেপ্তার করার জন্য পুলিশকর্মীর পাশাপাশি হরিদ্বার থানার পুলিশ কর্মীও তদন্তে নেমেছে । এরপর তদন্তসূত্রে পুলিশকর্মীরা আশেপাশের CCTV ক্যামেরার ফুটেজের মাধ্যমে একজন সন্দেহমূলক যুবককে গ্রেপ্তার করা হয় । তবে দ্রুত যুবকের পাশাপাশি আরও কেউ সেই ঘটনায় যুক্ত ছিল কিনা সেই বিষয়ে এখনও খতিয়ে দেখা হচ্ছে । তবে রেল লাইনের উপর কেন ডিটোনেটর ফেলে রাখা হয়েছিল সেই বিষয়ে পর্যন্ত কোন পোক্ত খবর পাওয়া যায়নি ।
ভেলোরের কাটপাডিতে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন ‘বিবেক এক্সপ্রেসের’ 22 টি কোচ !
এছাড়াও বেশ কয়েক মাস ধরে দেশে একের পর এক ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা সামনে এসেছে । সেই ঘটনাগুলো গুজরাটে আবার কখনও মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ সহ নানান রাজ্যেও লাইনচ্যুত করানোর চেষ্টা করেছে দুষ্কৃতীরা । এমনকি ট্রেনকে লাইনচ্যুত করার জন্য রেল লাইনের উপর সিলিন্ডার, সিমেন্টের ব্লক, লোহার পাত, আবার কখনো মাটিও ফেলে রাখা হয়েছিল ।
আবার কিছু ক্ষেত্রে লোকো পাইলটদের বিশেষ তৎপরতায় বড় বড় বিপদ থেকে যাত্রীরা মুক্তি পেয়েছে । দেশের নানান দিকে প্রতিনিয়ত একাধিক দূরপাল্লার ট্রেনগুলি চলাচল করছে । এই ঘটনার ওপর ভিত্তি করে যাত্রীদের সুরক্ষার্থে লোকমুখে নানান ধরনের প্রশ্ন উঠছে ।
আবারও এক ট্রেন দুর্ঘটনা ! লাইনচ্যুত অবস্থায় মহারাষ্ট্রের (নাগপুর) শালীমার এক্সপ্রেসের !