R G Kar Rally :- আলোর উৎসবের আগে জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল ! CBI-র কাছে প্রশ্ন -‘আর কতদিন’ ?

R G Kar Hospital

R G Kar Rally :- আর জি কর হত্যাকাণ্ডে আবারও জুনিয়র ডাক্তারদের বিচারের দাবির স্লোগান মিছিল । CBI এর উপর চাপ বজায় রাখার জন্য সে নামলেন রাস্তায় রাজ্যের জুনিয়র ডাক্তাররা । গত বুধবার সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে CGO (chief governance office) কমপ্লেক্স পর্যন্ত আরজিকরের বিরুদ্ধে এক অভিযান শুরু হয় । সেই মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি শামিল হন স্থানীয় সমাজের নাগরিকরাও ।

r g kar rally..

বিগত তিন মাস ধরে আরজিকর হত্যাকাণ্ডের বিরুদ্ধে হাইকোর্টের অধীনে এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি । সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের জুনিয়র ডাক্তাররা আবারও সিবিআই এর ওপর চাপ বাড়িয়ে আবারও নামলেন সড়ক পথে । জুনিয়র ডাক্তারদের হাতে হাতে মশাল মিছিলের আন্দোলন শুরু হয় । সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স (CBI দপ্তর) পর্যন্ত অভিযান চলতে থাকে ।

* আর জি কর হত্যাকাণ্ডে রাজ্যের নানা সম্পাদক, জনসাধারণ ও রাজ্যের মন্ত্রীদের মন্তব্য :- 

ডাক্তারদের এই অভিযানের ভিত্তিতে দেবাশীষ হালদার বলেন, “ধর্ষণ খুনের এই ঘটনাটি একটি বিরাট ভয়ানক ঘটনা । তাই এই বিরাট ঘটনাকে CBI কি করে সাধারণভাবে ডিল করছে ? এটি আমাদের রীতিমতো অসন্তোষের কারণ । শুধু আমরাই নয়, অভয়ার বাবা-মাকেও জিজ্ঞাসা করতে পারেন, তারাও কিন্তু এই বিষয়ের উদ্যোগ প্রকাশ করেছেন ।”

এই বিষয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য সায়ন মন্ডল বলেছেন, “বর্তমানে আমরা সিবিআই কে চাপিয়ে রাখতে চাইছি । তার কারণ CBI চার্জশিটে শুধুমাত্র একজনের নামই প্রকাশ করা হয়েছে । যেখানে সঞ্জয় রায় ছাড়া আর কারোর নাম নেই ।”

হাইকোর্টের নির্দেশনায় সাসপেন্ডেড রাজ্যের 8জন চিকিৎসক ! ঢুকতেই স্লোগান আর জি কর হাসপাতালে !

পাশাপাশি Junior Doctor Fronts এর অন্যতম সদস্য আসফাকুল্লা নাইয়ার বলেন, “বিগত সময় থেকে আমরা নানান ধরনের ইতিহাসের খবর লক্ষ্য করে এসেছি , যেখানে এমনও অনেক ছোট ছোট আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার পতন হয়েছিল । তবে রাজ্য সরকার যদি এই আন্দোলনকে গিলে খেতে চান, তাহলে আমার মনে হয় সেটিকে তারা হজম করতে পারবেন না ।”

আরজিকর হত্যাকাণ্ডে সেই আন্দোলনে রাজ্যের জুনিয়র ডাক্তারদের পাশাপাশি শামিল হয়েছিল স্থানীয় সমাজের নাগরিকরাও । আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন, “আরজিকর হত্যাকাণ্ডে এই নিয়ে তিন মাস হতে চলল । এই বিষয়ে সিবিআইয়ের তদন্ত সূত্রে কোনরকম সংকেত পাওয়া যাচ্ছে না । তাই আজও সিবিআইয়ের কাছে জুনিয়র ডাক্তারদের জাস্টিসের অভিযান চালু হয়েছে ।”

ওপরদিকে শুভেন্দু অধিকারী জুনিয়র ডাক্তারদের খোঁচা মেরে বলেন, “CGO অভিযান করুন, নবান্ন অভিযানটা কবে হবে ? তার জন্য বিশেষ অপেক্ষা করে আছে । CGO অভিযানের পাশাপাশি একটি নবান্ন অভিযানও করুন । আপনারা একটি সুপ্রিম কোর্ট অভিযানও করতে পারেন । যার কারণ প্রত্যেক বিষয়ই তো সুপ্রিম কোর্টে এখন নথিভুক্ত । তাই বলছি সুপ্রিম কোর্ট অভিযান টা কবে হচ্ছে ?

‘পরীক্ষার হলে কেউ ঘাড়ও ঘোরাতে পারবে না’ ! চূড়ান্ত সিদ্ধান্ত মমতার !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top