Google Map :- ভরসার গুগল ম্যাপ সরাসরি পুকুরে নিয়ে গিয়ে ফেলল ! যাত্রীরা কোনমতে নিজেদের প্রাণ বাঁচালেন ..

Google Map :- পৃথিবীতে গুগলের ভূমিকা ব্যাপক বিস্তার করেছে । আধুনিক জগতে Google map সমস্ত রকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর তথ্য প্রদানে সাহায্য করে । যেন গুগল ছাড়া জীবনটাই অচল । আধুনিক জগতে বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের বিষয়কে জানার জন্য কাউকে জিজ্ঞেস করার থেকে সরাসরি ভাবে গুগলের কাছে জেনে নিতে বেশ পছন্দ করে থাকেন । তা সে ভুল/ঠিক বিচার না করেই ।

google map..

১.৭   ঘোরাঘুরির পরিপ্রেক্ষিতে বন্ধুরা মিলে রওনা দিলেন Road Trip এ । রাস্তাঘাট তো একেবারেই অচেনা-অজানা । তাই গুগল ম্যাপের ভরসা নিয়েই চললেন তারা । কিন্তু এই গুগল ম্যাপের উপর অগাধ অন্ধ বিশ্বাসের ফলেই সেই যাত্রীদের এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হল । রাতের অন্ধকারে সড়ক ছেড়ে সরাসরি পুকুরে চলে যায় সেই যাত্রীসহ চলন্ত গাড়িও । ভাগ্যক্রমে সেই এলাকা চত্বরের পুলিশ Petrolling এর সহায়তায় প্রাণ বেঁচে যায় সেই যুবক-যুবতীদের ।

২.৭   বর্তমানে বিশ্বের সব অজানা বিষয়কে জানার এক বৃহত্তম ভরসাযোগ্য মাধ্যমের নামই Google Map । কিন্তু এই বৃহত্তম ভরসাযোগ্য মাধ্যম গুগলও যে মানুষকে এত বড় বিপদে ফেলে দিতে পারে , তা এই ঘটনায় প্রমাণ হয়ে গেল । ঘটনাটি ঘটে কেরলের কুট্টায়াম নামক জেলায় ।

 iphone এবং Car Play ইউজারদের জন্য Google Map নিয়ে এলো নূন্যতম Digital Speedometer পদ্ধতি !

৩.৭   গুগল ম্যাপের সাহায্য নিয়ে হায়দ্রাবাদ থেকে তিন যুবক ও এক যুবতী মিলে কেরালার মুন্নারে ভ্রমণের জন্য যাচ্ছিলেন । কেরলে সেই সময় বর্ষা শুরু হওয়ায় মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছিল । তাই গুগল ম্যাপের সাহায্য নিয়ে শনিবার রাত 3 টের দিকে  সকলে মিলে কেরালার আলাপ্পঝার রাস্তা দিয়ে যাচ্ছিল । ফলে প্রবল পরিমাণে বৃষ্টিপাতের প্রভাবে কোনটি রাস্তা আর কোনটি পুকুর , তা নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল । ফলে চালক অন্ধের মত সেই গুগল ম্যাপের উপর ভরসা করেই কুরূপান্থার এলাকার এক পুকুরে সরাসরি গাড়ি নামিয়ে দেয় ।

৪.৭   কেরলে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় রাস্তাঘাট পুরোপুরি জলে ডুবে যায় । এই পরিস্থিতিতে গাড়ির চালক সঠিকভাবে পথ নির্ণয় করতে না পারায় সরাসরি পুকুরে নামিয়ে দেন । অধিক বৃষ্টিপাতের প্রভাবে ক্রমশ জল বাড়তে থাকায় যাত্রীদের এক বিরাট বিপদের সম্মুখীন হতে হয় । কিন্তু সেই সময় গাড়ির দরজা খুলে বের হওয়ার কোন উপায় না থাকায় গাড়ির পেছনের দরজা খুলে বের হয়ে যাত্রীরা তাদের প্রাণ বাঁচান ।

৫.৭   তারপর সেখানকার স্থানীয় বাসিন্দা ও পুলিশ পেট্রোলিন এর দ্বারা তাদের গাড়ি স্বরূপ উদ্ধার করা হয় । গুগল ম্যাপের উপর অন্ধের মতো ভরসা করেই ওই ৪ জন যুবক-যুবতীরা মৃত্যুর পথে যাচ্ছিল । তবে খবর সূত্রে , সেই যাত্রীরা সুরক্ষিত রয়েছে বলে জানা গেছে ।

৬.৭   ঠিক একই রকম ঘটনা তামিলনাড়ুতেও ঘটেছিল বলে জানা গেছে । এই গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে চলন্ত একটি গাড়ি সিঁড়ির মাঝখানে আটকে যায় ।

৭.৭   গত বছর কেরলে আরো একটি ঘটনা ঘটে । Google map অনুসরণ করে দুই চিকিৎসক রাস্তা নির্ণয় করতে ভুল করায় তাদের নদীতে ডুবে মৃত্যু হয় ।

স্বল্প খরচে কাঠের সাইকেল বানিয়ে চমৎকার করে দিল উত্তরবঙ্গের এক স্কুল ছাত্র …

Please enable JavaScript in your browser to complete this form.
Name

10 thoughts on “Google Map :- ভরসার গুগল ম্যাপ সরাসরি পুকুরে নিয়ে গিয়ে ফেলল ! যাত্রীরা কোনমতে নিজেদের প্রাণ বাঁচালেন ..”

  1. Pingback: LPG Price Cut News :- ভোটের ফল প্রকাশের পরের দিনে প্রতি গ্যাস সিলিন্ডারে ১০০ টাকা করে ছুট ! মাসের শুরুতেই এক দা

  2. Pingback: Fish Rain In Iran News :- ইরানে আকাশ থেকে হঠাৎ মাছ বৃষ্টি ! অস্বাভাবিক এই মাছের বৃষ্টি দেখে শহরবাসী হতভম্ব ..

  3. Pingback: Vande Bharat Express :- রাজধানী এক্সপ্রেস এর পরিবর্তে AC স্লিপার বন্দে ভারত চালু হবে , প্রায় ১৮০ কিমি গতিতে ছুটব

  4. Pingback: Wooden cycle :- স্বল্প খরচে কাঠের সাইকেল বানিয়ে চমৎকার করে দিল উত্তরবঙ্গের এক স্কুল ছাত্র ...

  5. Pingback: Eid Accident News - ঈদের নামাজ পড়ে আসার সময় ভেলুরডাবরীর এক পুকুরে মৃত্যু হয় 2 মজদুরের ! বিস্তারিত খবরটি জে

  6. Pingback: NHAI Corridor :- নতুন করিডোরে খরচ 10247 কোটি টাকা ! যোগ হবে বাংলার দুই প্রান্ত ! সরকারের বিরাট অনুমোদন !

  7. Pingback: Eid Accident - ঈদের নামাজ পড়ে আসার সময় ভেলুরডাবরীর এক পুকুরে মৃত্যু হয় 2 মজদুরের ! বিস্তারিত খবরটি জেনে

  8. Pingback: Hawkers Eviction:- বেআইনিভাবে দখলদার জমি উচ্ছেদে নামল বুলডোজার ! শহরাঞ্চলের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিরা

  9. Pingback: Poor Rail facility :- রেলওয়ে পরিষেবার বেহাল পরিস্থিতি , এই নিয়ে বিক্ষোভ নিত্য যাতায়াতকারীদের ...

  10. Pingback: One8 Commune :- হায়দ্রাবাদে আরও এক নতুন রেস্টুরেন্ট খুললেন বিরাট কোহলি ! হোটেলের রেসিপি লোকেদের নজর কাড়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top