Gold Price Today :- বিশ্ববাজারে সোনার দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ! প্রশ্ন, ধনতেরসের আগে সোনার দাম কমবে কী ?

Gold Price Today

Gold Price Today :- বিশ্ববাজারে ধনতেরসের আগেই সোনার দামের ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে । ফলে সাধারণ মানুষেরদের পক্ষে সোনা ক্রয় করা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে । লোকমুখে একই কথা শোনা যাচ্ছে,ধনতেরসের আগে সোনার দাম কমতে পারে কী ? বৃহস্পতিবারে কলকাতায় সোনার দাম কত টাকায় পৌঁছেছে , ইতিমধ্যেই তা জেনে নিন ।

ইসরাইলের সঙ্গে হামাসের প্রবল সংঘর্ষ ও মার্কিন নির্বাচনে বাজারে অনিশ্চয়তার কারণে সোনা ও রুপোর দাম সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি পেয়েছে । এরই মাঝে অতিশীঘ্রই আসতে চলেছে ভারতীয় সাংস্কৃতিক দীপাবলীর মরশুম অপরদিকে বিশ্ব বাজারে বাড়তেই চলেছে সোনা ও রুপোর দামও । চলতি বছরের সোনার দামের ব্যাপক বৃদ্ধি বিগত 45 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড পেরিয়ে গেছে । যার ফলে দেশের সাধারণ মানুষের পক্ষে স্বর্ণ ক্রয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে ।

সোনার দাম বেড়েই চলেছে ! বিগত 45 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি !

সোনা ও রুপোর দাম সর্বোচ্চ হারে বৃদ্ধি পাওয়ায় ভারতের খুচরো ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘ বিশ্বব্যাপী উত্তেজনা ও বাজারের অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে সোনা ও রুপো উভয়েরই দাম সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি পেয়েছে ।’ ভারতীয় বাজারে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,850 টাকা । ভারত সরকারের 0.3 %GST যোগ করে এর মূল্য দ্বারা 80,185.50 টাকা । পাশাপাশি প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 70,076 টাকা । এর সাথে ভারত সরকারের 0.3 % GST যোগ করে এর মূল্য দ্বারা 72,178 টাকা ।

অপরদিকে পাকা হলুদ সোনার পাশাপাশি হলমার্ক যুক্ত সোনার দামও সর্বপ্রথম 74,000 টাকা ছাড়িয়েছে । ভারত সরকারের 0.3 % সুদ যোগ করে এর মূল্য দাঁড়ায় 76,220 টাকা । বাজারের বিশেষজ্ঞ ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে বাজারে প্রতি আউন্স সোনার দাম $3000 টাকারও উর্ধ্বে ছাড়িয়ে যেতে পারে ।

স্বর্ণবাজারে সোনা ও রুপোর দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ লোকেদের মতে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর বিনিয়োগের পাশাপাশি সোনা বিনিয়োগ করাও মাহাত্মপূর্ণ বলে মনে করেন ।

গত ছয় মাসের মধ্যেই রুপো 17,000 টাকা বৃদ্ধি ! সোনার পাশাপাশি রুপোর দামও লাখের গণ্ডি পেরিয়েছে !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top