কলকাতা :- গত 2021 ও 2022 সালের CRPF কনস্টেবল ও CAPF কর্মীদের জাল সার্টিফিকেটের দ্বারা নিয়োগকার্য নিয়ে Calcutta High Court অভিযোগ উঠেছে । বেআইনি মূলক নিয়োগ নিয়ে Calcutta High Court বিরাট তোড়জোড় চলছে । বিভিন্ন রাজ্যের যুবক-যুবতীরা বেআইনিভাবে জাল সার্টিফিকেটের দ্বারা চাকরি পেয়েছেন । ফলে বেশ কিছু যুবক-যুবতীরা এই চাকরি থেকে বঞ্চিত হয়েছেন । এই বেআইনি অভিযোগের বিরুদ্ধে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় স্টাফ সিলেকশন কমিশনের 2021 থেকে 2022 সালের প্রায় সাড়ে 9 হাজার নিয়োগ কার্য বাতিল করার নির্দেশ দিয়েছেন এবং অতি শীঘ্রই রাজ্য সরকারকে সমস্ত রিপোর্ট সিবিআইয়ের হাতে দেওয়ার নির্দেশ দিয়েছেন ।
*আরও পড়ুন :- দেশজুড়ে আরজি করের ঘটনা এক বিশাল রূপ ধারণ করল ! এর পেছনের রহস্য কি তাড়াতাড়ি জানুন !
বিশেষত 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় সাড়ে 9 হাজার CRPF ও CAPF কর্মীদের নিয়োগকার্য শুরু হয় । পশ্চিমবঙ্গ রাজ্যে শূন্যপদে 2021 সালের 3 হাজার ও 2022 সালের 6 হাজার কর্মী নিয়োগ শুরু হয় । কিন্তু এখনও পর্যন্ত 2021 সালে মাত্র 1,500 এবং 2022 সালে 3,627 পদে কর্মী নিয়োগ করা হয়েছিল । বাকি পদগুলি এখনো শূন্যই রয়েছে । তাই রাজ্য সরকারের বেয়াইনিমূলক নিয়োগ কার্যের বিরুদ্ধে সুপ্রতিভ পাল ও রাহুল মাঝি কলকাতা হাইকোর্টে হাজির হন ।
হাইকোর্টের অন্যতম আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন , “বহু CRPF কনস্টেবল কর্মীরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন । তাই এদের চাকরি বাতিল করা হলে রাজ্যের বহু যোগ্য প্রার্থীরা চাকরি পেতে পারে । ইতিমধ্যেই আদালতে দায়ের হওয়া ভূয়ো সেনাবাহিনী নিয়োগ কার্য নিয়ে সিবিআই তদন্ত শুরু করেছে । তদন্তে সমস্ত রিপোর্ট পাওয়ার জন্য সময় দেওয়া হোক সিবিআইকে ।”
*পড়তে থাকুন :- বাংলাদেশের অর্থনীতি ক্রমশও পিছিয়ে ! গভীর চিন্তায় মুহাম্মদ ইউনুস !
জাল সার্টিফিকেটে কর্মী নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ পক্ষে কৌশিক মাইতি বলেন , “উল্লিখিত বছরগুলিতে বিহার ও উত্তর প্রদেশের বহিরাগতরা পশ্চিম বাংলার স্থানীয় বাসিন্দাদের বঞ্চিত করে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি দখল করেছিল । পশ্চিমবাংলার আইনজীবীরা এই নিয়ে লড়াই গুরু করে জাল সার্টিফিকেটে চাকরিপ্রার্থীদেরকে থানায় দেওয়া হয় । তাদের বিরুদ্ধে FIR ও দায়ের করা হয় এবং রাজ্যের সমস্ত SDO অফিস গুলিতে অভিযান চালানো হয় । Calcutta High Court এই মামলার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এবং সিবিআইসূত্রে তদন্ত চালানো হয় । তদন্তে 5500 জন জাল CRPF কনস্টেবল কর্মীদের তালিকা প্রকাশ হয় ।
তাই আমরা চাই , উক্ত বছরগুলিতে তালিকায় প্রকাশিত বেআইনিভাবে নিয়োগ করা 5500 জন চাকরিপ্রার্থীদের পরিবর্তে বাংলার যোগ্য চাকরি প্রার্থীরা পাক । তাই আজই হাইকোর্টের সঠিক রায় ঘোষণাকে সকলে মিলে স্বাগত জানাচ্ছি ।”