Chicken Price :- 120 টাকারও বেশি কমল মুরগির মাংসের দাম ! বিরাট স্বস্তি মিলল চিকেন রসিকদের !

কলকাতা :- এক লাফে Chicken Price কমায় চিকেন রসিকদের বিরাট স্বস্তি মিলছে । প্রত্যেক বছরের ন্যায় চলতি বছরেও অত্যাধিক গরম এবং শ্রাবণ মাস শুরু হওয়ার দরুন অধিকাংশ সম্প্রদায়গুলি নিরামিষ খাবার খান । এছাড়াও আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোন বিশেষ মহোৎসব নেই । তাই মাংসের দাম অত্যাধিক থাকলে মধ্যবিত্ত মানুষের কাছে সমস্যা হয়ে দাঁড়াবে । এই পরিপ্রেক্ষিতে মুরগির মাংসের দাম 120 টাকারও বেশি দাম কমল

চলতি বছরের আবহাওয়া পরিবর্তনের কারণে বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় অর্থাৎ ফল , মূল , আলু , পেঁয়াজ , শাকসবজি , মাছ প্রভৃতি জিনিসের দাম বাড়ছে । এরই মাঝে স্বাধীনতা দিবসের উপলক্ষে মুরগির মাংসের দাম কমায় মাংসপ্রিয় রশিদদের কাছে কিছুটা স্বস্তি মেলে । অপরদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য স্থানীয় বাজারগুলিতে Task force নেমেছে । তাই উক্ত পরিস্থিতির সাপেক্ষে রাজ্যে পোল্ট্রি মুরগির দাম একলাফে কলকাতার বাজারে 100 টাকা কমায় জনগণের মুখে হাসি ফোটে ।

এছাড়াও চলতি সপ্তাহে Skin ছাড়া মুরগির মাংসের দাম প্রতি কেজিতে 100 থেকে 120 টাকা হ্রাস পেয়েছে । পাশাপাশি পোল্ট্রিরও দাম কমেছে । তার কারণ গত মাসে বাজারগুলিতে মুরগিতে Birds Floo নামক ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল । এর ফলে কিছুদিন আগে কলকাতার Park Circus Nursing Home -এ মুরগির মাংস খেয়ে 6 জন অসুস্থ হয়েছিল । সেই সময় থেকেই শহরাঞ্চল গুলিতে এই নিয়ে গুজব ছড়াতে শুরু করে । সেই ঘটনার উপর ভিত্তি করে বর্তমান রাজ্যে মুরগির মাংসের দাম কম করা হয়েছে বলে মনে করা হয় । মুরগির মাংসের দাম প্রত্যেক কেজিতে 120 টাকারও বেশি কমে যাওয়ায় স্থানীয় বাজারগুলিতে হরদম মাংস বিক্রয় হচ্ছে । পূর্বাভাস আছে মুরগির মাংসের দাম কমায় পোল্ট্রি মুরগির ডিমেরও দাম কমতে পারে ।

অপরদিকে চলতি সপ্তাহের Skin সহ মুরগির মাংসের দাম প্রতি কেজিতে 60 থেকে 70 টাকা হ্রাস পেয়েছে । ফলে জনগণের স্বস্তি পাওয়ায় সংলগ্ন বাজারগুলিতে ব্যাপকভাবে বিক্রি বাড়ছে । এছাড়াও আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোন বিশেষ মহোৎসব নেই । তাই মাংসের দাম অত্যাধিক থাকলে মধ্যবিত্ত মানুষের কাছে মুরগির মাংস ক্রয় করা সমস্যা হয়ে দাঁড়াবে । এরপরেও চলতি সপ্তাহে মুরগির মাংসের দাম বেশি থাকলে Task force এর কর্মীদের প্রবলভাবে নজর থাকবে বাজার গুলির ওপর । তাই এসবের পরিপ্রেক্ষিতে মুরগির মাংসের দামে হ্রাস হয় ।

পশ্চিমবঙ্গে গত জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহেও Dressed Broiler Chicken Price প্রতি কেজিতে 300 টাকা বিক্রি হচ্ছিল এবং Whole Chicken প্রতি কেজিতে 180 টাকা বিক্রি হচ্ছিল । তাই বাজারগুলিতে Task force এর কর্মীদের প্রবলভাবে নজর থাকার কারণে গত রবিবার Dressed Broiler Chicken এর দাম কমে গিয়ে প্রতি কেজিতে 190-180 টাকা দাঁড়ায় এবং Whole Chicken এর দাম প্রতি কেজিতে 120-110 টাকা কেজিতে পৌঁছায় । এর ফলে Chicken Price হ্রাস করার বিরুদ্ধে মুরগি সরবরাহকারী ডিলাররা ধর্মঘট করেন । কিন্তু কোন লাভ হয়নি, উল্টো দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কায় মুরগির মাংসের দাম কমে গিয়েছে

Please enable JavaScript in your browser to complete this form.
Name
Chicken Price Slashed

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top