Delhi Wakof Property :- দিল্লির ওয়াকফ জমিগুলিতে 6 টিরও বেশি মন্দির স্থাপন ! মন্দির স্থাপনের বিরুদ্ধে সরকারের কি মতামত ? না জেনে নিন !

Delhi Wakof Property

Delhi Wakof Property ( দিল্লি ) :- পূর্বতন সময় থেকেই দিল্লির বেশ কয়েক জায়গায় মন্দির স্থাপন করা হয়েছিল । যা বর্তমানে দিল্লি সরকার তদন্তে সেগুলিকে ওয়াকফ জমি বলে ঘোষণা করেছেন । দিল্লী সরকারের তদন্ত সূত্রে সমগ্র দিল্লি জুড়ে প্রায় 6 বেশি মন্দির ওয়াকফ জমিতে রয়েছে বলে জানিয়েছে । বর্তমানে এই মন্দিরগুলি স্থাপনের বিরুদ্ধে নানান সমালোচনা চলছে ।

বর্তমানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে Delhi Wakof Property দখলের বিষয় নিয়ে নানান তর্ক-বিতর্ক চলছে । সরকারের তদন্ত সূত্রে, দিল্লির সংখ্যালঘু বোর্ড ফান্ডিং ইউনিয়নের চেয়ারম্যানের ওপর দাবি করা হয়েছিল যে এই ওয়াকফ গুলিতে সমগ্র দিল্লি জুড়ে 6 এরো বেশি মন্দির স্থাপন করা হয়েছিল । যদিও সরকারের এই দাবি সেই মন্দিরগুলির প্রশাসন সরাসরি প্রত্যাখ্যান করেন । তারা বলেন, পুরাতন কাল থেকেই অর্থাৎ ওয়াকফ বোর্ড গঠনের আগে থেকেই এখানে মন্দির স্থাপন করা হয়েছিল ।

সংখ্যালঘু প্রশাসন সরকারের এই দাবি প্রত্যাখ্যান করায়, দিল্লির পশ্চিম প্রান্তে এবং পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়, যদিও 2019 সাল থেকেই এই ওয়াকফ জমিগঠন আইন নিয়ে দেশজুড়ে দারুন হইচই শুরু হয়েছিল । এই হইচই এর মাঝে এক প্রতিবেদনে উঠে আসে যে, দিল্লির কিছু ওয়াকফ জমিগুলিতে মন্দির স্থাপন করা হয়েছে ।

বাংলাদেশ বাসিন্দা মোহাম্মদ আলমগীর দিল্লিতে গিয়ে ভারতবিরোধী পোস্ট করলেন ! ভিসা বাতিলের পাশাপাশি বাংলাদেশে ফেরত পাঠানো হল !

এরই মাঝে নিউস 18 ভারতের সংবাদ মাধ্যম দিল্লির সমস্ত সনাতনী হিন্দু মন্দিরগুলিতে মন্দির গুলো বাস্তবতা জানতে তদন্ত শুরু করে । তদন্ত করার সময় নিউজ 18 সেই মন্দিরের এক ট্রাস্টি মদন ভুটানি নামক এক হিন্দু পুরোহিতের কাছে জানতে পারা হয় যে, দিল্লির যে সমস্ত মন্দিরগুলিকে সরকার ওয়াকফ জমি বলে চিহ্নিত করছেন । সেই জমিগুলি আসলে বহু পূর্বে 1958 সালেই ভারত সরকারের কাছে কেনা হয়েছিল । এরপর 1961 সাল থেকে মন্দির গুলির ভিত্তি প্রস্তুত করার নির্মাণকার্য শুরু হয়েছিল তৎকালীন ক্ষমতায় থাকা মন্ত্রীর সময়কালে । পাশাপাশি একটি পাথরও স্থাপন করা হয়েছিল ।

বায়তুল মুকাররম নামাজ পড়া নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ ! দুর্ঘটনায় আহতদের সংখ্যাও ব্যাপক !

সরকারের এই ওয়াকফ জমির দাবির পরিপ্রেক্ষিতে সেই অঞ্চলগুলির ভুটানিরা বলেন যে , ওয়াকফ জমি নামক আইনটি এই প্রথমবারের মতো শোনেন । দিল্লির এই পূর্বতন সময়ে স্থাপন করা মন্দিরগুলির সঙ্গে ওয়াকফের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন । তারা আরও বলেন, “ওয়াকফ জমি সংক্রান্ত বিষয়টি বিশেষত ভারত সরকারের সাথেই আলোচনা করা আবশ্যক ।” যেই সময়কালীন সরকারের আইনের প্রেক্ষাপটে এই মন্দিরগুলি স্থাপনের অনুমতি গ্রহণ করা হয়েছিল । এমনকি তারা এও বলেন যে, তাদের কাছে সমস্ত জমির কাগজপত্র রয়েছে সরকারের যখনই প্রয়োজন হবে, সেই কাগজপত্র অনাসয়েই তারা দেখাতে ইচ্ছুক ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Delhi Wakof Property :- দিল্লির ওয়াকফ জমিগুলিতে 6 টিরও বেশি মন্দির স্থাপন ! মন্দির স্থাপনের বিরুদ্ধে সরকারের কি মতামত ? না জেনে নিন !”

  1. Pingback: Train Accident In kanpur :- কানপুরের দুষ্কৃতীদের ট্রেন উল্টে দেওয়ার চেষ্টা ! ষড়যন্ত্রে ট্র্যাকের ওপর LPG সিলিন্

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top