Dedicated Railway Test Track :-“রাজস্থানে তৈরি 820 কোটির ডেডিকেটেড রেলওয়ে ট্র্যাক!” এই ট্র্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা জানেন কী!

Dedicated Railway Test Track :- ভারতীয় রেল সরকারের অধীনে রাজ্যের স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন চলাচলের সুবিধার্থে ন্যূনতম ‘ডেডিকেটেড রেলওয়ে টেস্ট ট্র্যাক’ রুট ব্যবস্থার পরিকল্পনার নিয়েছেন । ভারতীয় রেল সরকারের কাছে এটি খুবই পরিচিত একটি শব্দ । এটি ভারতের রাজস্থান শহরে সর্বপ্রথম তৈরি করা হচ্ছে । তাই অনেকের মনেই প্রশ্ন আসছে, সাধারণ ট্র্যাকলাইন থাকা সত্ত্বেও, এই ন্যূনতম ডেডিকেটেড রেলওয়ে টেস্ট ট্র্যাকের প্রয়োজন কী ? আসুন জেনে নিই রেল সরকারের এই গুরুত্বপূর্ণ ভূমিকার অবদান কী ?

ভারতীয় ট্র্যাক লাইনে এই ‘ডেডিকেটেড রেলওয়ে টেস্ট ট্রাক’ পরিকল্পনাটি একেবারেই নূন্যতম । ভারতীয় রুটগুলিতে ট্রেন চলাচলের সুবিধার্থে রাজস্থানে এটি সর্বপ্রথম তৈরি করা হচ্ছে । আঁকাবাকা সম্মত 60 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এই টেস্ট ট্র্যাকটি । খবরমাধ্যমে রেল কর্মীরা জানিয়েছেন, আগামী 2025 সালের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে ।

ভারতীয় রেল সরকারের অধীনে এই পরিকল্পনাটি রোলিং স্টক পরীক্ষার জন্যই তৈরি করা হচ্ছে । ট্রাকটি সম্পূর্ণভাবে সোজা না হলেও আঁকাবাঁকা সম্মত 60 কিলোমিটার দীর্ঘ পর্যন্ত বিস্তৃত হবে ।

গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা ! বুলেট ট্রেনের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ায় আহত 3-4 জন শ্রমিক !

* ‘Dedicated Railway Test Track’ আঁকাবাঁকা থাকার কারণ কি ?

রেলেওয়ের রুটগুলিতে এই টেস্ট ট্র্যাকগুলি আঁকাবাঁকা থাকার কারণ হল, যাতে চলাচলের সময় গতি না কমিয়ে ট্রেনটি ট্র্যাকের উপর দিয়ে কিভাবে যাতায়াত করে, সেটাই পরীক্ষা করা । এরপর সেই ট্র্যাকলাইনের কাজ সম্পন্ন হলে পরে এমনও ট্রেন আছে যেটি ঘন্টায় প্রায় 230 কিলোমিটার গতিতে চলাচল করবে, তা পরীক্ষা করা ।

ভারতীয় রেল সরকারের অধীনে এই প্রকল্পটি জন্য প্রায় 820 কোটি টাকা খরচ করা হচ্ছে । রাজস্থান সহ দেশের আরও 7 টি বৃহত্তম স্টেশনগুলিতে এই ডেডিকেটেড টেস্ট ট্র্যাক পরিকল্পনাটি বাস্তবায়িত করা হবে । প্রত্যেকটি বৃহত্তম স্টেশনেই থাকছে ডিজিটাল সিগনালসহ অত্যাধুনিক পরিষেবাভিত্তিক ট্র্যাক ব্যবস্থা ।

‘ডেডিকেটেড টেস্ট ট্র্যাক’ পরিকল্পনাটি ভারতে সর্বপ্রথম না হলেও রেল সরকারের কাছে এটি খুবই পরিচিত একটি পরিকল্পনা । তবে এটি ভারতের রাজস্থানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টেস্ট ট্র্যাক হতে চলেছে । ভারতীয় রেল সরকার জানিয়েছেন, এই পরিকল্পনাটি আধুনিক জগতে রেলের অগ্রগতির পরিপ্রেক্ষিতে এক মাইলফলক হিসেবে বৃহত্তর ভূমিকা রাখবে ।

ট্রেনে আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে থাকলে, TTE -কে জানাতে নিম্নলিখিত SMS গুলি করুন !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top