Bangladesh Electricity :- ‘দয়া করে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখুন !’ আদানির কাছে সময় ভিক্ষা ইউনুস সরকারের !

Bangladesh Electricity

Bangladesh Electricity :- বিগত সময় ধরে বাংলাদেশ ভারতের বকেয়া প্রাপ্য 70 কোটি ডলার পরিশোধ করার নির্দেশ দিয়েছিলেন । কাজেই বাংলাদেশ সরকার যদি বকেয়া বিল পরিশোধ করতে না পারেন, তাহলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের বিদ্যুৎ সরবরাহ চেয়ারম্যান গৌতম আদানি । আদানির দেওয়া এই হুমকির জেরে বাংলাদেশের মুহাম্মদ ইউনুস সরকারের রাতের ঘুম উড়ে যায় । ইতিমধ্যেই বাংলাদেশ সরকার বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে ও বকেয়া পাওনা দ্রুত মেটানোর জন্য কিছুদিনের সময় ভিক্ষা চেয়েছেন আদানির কাছে ।

গত শনিবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে জানা গিয়েছে, বিগত সময় ধরে বাংলাদেশ ভারতের বকেয়া প্রাপ্য 70 কোটি ডলার পরিশোধ করার জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে আগামী 7 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন । কাজেই এই তারিখের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের পাওনা পরিশোধ করতে না পারেন, তাহলে ঝাড়খন্ডের গোড্ডা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে । যদিও বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকে কাটছাঁট করে অর্ধেকে নামিয়ে দেওয়া হয়েছে ।

আদানির দেওয়া এই হুমকির জেরে বাংলাদেশের মুহাম্মদ ইউনুস সরকারের রাতের ঘুম উড়ে যায় । বাংলাদেশ সরকারের রীতিমতো ভয়ে আতঙ্কিত হয়ে আছেন । তাদের মনে একটাই ভয়, আদানির বিদ্যুৎ সরবরাহ থেকে বাংলাদেশকে যদি বিচ্ছিন্ন করা হয় , তাহলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অন্ধকারে ডুবে যাবে । তাই Bangladesh Electricity থেকে বিচ্যুত না করার প্রতিরোধের মুখে পড়েই ইউনুস সরকার আসরে নেমে আদানির কাছে কিছুদিনের সময় ভিক্ষা চান

“আফ্রিকার ভাঙনে নতুন সমুদ্রের আবির্ভাব !”

এর ভিত্তিতে ইউনুস সরকার দিল্লির ভারতীয় বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করেন । কিন্তু উক্ত যোগাযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদি সরকার স্পষ্টভাবে জানিয়ে দেন যে, “বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আদানি পাওয়ারের চুক্তির পেছনে দিল্লির কোন ভূমিকা নেই । তাই এই বিষয়ে মোদি সরকারের হস্তক্ষেপ করা কোনোক্ষেত্রেই সম্ভবপর নয় ।”

মোদি সরকারের এই রূপ মন্তব্য শোনার পর ইতিমধ্যেই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আদানি পাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং ধার পরিশোধের জন্য কিছুদিনের সময় ভিক্ষা চান । এই সময় ভিক্ষা একদিন-দুই দিন নয় বেশ কয়েকদিন চাওয়া হয় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের থেকে । পাশাপাশি এও দাবি করেছিলেন, দয়া করে আগামী 7 নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখুন ।

এরপর গত রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নরম কন্ঠে সাংবাদিকদের তিনি বলেন, গত আগস্ট মাসে বাংলাদেশের বিদ্যুৎ পরিচালক আদানি পাওয়ারকে 10 কোটি ডলার দেওয়া হয়েছিল । কিন্তু বকেয়া পরিশোধ হিসেবে 70 কোটি ডলার মেটানোর জন্য বাংলাদেশ সরকার একান্তভাবে চেষ্টা করছেন ।

ভারতীয় ভিসা বাতিলে যাত্রী সংকট বাংলাদেশের এয়ারলাইন্সগুলিতে !

“হাসিনার ফাঁসির সিদ্ধান্ত !.. রাষ্ট্রপুঞ্জকে জানাল ইউনুস সরকার !”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top