Bangladesh Airlines :- ভারতীয় ভিসা বাতিলে যাত্রী সংকট বাংলাদেশের এয়ারলাইন্সগুলিতে !

Bangladesh Airlines

Bangladesh Airlines :- 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের পূর্ববর্তী সরকার শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সঙ্গে ভিজা কার্যক্রম বন্ধ করে দেয় । সীমিত পরিমাণে ভিসা ব্যবহার চালু হলেও জমে থাকা পাসপোর্ট বইগুলি যাত্রীদের ফেরত দেওয়া হয় । ফলে দেশের অর্ধেক শতাংশেরও বেশি মানুষ ফিরিজে ফিরিয়ে দেওয়া পাসপোর্ট ভিসা থেকে বঞ্চিত হন ।

অন্তর্বর্তী সরকারের নানান পদক্ষেপ এর দারস্তে ভারত বাংলাদেশের বেশিরভাগ সংখ্যক যাত্রীদের ভিসা বাতিল করে দেয় । ফলে Bangladesh Airlines গুলিতে যাত্রী সংকট দেখা দেয় । তবে কিছু সংখ্যক মানুষের ভিজা থাকা সত্ত্বেও এয়ারপোর্টের আটক ও হয়রানির আতঙ্কে ভারতমুখী হতে পাচ্ছেন না । তাই পূর্বের তুলনায় বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন দেশগুলিতে জনসাধারণের যাতায়াতে বিরাট হ্রাস দেখা গিয়েছে ।

বাংলাদেশের ঢাকা জেলা থেকে অন্তর্গামী কলকাতা, দিল্লি ও মুম্বাইসহ ভারতের অন্যান্য শহরগুলিতে আসা এয়ারলাইন্সগুলির মধ্যে রয়েছে- বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার, ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো । ভারত সরকার বাংলাদেশের বহু সংখ্যক মানুষের ভিসা বাতিল করায় ভারত থেকে বাংলাদেশ যাতায়াতকারি জনগণের পক্ষে যাতায়াত কঠিন হয়ে পড়েছে । যদিও কিছু সংখ্যক মানুষদের ভিসা কার্যক্রম চালু রয়েছে । যেই ভিসা প্রাপ্ত লোকগুলি বাংলাদেশের চিকিৎসক ও স্টুডেন্টরাই ।

হাসিনা সরকারের পূর্ববর্তী জাতীয় ছুটি বাতিল ! সিদ্ধান্ত বরাদ্দ বাংলাদেশ সরকারের !

বাংলাদেশের খবর মাধ্যমে জানা গিয়েছে, পূর্বের তুলনায় বাংলাদেশের এয়ারলাইন্স গুলি ঢাকা থেকে ভারতের কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লী চলাচলকারী যাত্রীদের মধ্যে প্রায় 50 শতাংশই ঘাটতি দেখা দিয়েছে । বর্তমানে ঢাকা থেকে কলকাতা যাতায়াতকারী রুটের নগদ ভাড়া সাড়ে 12 থেকে 17 হাজার টাকা । যাত্রী সংকটে এয়ারলাইন্স গুলির পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে মাত্র 12 জন যাত্রীদের নিয়েই ভারতের পথে রওনা দিতে হয় । এমতাবস্থায় বাংলাদেশের এয়ারলাইন্সগুলির আর্থিক পরিস্থিতি খুবই জটিল হয়ে পড়েছে ।

এছাড়াও যাত্রী সংকটের পরিস্থিতিতে বিভিন্ন এয়ারলাইন্স সংস্থাগুলি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভারত-বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভিসা বাতিল করে দেয় । যদিও বর্তমানে স্বল্প সংখ্যক ভিসা কার্যক্রম চালু হয়েছে । যেখানে মেডিকেল বিভাগ ও শিক্ষার্থীরা ভিসা প্রাপ্ত রয়েছে । এমতাবস্থায় যারা ভ্রমণ কিংবা অন্যান্য কাজের পরিপ্রেক্ষিতে ভারতে যাতায়াতের পরিকল্পনা নিয়েছেন বর্তমানে তারাও ভিসা থেকে বঞ্চিত হচ্ছে । যার জন্যই এয়ারলাইন্স গুলিতে যাত্রী সংকট দেখা দিয়েছে ।

 মোহাম্মদ ইউনূসের করা পদক্ষেপ ! বাংলাদেশ ছাত্র লীগের কোন সদস্য চাকরি পাবেন না !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top