Arvind kejriwal (দিল্লী) :- দিল্লির এক আলোচনা সভায় মুখ্যমন্ত্রী অতিশী হাউসে বলেছিলেন যে, দিল্লির জনসাধারণ নাকি কেজরিওয়ালের বিরুদ্ধে ‘বিজেপির তৈরি করা ষড়যন্ত্র’ । উক্ত বিষয়টিকে তিনি পূর্বের ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদের উত্তরাধিকারি বলে অভিহিত করেছেন ।
গত শুক্রবার দিল্লি বিধানসভার দ্বিতীয় দিনের অধিবেশনে আলোচনাসভার শেষ প্রান্তে এক ভাষণে , অরবিন্দ কেজরিওয়াল তার পরাজয় ধামাচাপা দেওয়ার জন্য বিজেপির ওপর কটাক্ষ উক্তি করে বলেন যে- ভোটের তালিকা বিষয় নিয়ে বিজেপি কারচুপি করেছে । এমনকি বিজেপি গণতন্ত্র নষ্ট করছেও বলে অভিযোগ করেছেন ।
এর পাশাপাশি কেজরিওয়াল ভারতবর্ষে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপব্যবহারের উপরেও মন্তব্য করে ভারতীয় RSS দলের প্রধান মোহন ভগবদের কাছে তার একটি চিঠি উল্লেখ করেন । সেই চিঠিতে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন যে, ” তিনি কি ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের অন্তর্ভুক্ত করতে সহমত রয়েছেন কি না ? নাকি ভারতীয় ED এবং CBI কর্মীদেরকে টাকা দিয়ে প্রলুদ্ধ করে কিংবা অন্য দলকে ভয় দেখিয়ে বিচ্ছিন্ন করে তাদের নিজের দলে নিয়ে আসার জন্য বাধ্য করেন ।”
“Hypocrisy at its Wrost” :- UNGA তে কাশ্মীরের বিবৃতি নিয়ে PAK প্রধানমন্ত্রীকে কটাক্ষ মন্তব্য !
এর পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এরকম 25 টি রত্ন রয়েছে । যা তিনি অন্য দল থেকে কারচুরি করে সংগ্রহ করেছেন । তারা নাকি মোদিজীর খুব ঘনিষ্ঠ । কারণ , তাদের সমস্ত দুর্নীতিগ্রস্ত কার্যক্রম নাকি তিনি ধুয়ে ফেলেছেন ,এমনকি সমস্ত বেআইনিমূলক মামলাও নাকি মুকুব করে দিয়েছেন ।”
“এরকম বাজে রাজনীতি আমি কোনদিনও করিনি… বিগত 10-12 বছর ধরে রাজনীতি করে এসেছি কিন্তু এরকম নোংরা রাজনীতি আগে কখনো দেখিনি । তাই আমি এই দেশের জঘন্য রাজনীতি পরিষ্কার করার জন্য গভীরভাবে চেষ্টা করব এবং পুনরায় ভারতে এক স্বচ্ছন্দ্যপূর্ণ রাজনীতি নিয়ে আসবো । বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অতিশী হাউজে বলেছিলেন যে, দিল্লির জনসাধারণ কেজি ওয়ালের বিরুদ্ধে “বিজেপির তৈরি করা ষড়যন্ত্র” সাথে লড়াই করবে । পাশাপাশি দিনে কেউ আশ্বাস দিয়েছেন যে আসন্ন নির্বাচনে দিল্লির জনসাধারণ অরবিন্দ কেজরিওয়ালকে 70 টি আসনে জয়যুক্ত করে পুনরায় মুখ্যমন্ত্রীর পদে নিয়ে আসতে ইচ্ছুক ।