Arvind Kejriwal ! Arvind kejriwal Delhi :- সুপ্রিম কোর্টের রায়ে অরবিন্দ কেজরিওয়াল জামিন ঘোষণা !

Arvind Kejriwal :- গত 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির পর আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন ঘোষণা করা হয় । সংবাদ মাধ্যম PTI এর খবর সূত্রে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফে বেল ঘোষণা এবং দিল্লির নানান ধরনের বেআইনিমূলক কার্যক্রমের প্রতিবাদে অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই এর গ্রেফতার করার চ্যালেঞ্জের বিরুদ্ধে দুটি আবেদন করা হয়েছিল ।

তারপর গত বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের রায় শুনানি হয় এবং জামিন দেওয়ার সিদ্ধান্তে পরিণত হয় । দিল্লির নানান ধরনের বেআইনি মূলক আবগারী নীতির অভিযোগে চলতি বছরের 21 মার্চ ইডির তদন্তে গ্রেপ্তার করা হয়েছিল । যেখানে সুপ্রিম কোর্ট গত জুলাই মাসে তাকে জামিন প্রাপ্ত ঘোষণা করেন ।

পড়তে থাকুন :রাজ্যপাল সামাজিকভাবে মমতা ব্যানার্জীকে বয়কটের দাবি ঘোষণা করলেন !

হেফাজতে থাকা সত্ত্বেও আরও অন্যান্য অভিযোগসূত্রে CBI এর তদন্ত করার পর 26 শে জুন অরবিন্দ কেজরিওয়াল দ্বিতীয়বার গ্রেফতার হন । যেই গ্রেফতারি মামলায় তার বিরুদ্ধে 2021 থেকে 22 সালে চলাকালীন সময়ে নানান ধরনের বেআইনিমূলক আবগারি দুর্নীতির অভিযোগে তিনি গ্রেফতারিত হন ।

এছাড়াও তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের দায়ের করা মামলায় জামিন মুক্ত হওয়ার পর অন্তত 6 মাস নির্বিচারে জেলে আবদ্ধ থাকার পর দিল্লির আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার করার পাশাপাশি তার সাথে জড়িত আবগারি মামলা সংক্রান্ত বিষয়ে মদ কেলেঙ্কারি দুর্নীতির মামলায় আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী স্বতেন্দ্র জৈন এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং প্রমুখ ।

আরও পড়ুন :- ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ধ্বসের বিরুদ্ধে মুম্বাইয়ে , মহারাষ্ট্রে “Hit With Footwear” বিক্ষোভ মিছিল !

এর আগেও দিল্লির আমআদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া উক্ত দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে 530 দিন কারাগারে বন্দি থেকে গত 9 আগস্ট শুক্রবার জামিন পেলেন । এদিনই তার পাশাপাশি উক্ত দুর্নীতি মামলায় জড়িত স্বতেন্দ্র জৈন এবং সঞ্জয় সিং কেও জামিন মুক্ত করা হয়।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

 

 

 

 

 

2 Trackbacks / Pingbacks

  1. Mamata Banerjee :- রাজ্যপাল সামাজিকভাবে মমতা ব্যানার্জীকে বয়কটের দাবি ঘোষণা করলেন ! - Sambad Taranga
  2. Sanjay Roy Narco Test , What Is A Narco Test ? নারকো টেস্টের সাহায্য দ্বারা সঞ্জয়ের পর্দা ফাঁস করল CBI ! - Sambad Taranga

Leave a Reply

Your email address will not be published.


*