Amrita Bharat Project :- অমৃত ভারত প্রকল্পের অধীনে কেরালায় 15 টি স্টেশন তৈরি ! 2025 এর শুরুতেই (January) কাজ সম্পন্ন !

Amrita Bharat Project

Amrita Bharat Project :- ভারতীয় রেল সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নতমানের রেলস্টেশন তৈরি করার অমৃত ভারত প্রকল্পের অধীনে কেরালায় প্রায় 15 টি নতুন রেলস্টেশন তৈরি করার পরিকল্পনা নিয়েছে । অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনগুলি আগামী 2025 সালের জানুয়ারি মাসের মধ্যেই বেশিরভাগ স্টেশনগুলোর কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন ভারতীয় রেল উন্নয়ন কর্মীরা ।

সমগ্র ভারত জুড়ে দেশের প্রায় 1,309 টি স্টেশনের মধ্যে 508 টি উন্নত মানের প্রযুক্তিগত স্টেশনগুলির মধ্যে এই প্রকল্পটির ভূমিকা বৃহত্তর । এদের মধ্যে পালাক্কাদ বিভাগের অন্তর্গত নির্মাণসূত্রে জানানো হয়েছে, রেল সরকারের কেরালার অন্তর্গত 15 টি নতুন নির্মিত স্টেশন গুলির মধ্যে কান্নুর বাদে অন্যান্য স্টেশন গুলির কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন ।

খবরসূত্রে এও জানা যায়, কান্নুর বাদে অন্যান্য স্টেশন গুলির কাজ বর্তমানে প্রায় 80 শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে । কান্নুর স্টেশনের প্ল্যাটফর্মের কাজ এখনও অব্দি শুরু হয়নি । কারণ, অন্যান্য স্টেশন গুলির তুলনায় কান্নুর স্টেশনটি নির্মাণে সর্বোচ্চ পরিমাণে 31.23 কোটি টাকা পাওয়ায় ভারতীয় রেল সরকারের অধীনে অমৃতভারত প্রকল্পের তালিকায় পরে যোগ করার কারণে ওই স্টেশনের নির্মাণকার্য এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে ।

রেল সরকারের এই উন্নত প্রকল্পে ভারতীয় স্টেশনগুলিকে উন্নতমানের সুযোগ-সুবিধা সম্পন্ন করার পাশাপাশি বাণিজ্যিক কমপ্লেক্সগুলিও তৈরি করা হবে । এছাড়াও বৈদেশিক রেল স্টেশনের মতো ভারতেও উন্নত মানের ‘ Western Railway ‘ তৈরি করা হচ্ছে । এদের মধ্যে মুম্বাইয়ের 22 টি স্টেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে , পাশাপাশি দিল্লির প্রায় 21 টি স্টেশন অন্তর্ভুক্ত হয়েছে । এছাড়াও উত্তর ও দক্ষিণ রেলওয়েতে 17 টি স্টেশনের নাম তালিকায় রয়েছে ।

ভারতের সব স্টেশনের নাম বোর্ডের ওপর হলুদ,কালো রং দিয়ে লেখা হয় কেন ? এই নিয়মের কারণ কি জেনে নিন ?

*ভারতের কেরালার স্টেশন গুলিতে সরকারের বরাদ্দ তালিকা :-

1. এরনাকুলাম জংশন :- সরকারের অধীনে 444.63 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে ।

2. এরনাকুলাম টাউন :- ভারতীয় রেল সরকারের অধীনে এরনাকুলাম টাউনের জন্য 226 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে ।

3. কোঝিকড় স্টেশন :- কোঝিকড় স্টেশনের জন্য 472.96 কোটি টাকা দেওয়া হয়েছে ।

4. তিরুবনন্তপুরম :- রেল সরকার তিরুবনন্তপুরম স্টেশনে 497 কোটি টাকা অনুদান দিয়েছেন ।

5. ভার্কালা স্টেশন :- ভার্কালা স্টেশনের জন্য 133 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে ।

6. কোল্লাম স্টেশন :- সরকারের অনুদান মূল্য 384.39 কোটি টাকা ।

রেল সরকারের অধীনে অমৃত ভারত প্রকল্পের জন্য অনুদান দেওয়া স্টেশন গুলিতে উন্নত পরিমানে পুনর্বীকরণের বিকাশ করা হবে । রেল স্টেশনের নির্মিত পুরনো বিল্ডিং গুলিকেও উন্নয়নের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে । সরকারের তৈরি স্টেশনগুলিতে থাকছে এক্সেলেটর, লিফট, পার্কিং ব্যবস্থা, ওয়াক ওয়ে, প্ল্যাটফর্ম ও আধুনিক মডেলে তৈরি সুবিধাসম্পন্ন বিশ্রামাগার । এছাড়াও প্রকল্পে রয়েছে নোটিফিকেশন সিস্টেম, সিসিটিভি নজরদারি ব্যবস্থা, আপগ্রেডেড ওয়েটিং প্রক্রিয়া ও বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ মাধ্যমও থাকছে ।

উত্তরবঙ্গের পদাতিক সহ একাধিক ট্রেনের সময়সীমা বাতিল ! রেল কর্তৃপক্ষের নতুন কর্মসূচি সরাসরি জেনে নিন !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top