Amrita Bharat Express :- কেরালাকে বাদ দিয়ে ভারতের 26 টি রুটেই কেন অমৃত ভারত এক্সপ্রেসটি ছুটছে ?

Amrita Bharat Express

Amrita Bharat Express ( চেন্নাই ) :- ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অনুপ্রেরণায় ভারতের 26 টি রুটে অমৃত ভারত এক্সপ্রেসটি ছুটতে চলেছে । তবে উক্ত শহর গুলির মধ্যে কেরালাকে বাতিল করা নিয়ে লোকমুখে নানান কৌতূহল দেখা দিয়েছে । তাই কেরালাকে বাতিলের বিষয়টি নিয়ে সরকারের নানান অভিমত নিচে প্রকাশ করা হলো ।

কেরালার রুটে যাত্রীদের জন্য ভারতের বন্দে ভারত এক্সপ্রেসের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও , রেল সরকার রাজ্যে কোন বরাদ্দ ঘোষণা করেনি । এরই মাঝে রেল কর্তৃপক্ষ ভারতের বিভিন্ন ( 26 টি রুটে ) শহরগুলির মধ্য দিয়ে এক নতুন এক্সপ্রেস এর অনুশোচনা করেছেন । যার নাম অমৃত ভারত এক্সপ্রেস । তবে এই এক্সপ্রেস টি কেরালার রুট দিয়ে চলাচল করছে না । তার কারণ , বন্দে ভারতের তুলনায় এক্সপ্রেসটি আরও বৃহত্তর পরিমাণে সাশ্রয়ী মূল্যের অনুশোচনা করে, যা কেরালার ট্রেন যাত্রীরা আরও সুবিধা পেতে পারে বলে আশঙ্কা রয়েছে ।

রেল সরকার অমৃত ভারত এক্সপ্রেসকে সংযুক্ত করার জন্য শহরের তামিলনাড়ু, বেঙ্গালুরু, তাম্বারাম এবং তিরুনেলভেলি থেকে শুরু করে আরও দূর-দুরান্তে রুট স্থাপনের জন্য পরিকল্পনা নিয়েছেন । তবে অমৃত ভারত এক্সপ্রেসটিকে ব্যস্ততম রুটেই চলাচল করার সিদ্ধান্ত নিয়েছেন । যেখানে কেরালার মতো যানজটপূর্ণ রুটকে বাতিল করা হয়েছে ।

কোনো স্টেশনেই 30 সেকেন্ডের উর্ধ্বে থামছে না রেল ! পূর্ব রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত !

Amrita Bharat Express উভয় প্রান্তে ইঞ্জিন সম্পন্ন 22 টি কোচ যুক্ত একটি পেশাল ট্রেন । ট্রেনটি সর্বোচ্চ 130 কিমি/ঘন্টা বেগে ছুটতে পারে । তবে এর গড় গতি 68 থেকে 81 কিমি/ঘন্টা বেগে চলাচল করবে । 22 টি কোচের মধ্যে রয়েছে 12 টি স্লিপার কোচ , 8 টি নরমাল কোচ এবং 2 টি মালবাহী কোচ থাকবে । ফলে গ্রামাঞ্চলের অভিবাসী শ্রমিকদের বিশেষ সুবিধাপূর্ন একটি ট্রেন হিসেবে চিহ্নিত করা হয় ।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভা কে জানিয়েছিলেন, এই ন্যূনতম 22 টি অমৃত ভারত এক্সপ্রেস লঞ্চ করার পূর্বেও ভারতে আরও 4টি অমৃত ভারত এক্সপ্রেসের পরিষেবা চালু রয়েছে । এদের মধ্যে 15557/15558 দাঁড়ভাঙ্গা হয়ে আনন্দ বিহারী পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেসটি শীতামারহিরাস্কৌল থেকে নার কাটিয়াগঞ্জ হয়ে গোরোখপুর হয়ে লখনউ এর রুট দিয়ে চলাচল করছে ।

কানপুরের দুষ্কৃতীদের ট্রেন উল্টে দেওয়ার চেষ্টা ! ষড়যন্ত্রে ট্র্যাকের ওপর LPG সিলিন্ডার রেখে দেয় !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top