Air India :- বিগত কয়েকমাস ধরে ইজরাইল, হামাস, ইরানসহ দেশগুলিতে প্রবল সংঘর্ষতার কারণে অন্যান্য দেশগুলিতে অর্থনৈতিক প্রভাব পড়েছে । এরই মাঝে চলতি সময়ে ইউক্রেনের সঙ্গে দেশের যুদ্ধের কারণে রাশিয়াকে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে । যার ফলে উক্ত দেশটিতে ব্যাপক অর্থনীতির সংকট দেখা দিয়েছে ।
ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলিও বিভিন্ন সুযোগ সুবিধার পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি করেছে । যার জন্য রাশিয়াকে ব্যাপক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে হয়, পাশাপাশি বিমান শিল্পেও প্রভাব পড়ে । রাশিয়াকে বর্তমানে বিমান চলাচলের ক্ষেত্রে নানান ধরনের সামরিক যন্ত্রাংশ ও পরিষেবা পাওয়ার জন্য বিপদের মুখোমুখি হতে হচ্ছে ।
বর্তমানে রাশিয়াকে নানা ধরনের অর্থনৈতিক সংকটের সম্মুখীন হওয়ায় ভারতের কাছে সাহায্য চাইতে হচ্ছে । ভারত রাশিয়ার অন্যতম পুরাতন বন্ধুত্ব হলেও আন্তর্জাতিক পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়াতে হচ্ছে ভারতকে । তবে ভারতের কাছে রাশিয়ার এই অনুরোধ ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
যুদ্ধক্ষেত্রে ‘লাল ফৌজদের’ জব্দ করতে প্রস্তুত ভারতের 4 Code পারমাণবিক সাবমেরিন !
নানান ধরনের নিষেধাজ্ঞার পরিস্থিতিতে কারণে রাশিয়ায় বিমান চলাচলের ক্ষেত্রে ব্যাপক সংকট দেখা দিয়েছে । তবে রাশিয়ার তরফ থেকে ভারতকে যে অনুরোধ জানানো হয়েছিল সেই বিষয়ে, ভারতের Air India সংস্থা এখনো কোনো কিছু জানায়নি । তার কারণ, ভারতে বর্তমান বিমান চলাচলের ক্ষেত্রে বিমানের সংখ্যাও তুলনামূলকভাবে কম । তাই এই পরিস্থিতিতে রাশিয়াকে বিমান সরবরাহ সম্ভব নয় বলে জানা যাচ্ছে ।
ভারত- রাশিয়াকে সাহায্যের বিষয়টির ওপর ভিত্তি করে দেশের অন্যান্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের প্রতি রাশিয়ার এই অনুরোধ বর্তমান পরিস্থিতিতে ভারত-মার্কিন সম্পর্কেও ব্যাপক প্রভাব ফেলতে পারে । তাই এই ক্ষেত্রে ভারত কিভাবে রাশিয়াকে সাহায্য করবে এবং সেই প্রক্রিয়ার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলি সঙ্গে ভারতের সম্পর্কে কি রকম প্রভাব পরবে, তা সঠিক সময়ই জানা যাবে । তবে ভারতের ওপর রাশিয়ার এই সাহায্যের অনুরোধ ও ভারতের সক্রিয় প্রতিক্রিয়া রাজনৈতিক ক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়িয়েছে ।