Africa News :- বছরের পর বছর ধরে পৃথিবী প্রতিনিয়ত বিবর্তনের পথে হেটেই চলেছে । তাই এবারও এক বিবর্তনের খবর পাওয়া যায় আফ্রিকার এক মরুভূমিতে । আফ্রিকার পূর্ব দিকের অবস্থিত একটি 35 কিলোমিটার দূরত্ব বরাবর মরুভূমিতে এক বিরাট ফাটল দেখা দিয়েছে । গবেষকরা জানিয়েছেন, ‘ ওই ফাটল বরাবর নাকি আফ্রিকা দু- ভাগে ভাগ হয়ে যাবে ‘।
Africa..
খবর মাধ্যমের এক প্রতিবেদনে জানা গিয়েছে, ওই মরুভূমিটি আফ্রিকার পূর্ব দিকে রোহিত সাগরের কাছেই অবস্থিত । তবে মরুভূমির এই ফাটল যে ন্যূনতম তা নয়, এটি 2005 সালে ইথিওপিয়ার মরুভূমিতে সর্বপ্রথম ফাটলটি দেখা গিয়েছিল । গবেষণার সূত্রে ওই ফাটলটির নাম ‘East African Rict Velly’ দেওয়া হয়েছিল । পূর্বে ওই ফাটলটি কম থাকলেও বর্তমানে এটি মরুভূমির 35 কিলোমিটার জুড়ে পৌঁছে গিয়েছে ।
বিজ্ঞানীদের জানিয়েছেন, ওই ফাটলটির দীর্ঘটা বিশাল হয়ে যাওয়ায় বর্তমানে ভূগর্ভের সমুদ্রের নিচে থাকা টেকটনিক প্লেটেও সেটির প্রভাব পড়েছে । যার ফলে টেকনিক প্লেটগুলি ক্রমশ পৃথক হয়ে যাচ্ছে । এও জানা যায়, দিন যত বাড়বে সেই প্লেটের পৃথকীকরণও বাড়বে । এরপর ধীরে ধীরে সেই ফাটলটি বড় হয়ে গেলে গোটা মহাদেশটি দু- ভাগে ভাগ হয়ে নতুন সমুদ্রের উৎপত্তি হবে । সমুদ্রের নিচের সেই স্থানে তিনটি টেকটনিক প্লেট রয়েছে । তাই যখন সেই টেকটনিক প্লেট গুলি নাড়াচাড়া করে, ঠিক তখনই বিস্তৃত জায়গা জুড়ে ভূমিকম্প শুরু হয় ।
গবেষকরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে ওই তিনটি টেকটনিক প্লেটের দূরত্ব ক্রমশ বাড়তে থাকবে । বর্তমানে সেই 3 টি টেকটনিক প্লেটের মাথায় ফাটল ধরেছে । তাই মরুভূমির ফাটল যত দীর্ঘ হবে Africa ভেঙ্গে সেই ফাটলের বরাবর আরও একটি নতুন মহাদেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
তবে গবেষকরা জানিয়েছেন এই বিষয়ে বর্তমানে সেরকম চিন্তার কোন কারণ নেই । Africa মরুভূমির ওই ফাটলটি পূরণ করতে হাজার হাজার বছর পর্যন্ত সময় লাগতে পারে । তাই সেই দিনের জন্য অপেক্ষা হয়তো আমাদের পক্ষে দেখা সম্ভবপর হবে না । পরবর্তী প্রজন্মের মানুষরাই এই ফাটলের পুনর্বিকরণ দেখতে পারবে ।
“হাসিনার ফাঁসির সিদ্ধান্ত !.. রাষ্ট্রপুঞ্জকে জানাল ইউনুস সরকার !”