Digital PAN Card 2.0, অপেক্ষা কীসের? 2 মিনিটেই পেয়ে যাবেন প্যান 2.0, জেনে নিন সঠিক পদ্ধতি …

Digital PAN Card 2.0

Digital PAN Card 2.0:- বর্তমানে যারা যারা প্যানকার্ড ব্যবহার করছেন তাদের জন্য এটি একটি বড় বিষয় । আপনারা হয়তো প্যান 2.0 প্রজেক্টের কথা শুনেছেন । যদিও 2024 সালের 25 নভেম্বর মাসে এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই পদ্ধতি বাস্তবায়িত করার জন্য সরকার 1,435,00,00,000 টাকা বরাদ্দ ঘোষণা করেছেন ।

সরকারের এই নিয়মে PAN Card হবে ডিজিটাল । কাজেই আপনারা যদি মোবাইলের হোয়াটসঅ্যাপ কিংবা ডিজিটাল এর মাধ্যমে বিভিন্ন জায়গায় কিউআর কোড স্ক্যান করে থাকেন, তাহলে আপনি সাইবার প্রতারকের শিকার হতে পারেন । এই সমস্ত সাইবার থেকে রক্ষা করবে এই নতুন প্যান কার্ড ।

যেহেতু আপনি আপনার পুরনো প্যান কার্ডের মাধ্যমে নানান ধরনের আর্থিক কাজ করে থাকেন । ব্যাংক লোন থেকে শুরু করে একাউন্ট খোলা, পয়সা জমা করা, ক্রেডিট কার্ড ইত্যাদিতে কাজে লাগিয়ে থাকেন । তাই আপনাদের সুবিধার্থে সরকারের এই নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহমত প্রকাশ করেছেন । আপনারা এই প্যান কার্ড এ 10 ডিজিটের নম্বরটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন । এর পাশাপাশি আপনারা QR Code এর মাধ্যমেও কাজ করতে পারবেন ।

* আপনাদের নতুন প্যান কার্ড পেতে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন ।

1. প্রথমে, গুগুলে গিয়ে “প্যান 2.0” লিখে সার্চ করুন । 

2. অনলাইন প্যান অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য স্কিম করুন এবং পৃষ্ঠার নিচের দিকে স্ক্রল করুন। 

3. এরপর সেখানে আপনি “প্যান কার্ড পোর্টাল” নামে একটি অপশন দেখতে পাবেন । 

4. তারপর ওই পোর্টালে ক্লিক করুন এবং “প্যান কার্ড রিপ্রিন্ট” এর অপশনটি নির্বাচন করুন। 

5. এরপর, আপনার প্রয়োজনীয় তথ্য যেমন প্যান নম্বর এবং আধার নম্বর প্রদান করুন। 

6. অবশেষে অনলাইনে 50 টাকা ফি পরিশোধ করার পর এই প্রক্রিয়া সম্পন্ন হলে, নতুন প্যান কার্ডটি আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে ।

নতুন প্যান কার্ডটি দ্রুত সংগ্রহ করলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেতে পারেন । প্যান 2.0 ভারতে সকল নাগরিকের জন্য উন্নত সুরক্ষা নিশ্চিত করে । এই কার্ডে থাকা কিউআর কোড ব্যবহার করে আপনার ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত রাখতে পারবেন ।

2 Trackbacks / Pingbacks

  1. Youtube Money, ইউটিউবে ভিডিও বানিয়ে কত টাকা আয় করা যায়? বিস্তারিত পড়ুন.. - সংবাদ তরঙ্গ
  2. Phonepe র দিন শেষ, এখন নতুন Device Tokenisation-এর মাধ্যমে নিরাপদ ও সহজে লেনদেন করুন !" - সংবাদ তরঙ্গ

Leave a Reply

Your email address will not be published.


*