Air india:- 2025 এ বড়ো চমক ! ডোমেস্টিক ফ্লাইটে উঠলেই পাবেন বিনামূল্যে Wifi internet ! থাকছে কী কী ?

Air india:- নতুন বছরের 2025 সালে বড় চমক দিল ভারতের এয়ার ইন্ডিয়া । বিমান যাত্রীরা আকাশের মাঝপথেই পেতে চলেছেন বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা । এই পরিষেবা 2025 এর গত 1 তারিখ থেকেই চালু হয়েছে । তবে দেশের অন্যান্য বিমানগুলোতে এই পরিষেবা উপলব্ধ থাকছে না একমাত্র এয়ার ইন্ডিয়ার কিছু বিমানেই এই পরিষেবা উপলব্ধ থাকবে ।

এই পরিষেবা এয়ার ইন্ডিয়ার কিছু এয়ারবাস A350, বোয়িং 787-9 এবং এয়ারবাস A321 নিও এয়ারক্রাফটে পাওয়া যাবে । যারা বিমানে বসে থেকেই সামাজিক মাধ্যমে নিজেদের আপডেট রাখতে চান তাদের কাছে এই সুবিধা জনপ্রিয় । তবে এই পরিষেবা ভূমি থেকে 10,000 ফুট উচ্চতাতে উড়লে পরেই পাওয়া যাবে বলে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ।

* Air india তে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার ব্যবহার ও ভবিষ্যৎ পরিকল্পনা :-

1. এয়ার ইন্ডিয়া তাদের যাত্রীদের জন্য একেবারে বিনা পয়সায় ওয়াইফাই পরিষেবা প্রদান করছে । বিমানে থাকা সমস্ত ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনগুলিতে এই সুবিধা উপভোগ করা যাবে ।

2. এই পরিষেবা আপাতত দেশের মধ্যে চলাচলকারী এয়ার ইন্ডিয়ার কিছু ডোমেস্টিক বিমানগুলিতে প্রযোজ্য হবে । যাত্রীরা যেকোনো সময় এই ওয়াইফাই ব্যবহারের মাধ্যমে সংযোগ রাখতে পারবেন ।

3. যদি এই পরিষেবা সফল এবং কার্যকর প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক বিমানগুলির ক্ষেত্রেও এটি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

4. তবে বর্তমানে Air india নিউইয়র্ক, লন্ডন, প্যারিস এবং সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক উড়ানগুলিতেও ওয়াইফাই পরিষেবা চালু করার কথা ভাবছে।

5. যাত্রীদের জন্য এই উদ্যোগ শুধুমাত্র ভ্রমণকেই আরামদায়ক করবে না, বরং এয়ার ইন্ডিয়ার সেবার মান উন্নত করতে সাহায্য করবে।

2025 এর মে-জুনেই আসছে হাইস্পিড 5G নেটওয়ার্ক !

* Air india বিমানে ফ্রি ওয়াইফাই কানেক্ট করার পদ্ধতি :-

1. প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপে ওয়াইফাই ফিচারটি চালু করুন ।

2. এরপর ওয়াইফাই লিস্ট থেকে “Air India Wi-Fi” নেটওয়ার্কটি খুঁজে নিয়ে নির্বাচন করুন ।

3. তারপর এয়ার ইন্ডিয়া ওয়াইফাই পোর্টালে ঢুকে আপনাকে আপনার বোর্ডিং পাসে থাকা পিএনআর নম্বরটি দিতে হবে ।

4. অবশেষে পিএনআর নম্বর দেওয়ার পর ওয়াইফাই স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট হয়ে যাবে, এবং আপনি ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।

এই সহজ ধাপগুলো অনুসরণ করলেই বিমানে আপনার যাত্রা আরও আরামদায়ক হয়ে উঠবে ।

আরও পড়ুন :- মাত্র 5 মিনিটেই সমস্ত জটিলতম অঙ্কের সমাধানে বিশ্বরেকর্ড ‘গুগলের Willow’ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*