Shekhar dhawan- Huma Qureshi:- 2020 সালে শেখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হওয়ার পরেও তারা দুজনেই আলাদা থাকতেন । বিবাহের তিন বছর পর 2023 সালে তাদের মধ্যে আইনিভাবে বিচ্ছেদ হয় । এরপর ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন নারীর সম্পর্ক নিয়ে নানান জল্পনা-কল্পনা শোনা গিয়েছিল ।
এরই মাঝে সমাজ মাধ্যমে একাধিক ছবির পোস্টে দেখা গিয়েছে শেখর ধাওয়ান ও হুমা কুরেশির সঙ্গে সুইমিংপুলে স্নানরত অবস্থায় । তবে যদিও এই ঘটনা সত্যি কি মিথ্যা ? তা নিয়ে সমাজ মাধ্যমে নানান ধরনের প্রশ্ন উঠছে । আপনি কী চিত্রনাট্যের জন্য ‘নগ্ন’ হতে প্রস্তুত ?
বিগত বছর 2022 সালের নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল ডাবল এক্সেল ছবিটি । যেখানে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশিকে। তবে সেই ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন শিখর ধাওয়ান । এরপরই তাদেরকে নিয়ে নানান ধরনের মন্তব্য উঠে আসে । যদিও হুমা কুরেশি তাদের এই সম্পর্কে কোনো আপত্তি বোধ করেননি ।
তবে লোকমুখে প্রশ্ন, এটা কি অভিনয় নাকি সত্যিই তারা প্রেম করছেন ? নেটিছেনদের এই প্রশ্নের উত্তরে শোনা যায় ‘না’ । তারা একই সঙ্গে সুইমিংপুলে কখনো সময় কাটাননি । এমনকি ঘনিষ্ঠভাবে ও তারা কোনরকম ছবি তোলেননি । সুইমিং পুলে থাকা ভাইরাল ছবিগুলি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি ।
আরও পড়ুন:- দ্বিতীয়বারের মেয়ে সন্তানে অভিনেত্রী কোয়েল মল্লিক কী বললেন সমাজ মাধ্যমে ….
অভিনয়ে Shekhar dhawan-Huma qureshi দুজনেই জনপ্রিয় ব্যক্তিত্ব । শেখর ধাওয়ান একজন ভারতীয় ক্রিকেটার এবং হুমা কুরেশি একজন বলিউড অভিনেত্রী । সম্প্রতি, তাদের দুজনের একসঙ্গে সুইমিং পুলে থাকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । যদিও অনেকেই ধরে নিয়েছিলেন যে তারা প্রেম করছেন । কিন্তু, পরে জানা গিয়েছে যে এই ছবিগুলি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি ।
মূলত এই ঘটনাটি সমাজ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার একটি উদাহরণ । সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা খুবই জরুরি ।