Koel Mallick:- দ্বিতীয়বারের মেয়ে সন্তানে অভিনেত্রী কোয়েল মল্লিক কী বললেন সমাজ মাধ্যমে ….

Koel Mallick

Koel Mallick:- কোয়েল মল্লিকের প্রথম সন্তানের পর দ্বিতীয়বারের সন্তান জন্মগ্রহণের খবর ইতিমধ্যেই প্রকাশ্যে পাওয়া গেল । এরপর 14 ডিসেম্বর রবিবার দ্বিতীয়বার মেয়ে সন্তানের খবর তিনি ভাগ করে দিলেন সমাজ মাধ্যমে । এরপরেই কোয়েল মল্লিকের নেটিজেনদের মধ্যে এক শোরগোল তৈরি হয় । আবার কেউ কেউ বলেছেন ছেলে হয়েছে নাকি মেয়ে ?

এছাড়াও বিগত কয়েক মাস আগে দুর্গাপুজোর মরশুমে koel Mallick তার ইনস্টাগ্রাম এর একটি স্টোরিতে লিখেছিলেন, “আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, “খুব শীঘ্রই আমাদের পরিবার বড় হতে চলেছে ।” এমনকি অতিশীঘ্রই কবীর বড় ভাই হতে চলেছে । তাই উক্ত সময় আপনাদের একান্ত ভালবাসা ও শুভকামনা অত্যন্ত প্রয়োজন ।

এরপর থেকেই মল্লিক বাড়ির ঘরের দেয়ালে দেয়ালে বেবিবাম্পের একাধিক ছবি ভাইরাল হয় । তবে সেই সব চিত্র বিশেষ আগলে রাখার জন্য বলেছিলেন বাবা রঞ্জিত মল্লিক । কিন্তু তারপরেই ডিসেম্বরে কোয়েলের দ্বিতীয় সন্তান হওয়ার পর সেই সমস্ত ছবি ধীরে ধীরে ভাইরাল হতে থাকে সমাজ মাধ্যমে ।

আরও পড়ুন:- আল্লু অর্জুনের গ্রেপ্তারির মধ্যেও গত 9 দিনের বক্স অফিসে 760 কোটি টাকা আয় !

এরপর কোয়েল মল্লিক গত শনিবার, 14 ডিসেম্বর তার নিজস্ব ফেসবুক পোস্টে দ্বিতীয়তম সন্তান হওয়ার আমন্ত্রণের ডিজিটাল কার্ড শেয়ার করেন এবং সেই কার্ডে বড় বড় অক্ষরে লেখা থাকে “আমরা একটি কন্যা সন্তান পেয়েছি ।”

তবে koel Mallick ও নিসপালের 2013 সালের বিবাহের পর 2020 সালে প্রথম পুত্র সন্তানের জন্মদিন, যার নাম ‘কবীর মল্লিক’ । এরপর তিনি ওই বছরেই তার বিবাহ বার্ষিকীর দিনই সমাজমাধ্যমে প্রকাশ করেন তার মা হওয়ার খবর ।

ঋতুপর্ণা সেনগুপ্তের এই পোস্টের কমেন্টের তালিকায় ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রযোজক মহেন্দ্র সোনি, গায়িকা আকৃতি কক্কর, অভিনেত্রী ইশা সাহা, ইন্দ্রিলা সেন এবং ঋদ্ধিমা সেন প্রমুখ মিলে কোয়েল মল্লিকের দ্বিতীয়তম সন্তানের প্রতি মঙ্গল কামনা প্রকাশ করেছেন ।

আরও পড়ুন:- “কাজ গেলে যাবে”…. হঠাৎ রনিতার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে রহস্য কী?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*