Today Gold Price:- সোনার দামে ব্যাপক স্বস্তি পেল সাধারণ মানুষ। কলকাতায় আজ 10 গ্রাম 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম কত হল জেনে নিন…

Today Gold Price:- বিগত সপ্তাহগুলির তুলনায় আজ সোনার দামে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে । পূর্বে থেকেই সোনার দামের উঠানামা নিয়ে সর্বদাই নজর দিয়ে থাকেন ধনী ও মধ্যবিত্ত পরিবারের জনগণ । চলছে বিয়ের মরশুম, অপর দিকে চলছে সোনা কেনার প্রবণতা । এরই মাঝে সোনার দামে স্বস্তি পেল সাধারণ জনগণ । তাই আজ কলকাতা সহ অন্যান্য শহরগুলির দোকানগুলিতে উপচে পড়া ভিড় শুরু হয়েছে ।

সোনার দামে ব্যাপক স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের । যেখানে গত সপ্তাহ গুলিতে সোনার দামে ওঠানামা থাকলেও আজ কলকাতায় ক্যারেট প্রতি সোনার দাম কত হয়েছে তাই জানার বিষয় । আন্তর্জাতিক বাজারের জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে সোনার দামে আরো ঊর্ধ্বমুখী প্রভাব ফেলবে । যদি তাই হয় তাহলে অবশ্যই চেক করে নিন কলকাতা সহ দেশের অন্যান্য শহরগুলিতে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম কত হয়েছে ?

US -CPI ডেটার প্রতীক্ষায় সোনার দরে 2,700$ এর ঊর্ধ্বমুখী প্রভাব । বিস্তারিত জানুন ..

* দেশের বাজারে আজ প্রতি 10 গ্রাম 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম কত ?

1. আজ কলকাতায় প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 72,060 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 78,610 টাকা ।

2. মুম্বাই শহরে আজ 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 72,070 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 78,615 টাকা ।

3. চেন্নাইয়ে আজ 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 72,060 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম চলছে 78,610 টাকা ।

4. দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 72,210 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 78,760 টাকা ।

5. আমেদাবাদ শহরে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম হয়েছে 72,110 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম রয়েছে 78,660 টাকা ।

6. জয়পুরে আজ 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 72,210 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 78,760 টাকা ।

7. পুনেতে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 72,060 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 78,610 টাকা ।

8. লখনউয়ে 10 গ্রাম 22 ক্যারাট সোনার দাম 72,210 টাকা এবং 24 ক্যারাট সোনার দাম 78,760 টাকা।

9. বেঙ্গালুরুতে 10 গ্রাম 22 ক্যারাট সোনার দাম 72,060 টাকা এবং 24 ক্যারাট সোনার দাম 78,610 টাকা চলছে ।

10. হায়দ্রাবাদে আজ প্রতি 10 গ্রাম 22 ক্যারাট সোনার দাম 72,060 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারাট সোনার দাম 78,610 টাকা হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*