Long March:- বিএনপির ঢাকা-আগরতলা ‘লং মার্চ’ আন্দোলনের পথে বাধা ! এরপরের পরিস্থিতি কী হল ?

Long March (বাংলাদেশ):- গত ২ ডিসেম্বর বাংলাদেশের সরকারি কমিশন অফিসে এক হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা ঢুকে সেই অফিসের নানান জিনিসপত্র ভাঙচুর করে এবং পতাকা নামিয়ে দিয়ে অমর্যাদা প্রকাশ করেন । তবে উক্ত ঘটনায় দিল্লি প্রশাসন দ্রুত দুঃখ প্রকাশ করে এক ধরনের বিবৃতি প্রকাশ করেন ।

লং মার্চ আন্দোলনে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল মিলে এটি চলতে থাকে । এই আন্দোলনটি ‘ঢাকা থেকে আগরতলা পর্যন্ত আয়োজন করা হয় । আন্দোলন চলাকালীন আখাউড়া চেক পোস্ট থেকে প্রায় এক কিলোমিটার আগেই বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদের থামিয়ে দেয় ।

এরপর সেই দলের নেতা-কর্মীরা আখাউড়া সংলগ্ন একটি মাঠেই সংক্ষিপ্ত আন্দোলন করে ফিরে যান ।

এই আন্দোলনটি 2 ডিসেম্বর বাংলাদেশের সহকারী হাই কমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলাকে কেন্দ্র করেই শুরু হয় । তাদের এই হামলায় অফিসের মজুত আসবাবপত্র ভাঙচুর, পতাকা অবমাননা এবং অন্যান্য ক্ষতির প্রতিবাদে বিএনপি নেতাদলের কর্মসূচি শুরু হয় । এই ঘটনার খবর ইতিমধ্যেই ভারত সরকারের কাছে আসলে পরে ভারত সরকার দুঃখ প্রকাশ করে এবং দোষীদের গ্রেফতারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দেয় ।

বাংলাদেশে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ চুক্তি বাতিল !” আদৌ কী ভারতের ইন্টারনেটে এর প্রভাব পড়বে? না জানলে মিস করবেন …

অপরদিকে লং মার্চ আন্দোলনের শুরুতে ঢাকার কেন্দ্রীয় অফিস থেকে প্রায় 2,000 গাড়ি রওনা হয় এবং যেতে যেতে আরও 3,000 গাড়ি যুক্ত হয় । তবে তাদের আন্দোলন চলতে থাকার মাঝেই আখাউড়া চেক পোস্টের আগে তাদের যাত্রা বাধাগ্রস্ত হয় । সীমান্তে ডেডিকেট তৈরি করে দেয় বাংলাদেশের বিএসএফ কর্মীরা এবং সেখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায় ।

এরপর সমাবেশে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, “আমাদের এই লং মার্চ হল শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদী আন্দোলন । ভারতের সাধারণ জনগণের প্রতি আমাদের বন্ধুত্ব অত্যন্তই গভীর । তবে আমি ভারতীয় শাসক দলের উদ্দেশে বলছি, পূর্ববর্তী হাসিনার সরকারকে সমর্থন দিয়ে জনগণের নিজস্ব ইচ্ছার বিপক্ষে বাধা হয়ে দাঁড়াবেন না।”

পর্দা ফাঁস মার্কিন যুক্তরাষ্ট্রের, আল-জোলানির মাথার বিনিময়ে 10 মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top