Google Willow:- বর্তমান টেক দুনিয়ায় গুগল এক দারুন প্রযুক্তি সম্পন্ন মাধ্যমের অনুশোচনা করেছে । যার নাম ‘গুগল উইলো’ । Google willow কি ? অবশ্যই আপনাদের মনে প্রশ্ন উঠছে, তাই না ? তাহলে আসুন জেনে নেওয়া যায় এই ‘গুগল Willow’ কী ? এর উৎপত্তিস্থল কোথায় ?
গুগল Willow এক ধরনের কম্পিউটার চিপ সিস্টেমের তৈরি মাধ্যম । এই চিপটি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় গুগল কোয়ান্টাম ল্যাব থেকে তৈরি হয়েছে । যার মাধ্যমে ব্যক্তিদের যেরকম ধরনের এই কঠিন অংক হোক না কেন মাত্র 5 মিনিটের মধ্যে সমাধান করার ক্ষমতা রাখে এই উইলো ।
Google কোম্পানির সিইও সুন্দর পিচাই টুইটারের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে বলেছিলেন, উইলো আমাদের নতুন স্টেট- অফ- ডি- আর্ট কোয়ান্টাম কম্পিউটারিং চিপ সিস্টেম । সাধারণত এটি জটিল থেকে জটিলতর অঙ্ক মাত্র 5 মিনিটের মধ্যে সমাধান করতে সক্ষম হয় । যেটা বর্তমান দুনিয়ার সুপার কম্পিউটারগুলিতে যে পরিমাণ খরচ করা হয়ে থাকে তা ব্রহ্মাণ্ডের বয়সের থেকেও অধিক ।
বৈদেশিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুগলের এই প্রযুক্তি সমগ্র বিশ্বে ব্যাপকভাবে ছড়াবে । যার ফলে প্রতিটি দেশে প্রযুক্তিগত মাধ্যমের ভবিষ্যৎ আরও উন্নত হয়ে উঠবে । এমনকি এই চিপের মাধ্যমে বৃহৎ থেকে বৃহত্তর শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যেতে পারে । যেখানে এই প্রযুক্তি উপলব্ধ কম্পিউটার বানাতেও বেশ কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন ।
তবে এই মাধ্যমটি কম্পিউটার ও ল্যাপটপের তুলনায় একেবারেই আলাদা । বিশেষত এটি কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে দ্বারা পরিচালিত হয় । এই কোয়ান্টাম কম্পিউটার শুধুমাত্র ক্ষুদ্র কণার আচরণের ওপর ভিত্তি করে কাজ করে । এই প্রযুক্তির নেতৃত্বে রয়েছেন হার্টমুট নেভেন । তার নামেই তৈরি এই Willow । এছাড়াও তিনি BBC কে আরও বলেন, বেশ কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য এই চিপ ব্যবহার করা হতে পারে । যদিও তিনি আর কিছুই বলেনি ।
“BH Number Plate এর সুবিধা !” রাজ্য ভ্রমণের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ শর্তগুলি !