PAN Card-Aadhar Card :- “আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের শেষ দিন !” সময় ফুরানোর আগে জেনে নিন প্রয়োজনীয় তথ্য !

PAN Card-Aadhar Card :- ভারতীয় সরকারের তত্ত্বাবধানে এর আগেও জানানো হয়েছিল যে ইতিমধ্যেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে । এরপর সরকারি তথ্যে সময়কালীন হিসেবে এই দুটি কার্ডের সঙ্গে বিগত 31 মে মাসের মধ্যে লিংক করাতে হবে । তাই এখনও পর্যন্ত যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক না করেছেন ।তারা ইতিমধ্যেই লিঙ্কটি করে নিন, না হলে আগামীতে অসুবিধায় পড়বেন ।

এরপর জনগণের সুবিধার্থে বারতি সময় নিয়ে 31 মে বদলে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত শেষ সময় করা হয়েছে । অর্থাৎ চলতি বছরের শেষ তারিখেই দুটি কার্ডের মধ্যে লিঙ্ক করার শেষ দিন । তাই রাজ্যের আয়কর দপ্তর আগামী 31 ডিসেম্বরের আগেই প্যান কার্ডের সঙ্গে নিজস্ব আধার কার্ডের লিঙ্কটি অতি শীঘ্রই করে ফেলার জন্য রাজ্যের জনগণের কাছে বিশেষভাবে আপিল করেছেন ।

রাজ্যের আয়কর দপ্তরের ঘোষিত 31 ডিসেম্বরের আগে যদি কেউ Aathar Card এর সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনাদের নিজস্ব স্থায়ী একাউন্ট নম্বর অথবা প্যান কার্ড নিষ্ক্রিয় হবে বলে জানা গিয়েছে । যার ফলে রাজ্যের জনগণকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে ।

“এটিএম-এর ভবিষ্যৎ অনিশ্চিত!” বড় সিদ্ধান্তের মুখে ব্যাঙ্কিং সেক্টর !

* PAN Card এর সঙ্গে Aathar Card এর লিংক কিভাবে করাবেন ?

1. সর্বপ্রথম আপনি Google এ গিয়ে www.incometax.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করবেন ।

2. আপনি আপনার নিজস্ব G-mail ও আপনার নাম দিয়ে ওয়েবসাইটটি log in করুন ।

3. এরপর হোমপেজে গিয়ে Quick Link অপশনে গিয়ে ক্লিক করুন ।

4. এরপর পেজটি খোলার পর সেখানে আপনার প্যান নম্বর ও আধার নম্বর ফিলাপ করুন ।

5. তবে আপনি যদি আগে থেকেই লিঙ্কটি করে থাকেন, তাহলে সেটি আগেই স্ক্রিনে শো করবে ।

6. সর্বশেষে আপনার সমস্ত তথ্য ফিলাপ করার পর সেটিকে SENT অপশনে ক্লিক করে Apply করুন ।

* আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়েছে কিনা, তা কিভাবে বুঝবেন ?

1. ঠিক একই পদ্ধতিতে গুগল এগিয়ে সরকারি www.incometax.gov.in ওয়েবসাইটটি ওপেন করবেন ।

2. ওয়েবসাইটটি ওপেন করার পর Log in করবেন ।

3. এরপর হোমপেজে গিয়ে আপনার নিজস্ব পেন নম্বর ও আধার কার্ড দিয়ে চেক করবেন ।

4. এরপর লোডিং হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনাকে ওয়েবসাইটটি জানিয়ে দেবে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়েছে কিনা ।

প্যান কার্ড অপব্যবহারের ক্ষেত্রে সরকারের সেরা 3 টি নিয়মের অনুশোচনা !”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top